50 শতাংশ ছাড়ে Samsung কম্পানির 5 টি ফোন পাওয়া যাচ্ছে দাম মাত্র 11000 টাকার মধ্যে

Subham

Updated on:

50 শতাংশ ছাড়ে Samsung কম্পানির 5 টি ফোন পাওয়া যাচ্ছে দাম মাত্র 11000 টাকার মধ্যে

Samsung হল বাজারের একটি অন্যতম মোবাইল ব্র্যান্ড যার ওপর আমরা চোখ বুজিয়ে ভরসা করতে পারি। প্রায় দুই দশক কাল সময় ধরে এই স্মার্টফোন কম্পানি আমাদের বিভিন্ন স্মার্টফোন উপহার দিয়ে চলেছে। অনেক মানুষই থাকেন যারা Samsung ব্রান্ডটির খুব বড়ো ভক্ত। সেক্ষেত্রে আপনিও যদি Samsung ব্রান্ডটির ভক্ত হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য Samsung কম্পানি খুবই সস্তায় বেশকিছু স্মার্টফোন বিক্রি করছে Amazon এবং Flipkart এর মতো ইকমার্স সাইটে। 50 শতাংশ ছাড়ে Samsung কম্পানির 5 টি ফোন পাওয়া যাচ্ছে দাম মাত্র 11000 টাকার মধ্যে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news
50 শতাংশ ছাড়ে Samsung কম্পানির 5 টি ফোন পাওয়া যাচ্ছে দাম মাত্র 11000 টাকার মধ্যে

50 শতাংশ ছাড়ে Samsung কম্পানির 5 টি ফোন পাওয়া যাচ্ছে দাম মাত্র 11000 টাকার মধ্যে

এইমুহূর্তে Amazon এবং Flipkart এর মতো ইকমার্স সাইটে Republic Day Sale চলছে। এই সাইট গুলিতে Samsung কম্পানির বেশ কয়েকটি বাজেট ফোন দামের চেয়ে অনেক সস্তায় কেনার সুযোগ করে দিয়েছে এই ইকমার্স সাইটগুলি। এই ফোনগুলিতে আপনি ভালো ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং প্রতিটি ফোনই 11000 টাকার মধ্যে পেয়ে যাবেন যা খুব সহজেই আপনার বাজেটের মধ্যে ছলে আসবে। আসুন দেখে নেওয়া যাক আজ আমরা কোন পাঁচটি ফোন সম্পর্কে জানবো তাদের নাম—-

  1. Samsung Galaxy M04
  2. Samsung Galaxy F04
  3. Samsung Galaxy F13
  4. Samsung Galaxy F14 5G
  5. Samsung Galaxy M14 5G

Republic Day Sale এর অফার

আসুন নিচের প্রতিবেদন থেকে ওপরের পাঁচটি ফোনের দাম ও এই ফোনগুলিতে কি কি অফার চলছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই—-

০১. Samsung Galaxy M04

Amazon Grate Republic Day Sale চলছে Amazon ইকমার্স সাইটে। যেখানে এই Samsung Galaxy M04 ফোনটি 50% ছাড়ে অর্থাৎ মাত্র 5,999 টাকায় আপনি নিজের করে নিতে পারবেন। এছাড়াও, আপনি যদি ব্যাঙ্ক অফার যুক্ত করেন তাহলে আপনি এই ফোনের ওপর আরও 10% ছাড় পেয়ে যাবেন।

Samsung Galaxy M04 ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে, Mediatek MT6765 Helio P35 প্রসেসর, 4 GB RAM + 64 GB ইন্টারনাল স্টোরেজ, 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ ও 13 MP এর একটি ডুয়াল রিয়াল ক্যামেরা সেটআপ।

০২. Samsung Galaxy F04

5,999 টাকায় Samsung Galaxy F04 ফোনটি নিজের করতে গেলে আপনাকে Flipkart এর Flipkart Republic Day Sale এ যেতে হবে। এখানেও আপনি ব্যাঙ্ক অফার যুক্ত করেন তাহলে আপনি এই ফোনের ওপর আরও 10% ছাড় পেয়ে যাবেন অনেকটাই সাশ্রয় করবে।

Samsung Galaxy F04 ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে, Mediatek MT6765 Helio P35 প্রসেসর, 4 GB RAM + 64 GB ইন্টারনাল স্টোরেজ, 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ ও 13 MP এর একটি ডুয়াল রিয়াল ক্যামেরা সেটআপ।

০৩. Samsung Galaxy F13

Flipkart Republic Day Sale এ 40% ছাড়ে মাত্র 7,499 টাকার বিনিময়ে Samsung Galaxy F13 ফোনটি নিজের করে নিতে পারবেন। এছাড়াও, আপনি যদি ব্যাঙ্ক অফার যুক্ত করেন তাহলে আপনি এই ফোনের ওপর আরও 10% ছাড় পেয়ে যাবেন।

Samsung Galaxy F04 ফোনটিতে আপনি পেয়ে যাবেন গরিলা গ্লাস 5 প্রোটেকশনসহ 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে, Exynos 850 প্রসেসর, 6000 mAh এর ব্যাটারি ব্যাকআপ ও 50 MP এর একটি ট্রিপল রিয়াল ক্যামেরা সেটআপ।

০৪. Samsung Galaxy F14 5G

Flipkart Republic Day Sale এ 40% ছাড়ে মাত্র 10,490 টাকার বিনিময়ে Samsung Galaxy F14 5G ফোনটি নিজের করে নিতে পারবেন। এছাড়াও, আপনি যদি ব্যাঙ্ক অফার যুক্ত করেন তাহলে আপনি এই ফোনের ওপর আরও 10% ছাড় পেয়ে যাবেন।

Samsung Galaxy F14 5G ফোনটিতে আপনি পেয়ে যাবেন 90 Hz রিফ্রেশ রেট যুক্ত 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Exynos 1330 প্রসেসর, 6000 mAh এর ব্যাটারি ব্যাকআপ ও 50 MP এর একটি ডুয়াল রিয়াল ক্যামেরা সেটআপ।

০৫. Samsung Galaxy M14 5G

Amazon Grate Republic Day Sale চলছে Amazon ইকমার্স সাইটে। যেখানে এই Samsung Galaxy M14 5G ফোনটি মাত্র 11,999 টাকায় আপনি নিজের করে নিতে পারবেন। এছাড়াও, আপনি যদি ব্যাঙ্ক অফার যুক্ত করেন তাহলে আপনি এই ফোনের ওপর আরও 10% ছাড় পেয়ে যাবেন।

Samsung Galaxy M14 5G ফোনটিতে আপনি পেয়ে যাবেন 90 Hz রিফ্রেশ রেট যুক্ত 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Exynos 1330 প্রসেসর, 6000 mAh এর ব্যাটারি ব্যাকআপ ও 50 MP এর একটি ডুয়াল রিয়াল ক্যামেরা সেটআপ।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment