21 ক্যারেট সোনার দাম কত today | 21 Carat Gold Price Today In Bangladesh (12 September 2024)

Subham

21 ক্যারেট সোনার দাম কত today

আপনারা নিশ্চয়ই 21 ক্যারেট সোনার দাম কত today চলছে জানতে চাইছেন, আজকে আমি আপনাদের বাংলাদেশের সোনার দাম কত চলছে সেই বিষয়ে সঠিক তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব। প্রত্যেকদিন ইন্টারনেটে বহু মানুষ 21 ক্যারেট সোনার দাম কত চলছে বাংলাদেশ জানতে চান। সেইসব মানুষের সুবিধার জন্যই আমাদের টিম প্রত্যেকদিন সোনার দাম আপডেট দিয়ে থাকে আসুন তাহলে জেনে নিন বাজুস নির্ধারিত আজকে সোনার দাম কত চলছে বাংলাদেশে।

google news

প্রাচীন কাল থেকেই মানুষ সোনার ব্যবহার করে আসছে, বর্তমান সময়ে সোনার ব্যবহার বেশিরভাগ অলংকার অর্থাৎ গহনা তৈরীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে প্রাচীনকালে মানুষেরা পণ্য কেনার জন্য কিংবা ব্যবসায় লেনদেনের জন্য সোনা ব্যবহার করত। বর্তমান সময়ে সোনার ব্যবহার আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, আর যার কারণেই মানুষ 21 ক্যারেট সোনার দাম কত today চলছে জানতে চায়।

21 ক্যারেট সোনার দাম কত today

21 ক্যারেট সোনার দাম কত today বাংলাদেশ

21 ক্যারেটস্বর্ণের দাম
1 গ্রাম10,338 টাকা
1 ভরি1,20,582.43 টাকা
1 আনা7,535.36 টাকা
1 রতি1,860.84 টাকা

22 ক্যারেট স্বর্ণের দাম কত today জানতে ক্লিক করুন

আমরা প্রধানত ইন্টারন্যাশনাল মার্কেটে সোনার দাম কত চলছে এবং বাংলাদেশে বাজুস কর্তৃক যে দাম নির্ধারণ করা হয়েছে তার উপর ভিত্তি করেই সোনার দাম আপনাদের কাছে দিয়ে থাকি। যেহেতু বাংলাদেশের মানুষ সোনার দাম জানতে চান তাদের জন্য আমরা আজকে বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক অর্থাৎ বাজুস নির্ধারিত সোনার দাম কত চলছে সেটাই উপস্থাপন করে থাকি।

21 Carat Gold Price in Bangladesh

21 CaratGold Price
1 Gram10,338 BDT
8 Gram82,704 BDT
10 Gram1,03,380 BDT
100 Gram10,33,800 BDT

1 ভরিতে কত গ্রাম এবং কত রতি

ভরিগ্রাম
১ ভরি সমান১১.৬৬৪ গ্রাম
১ রতি সমান০.১৮ গ্রাম
১ আনা সমান০.৭২৮৯৮৭৫ গ্রাম

21 ক্যারেট সোনার মান

সাধারণভাবে মানুষ 22 ক্যারেট সোনার গহনা তৈরি করে থাকে, তবে অনেক মানুষ আছেন যারা 21 ক্যারেট সোনার গয়না তৈরি করেন। তার মূল কারণ ২২ ক্যারেট সোনার গহনার থেকে 21 ক্যারেট সোনার গহনার দাম তুলনামূলক কম এবং 22 ক্যারেট সোনাতে খাদের পরিমাণ কম থাকে। অন্যদিকে 21 ক্যারেট সোনার খাদের পরিমাণ খানিকটা বেশি, যার কারণেই বেশিরভাগ মানুষ 22 ক্যারেট সোনার গহনা তৈরি করেন।

বাংলাদেশে সব ধরণের সোনার দাম জানতে ক্লিক করুন

1 ভরিতে কত গ্রাম সোনা

আপনাদের জেনে রাখা দরকার এক ভরিতে কত গ্রাম সোনা হয় ভরি সমান গ্রাম। সোনার দাম যেহেতু জানতে চাইছেন তার জন্য এইসব বিষয়গুলি ভালোভাবে জেনে রাখা দরকার, যাতে করে আপনাদের সোনার গহনার দোকানে গিয়ে কোনরকম অসুবিধা না হয়।

সোনার ব্যবহার

সাধারণভাবে মানুষেরা সোনার ব্যবহার গহনা বা অলংকার তৈরি করতে ব্যবহার করেন। সোনা সব থেকে বেশি বিয়ের মরশুমে বিক্রি হয়, এছাড়া ভারতবর্ষে সোনা সব থেকে বেশি দীপাবলি এবং ধনতেরাসে বিক্রি হয়। সোনার ব্যবহার গহনা ছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসে ব্যবহার হয়ে থাকে। তবে সাধারণভাবে মানুষেরা সোনা অলংকার তৈরি করার জন্যই ব্যবহার করে থাকে।

সোনার দাম জানা কেন জরুরী

প্রাচীন কাল থেকেই মানুষেরা একে অপরকে ঠকিয়ে আসছে। বর্তমান সময়ে এই ঠকবাজির কারবার প্রচুর পরিমাণে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের আশেপাশে অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা সোনার সঠিক দাম না বলে গ্রাহকদের ঠকায়। যার কারণেই সোনার গহনা তৈরি করার আগে মানুষেরা ইন্টারনেট থেকে 21 ক্যারেট সোনার দাম কত today বাংলাদেশ তা জেনে নেন।

আমাদের ওয়েবসাইটটি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রির দাম দিয়ে থাকে, এখানে আপনারা সোনার দাম থেকে শুরু করে মোবাইল এবং গাড়ির দাম জানতে পারবেন। শুধুমাত্র সোনার দাম জানার জন্য আমাদের ওয়েবসাইটের আজকের সোনার দাম ক্যাটাগরিটি ভিজিট করতে পারেন।

আশা করি আপনারা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে 21 ক্যারেট সোনার দাম কত চলছে সেই বিষয়ে সঠিক তথ্য পেয়েছেন। তবে সোনার দাম আমরা নিজেদের মনগড়া দিয়ে থাকি না আমরা শুধুমাত্র ‘বাংলাদেশ জুয়েলারি সমিতি’ কর্তিক নির্ধারিত মূল্যের দাম প্রকাশ করে থাকি।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment