সৌদি আরবে স্বর্ণের দাম কত জানার জন্য যদি আপনারা গুগলে সার্চ করেছেন তাহলে আপনারা একদম সঠিক জায়গায় উপস্থিত হয়েছেন। আমাদের এই ওয়েবসাইটটি মূলত সোনার দাম নিয়ে প্রতিদিন আপডেট দিয়ে থাকে, এখান থেকেই আপনারা জানতে পারবেন সৌদি আরবে স্বর্ণের মূল্য কত চলছে। এর সাথেই জানতে পারবেন (Today Saudi Arabia Gold Price) আজকে সৌদি আরবে 1 ভরি স্বর্ণের দাম কত।
সৌদি আরবে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কাজের উদ্দেশ্যে অথবা ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছেন এবং সেখানে সৌদি আরবের স্বর্ণের দাম কত চলছে জানতে চাইছেন, বা সৌদি আরবে এক ভরি স্বর্ণের দাম কত অথবা ২২ ক্যারেট স্বর্ণের দাম সৌদি আরবে কত চলছে তা সৌদির মুদ্রা রিয়ালে রেট কত তা সম্পন্ন জানতে পারবেন।
সৌদি আরবে ১ ভরি স্বর্ণের দাম কত Today Saudi Arabia Gold Price
ওজন | ২২ ক্যারেট সোনা | ১৮ ক্যারেট সোনা | ২৪ ক্যারেট সোনা |
---|---|---|---|
১ ভরি | 3,370.89 রিয়াল | 2,758.53 রিয়াল | 3,627.50 রিয়াল |
আজকে সৌদি আরবে 22 ক্যারেট সোনার দাম
QTY | TODAY 22K GOLD RATE | Yesterday Rate |
---|---|---|
1 Gram | SAR 289 | SAR 267 |
2 Gram | SAR 578 | SAR 534 |
8 Gram | SAR 2,312 | SAR 2,136 |
10 Gram | SAR 2,890 | SAR 2,670 |
100 Gram | SAR 28.900 | SAR 26,700 |
আজকে সৌদি আরবে 24 ক্যারেট সোনার দাম
QTY | TODAY 24K GOLD RATE | Yesterday Rate |
---|---|---|
1 Gram | SAR 311 | SAR 287 |
2 Gram | SAR 622 | SAR 574 |
8 Gram | SAR 2,488 | SAR 2,296 |
10 Gram | SAR 3,110 | SAR 2,870 |
100 Gram | SAR 31,100 | SAR 28,700 |
আজকে সৌদি আরবে 18 ক্যারেট সোনার দাম
QTY | TODAY 18K GOLD RATE | Yesterday Rate |
---|---|---|
1 Gram | SAR 236.50 | SAR 218.50 |
2 Gram | SAR 473 | SAR 437 |
8 Gram | SAR 1,892 | SAR 1,748 |
10 Gram | SAR 2,365 | SAR 2,185 |
100 Gram | SAR 23,650 | SAR 21,850 |
Also Read- ওমান গোল্ড রেট 2024 | 22 ক্যারেট ওমান গোল্ড রেট
সৌদি আরবে সোনার বাজার (Today Saudi Arabia Gold Rate)
পৃথিবীর সমস্ত দেশের মানুষকে আকর্ষিত করার জন্য সৌদি আরব বিভিন্ন স্থাপত্য তৈরি করে নিজেদের নাম বিশ্বের কাছে তুলে ধরেছে। সৌদি আরবের কথা বললেই প্রথমেই মাথায় আছে তেলের ভান্ডার, তবে সৌদি আরবে তেলের ভান্ডার ছাড়াও উৎকৃষ্টমানের সোনা পাওয়া যায় এবং সৌদি আরবে বিশ্বের বৃহত্তম সোনার বাজার অবস্থিত। যার কারণেই সৌদি আরবে সোনা এবং সৌদি আরবের সোনার দাম বিরাট জনপ্রিয়।
সৌদি আরবে সোনার মূল্য কিভাবে ঠিক করা হয়
প্রত্যেক দেশের মতোই সৌদি আরবে স্বর্ণের মূল্য নির্ধারণ করার জন্য কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে। যেগুলি নিচে তালিকা আকারে দেওয়া হয়েছে।
- সৌদি সরকারের নীতি : অন্যান্য দেশগুলির মতই সৌদি আরবের সোনার দাম নির্ধারণ করার জন্য দেশের সরকারের ভূমিকা অনেক, যেমন সৌদি সরকার যদি আমদানির উপর শুল্ক বৃদ্ধি করে সেখানে সৌদি আরবে সোনার দাম বৃদ্ধি পাবে।
- আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য : প্রত্যেক দেশেই সোনার মূল্য নির্ধারণের বিশিষ্ট ভূমিকা পালন করে আন্তর্জাতিক বাজারে সোনার দামের উপর। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই সৌদি আরবে সোনার দাম বাড়তে থাকে। শুধুমাত্র সোনা নয় অন্যান্য পণ্যের দামও আন্তর্জাতিক বাজারের মূল্যের উপর নির্ভর করেই বৃদ্ধি এবং হ্রাস পায়।
- সোনার চাহিদা- আমরা প্রত্যেকেই জানি যে, যেকোনো জিনিসের চাহিদা বৃদ্ধির সাথে সাথে তার মূল্যের ও বৃদ্ধি পেতে থাকে তেমনি সৌদি আরবে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সৌদি আরবে সোনার মূল্যের উপর বিশেষ প্রভাব পড়ে। আরবে সোনার চাহিদা যখন কমে যায় তখন স্বর্ণের মূল্য কম দেখতে পাওয়া যায়।
সৌদি আরবে স্বর্ণ কেনার সঠিক পদ্ধতি
যেকোনো দেশ থেকে সোনা কেনার জন্য বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, না হলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদের সৌদি আরবে স্বর্ণ কিভাবে কিনবেন সেই বিষয়ে জানাবো।
সৌদি আরবে যেকোনো প্রতিষ্ঠিত স্বর্ণের দোকান থেকে সোনা কিনতে পারেন এবং সেই দোকান থেকেই আপনি বিভিন্ন ডিজাইনের সোনার গহনা বিনামূল্যে দেখতে পারেন। তবে কিনতেই হবে এমনটা নয় পছন্দ হলে তবেই কিনবেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সোনার যে গহনা কিনবেন তা যেন হলমার্ক যুক্ত হয়।
সৌদি আরবের অনলাইনের মাধ্যমে আপনি সোনা কিনতে পারেন কিন্তু খেয়াল রাখবেন অনলাইনে সোনা কিনতে গেলে সেটি কিন্তু আগে থেকে যাচাই করতে পারবেন না, তাই বিশ্বস্ত দোকান এর অনলাইন অপশন থেকে কিনতে পারেন।