কোনো রকম সেল ছাড়াই একধাক্কায় কমে গেল Motorola Edge 40 স্মার্টফোনের দাম :- কিছুদিন আগেই Motorola কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন বাজেট স্মার্টফোন Moto G54 এর দাম কমিয়েছে। তবে এবার কোনো রকম সেল ছাড়াই Motorola কোম্পানি তাদের জনপ্রিয় স্মার্টফোন Motorola Edge 40 এর দামও কয়েক হাজার টাকা কমিয়ে দিয়েছে। এই ফোনটি যদি আপনি কিনতে আগ্রহী হন তাহলে বলে রাখি এই মুহূর্তে আপনি এই প্রিমিয়াম স্মার্টফোনটি ৩০,০০০ টাকার চেয়েও কম খরচে নিজের করে নিতে পারবেন। এর সাথে আপনি চাইলে ব্যাঙ্ক অফার যুক্ত করে এই ফোনটি আরো কম খরচে নিজের করে নিতে পারবেন। তো আসুন, কোনো রকম সেল ছাড়াই একধাক্কায় কমে গেল Motorola Edge 40 স্মার্টফোনের দাম এই সম্পর্কে আপনি বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কোনো রকম সেল ছাড়াই একধাক্কায় কমে গেল Motorola Edge 40 স্মার্টফোনের দাম
Motorola Edge 40 ফোনটির ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম যেখানে ৩৪,৯৯৯ টাকা, সেখানে আপনি এই অফারে এই ফোনটির ওপর ৮,০০০ হাজার টাকা ছাড় পেয়ে যাবেন। এই প্রিমিয়াম স্মার্টফোনটি আপনি Flipkart ইকমার্স সাইটে মাত্র ২৬,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। এছাড়াও, এই ফোনটি কেনার সময় আপনি যদি ব্যাঙ্ক অফার যুক্ত করেন তাহলে এই ফোনটির ওপর আপনি আরো ৫% ছাড় পেয়ে যাবেন।
এই সব অফার তো থাকবেই, পাশাপাশি আপনি যদি আপনার পুরানো স্মার্টফোনটির সাথে Flipkart ইকমার্স সাইটে এক্সচেঞ্জ করেন তাহলে আপনি এই নতুন স্মার্টফোনটির ওপর ২৬,১৬০ টাকা পর্যন্ত চার পেয়ে যেতে পারেন (শর্তাবলী প্রযোজ্য)। Motorola Edge 40 ফোনটি মোট চারটি রঙের সাথে উপলব্ধ ভিভা ম্যাজেন্টা, এলিপস্ ব্ল্যাক, নেবিউলা গ্রিন এবং লুনার ব্লু।
Read More :- Nubia Z60 Ultra Year of the Dragon Limited Edition ফোনটি নতুন বৎসরে নতুন রূপ নিয়ে হাজির হল
Motorola Edge 40 Specification
Specifications | Details |
---|---|
Processor | Mediatek Dimensity 8020 |
RAM | 8 GB |
Internal Storage | 128 GB, 256 GB |
Display | 6.55 inches; P-OLED |
Resolution | 1080 x 2400 px (402 PPI) |
Refresh Rate | 120 Hz |
Display Type | Bezel-less With Punch-Hole |
Rear Camera | 50 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 13 MP Ultra-Wide Angle Camera |
Video Recording (Rear) | 4K@30fps |
Front Camera | 32 MP Wide Angle Lens |
Battery Capacity | Li-Po 4400 mAh |
Charging Speed | 68W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Supported |
Expandable Storage | No |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android 13 |
Read More :- দুর্দান্ত ডিজাইন, বড় স্ক্রিন এবং শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে পা রাখলো Lenovo Tab K11 দেখুন বিস্তারিত
Motorola Edge 40 ফোনটির Display
Motorola Edge 40 ফোনটিতে ফোনটির দাম অনুযায়ী বেশ ভালো ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন বেশ বড়ো সাইজের 6.55 ইঞ্চি P-OLED ডিসপ্লে স্ক্রিন। স্ক্রিনের রেজোলিউশন সাইজ হল 1080 x 2400 পিক্সেল এবং ডিসপ্লে ডেনসিটি থাকছে (402 PPI)। এছাড়াও, এই ফোনের রিফ্রেশ রেট 120 Hz যা আপনাকে স্মুথ এক্সপিরিয়েন্স দেবে। এছাড়াও এই ফোন আপনি পেয়ে যাবেন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।
Motorola Edge 40 ফোনটির Processor
Motorola কোম্পানি তাদের এই Motorola Edge 40 স্মার্টফোনটিতে Mediatek Dimensity 8020 এর মতো শক্তিশালী প্রসেসর ব্যবহার করেছে। এতে পারফরম্যান্স বেশ ভালো দেখা যায়। এছাড়াও, এই প্রসেসর 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে পারে।
Read More :- গেমিং অনুভূতি বদলাতে ড্রাগন এডিসন নিয়ে হাজির Red Magic 9 Pro, রয়েছে চমকানোর মতো ফিচার্স
Motorola Edge 40 ফোনটির Camera Quality
Motorola Edge 40 স্মার্টফোনটি কিন্তু তার চমৎকার ক্যামেরার জন্য বিখ্যাত। আজকের এই Motorola Edge 40 ফোনটিতে দেখতে পাবো 50 MP এর ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, এর সাথেই থাকছে একটি 13 MP ম্যাক্রো ক্যামেরা। যার সাহায্যে আপনি 4K@30fps তে ভিডিও রেকর্ড করতে পারবেন।সামনের দিকে সেলফি এবং ভিডিও রেকর্ডিং করার জন্য পেয়ে যাবেন 32 MP এর সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সাথেই বলে রাখি ডিভাইসটিতে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ।
Motorola Edge 40 ফোনটির Battery & Charger
Motorola কোম্পানি তাদের এই 5G স্মার্টফোন, Motorola Edge 40 তেও একটি ভাল ব্যাটারি এবং চার্জার দিয়েছে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 4400 mAh এর মতো একটি বড় ব্যাটারি। এবং চার্জ করার জন্য পেয়ে যাবেন একটি 68W এর দ্রুত চার্জার যা USB Type-C পোর্টের সাথে উপলব্ধ। Motorola Edge 40 ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 20 মিনিট সময় নেয়। একবার এই ফোন আপনি ফুল চার্জ করলে 8 থেকে 9 ঘন্টা অনায়াসেই চলবে।
Read More :- হ্যাং শব্দটি মুছে ফেলতে বিশ্বের প্রথম 24 জিবি LPDDR5T র্যাম যুক্ত স্মার্টফোন নিয়ে আসছে Redmi K70 Ultra
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।