হ্যাং শব্দটি মুছে ফেলতে বিশ্বের প্রথম 24 জিবি LPDDR5T র‍্যাম যুক্ত স্মার্টফোন নিয়ে আসছে Redmi K70 Ultra

স্মার্টফোন নির্মাতা সংস্থা রেডমি চীনের বাজারে পারফরমানেন্স সিরিজ K এর অধীনে Redmi K70 Ultra ফ্ল্যাগশিপ ডিভাইসটির উপর ইতিমধ্যে কাজ চালু করেছে বলে জানা গেছে। আগের বছরের একজন বিশিষ্ট টিপস্টার পরিষ্কারভাবে নাম উল্লেখ না করে এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন অনলাইনে শেয়ার করেছিলেন, তবে এখন সেই টিপস্টার Redmi K70 Ultra সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনেছেন। স্পেসিফিকেশন গুলি জানলে আপনি হয়তো চমকে যাবেন।

google news

Redmi K70 Ultra Specification

অতি জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) একটি প্রতিবেদনের মাধ্যমে নাম উল্লেখ না করে আসন্ন রেডমি এই ডিভাইসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য প্রকাশ্যে এনেছেন। চায়নার মিডিয়া এবং ওয়েইবো থেকে প্রকাশিত পোষ্টের কমেন্ট সেকশনে এই বিষয়টি সম্পর্কে মন্তব্য করা ব্যক্তিরা মনে করছেন যে, ডিসিএস দ্বারা প্রকাশিত পোস্টে K70 Ultra স্মার্টফোনটি সম্পর্কে কথা বলা হচ্ছে।

Redmi K70 Ultra

Realme 11 Pro 5G ফোনটি মিলছে বিশাল ছাড়ে, কিনলে পাবেন 100 MP ক্যামেরা

Display: টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে 8টি এলটিপিও ওলেড (8T LTPO OLED) প্যানেল থাকবে, যা সুপার-স্লিম বেজেল দিয়ে ঘেরা থাকবে। এই ডিসপ্লেটি 1.5K রেজুলেশন এর সাথে সর্বোচ্চ 5000 নিক পিক ব্রাইটনেস থাকবে এবং ডিসপ্লেটিকে সুরক্ষা দেওয়ার জন্য গরিলা গ্লাসের প্রটেকশন অফার করা হয়েছে।

Processor: পারফরমেন্স এর জন্য ডিভাইসটিতে MediaTek Dimencity 9300 প্রসেসর দেওয়া হতে পারে। যদিও এর আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল এই প্রসেসরযুক্ত রেডমির আসন্ন স্মার্টফোনটিকে চীনের বাজারে Redmi K70 Ultra এই নামে জানা যাবে।

RAM: স্মার্টফোনটিকে ফাস্ট করার জন্য ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন Redmi K70 Ultra মডেলটিতে 24 GB LPDDR 5T র‍্যাম থাকবে এখান থেকেই জানা যাচ্ছে র‍্যাম প্রযুক্তি অনেকটা ভবিষ্যৎ টেকনোলজির দিকে নির্দেশ করে। যদিও বর্তমানে বাজারে উপস্থিত Vivo X100 এবং X100 Pro স্মার্টফোনগুলিতে LPDDR 5T র‍্যাম প্রযুক্তি যুক্ত করা হয়েছে। তবে এই প্রযুক্তিযুক্ত স্মার্টফোনগুলি শুধুমাত্র চীনের বাজারেই দেখতে পাওয়া যায়। সূত্র থেকে জানা গেছে Redmi K70 Ultra ডিভাইসটিতে 24 GB LPDDR 5T র‍্যাম যুক্ত স্মার্টফোনের গুলির মধ্যে অন্যতম হতে পারে।

আকর্ষণীয় ডিজাইনের সাথে ফাঁস হলো Motorola Razr Plus 2024, রইল ছবি

Storage: রেডমি আসন্ন Redmi K70 Ultra স্মার্টফোনটিতে 1 TB UFS 4.0 স্টোরেজ অফার করা হবে। এছাড়াও অন্য একটি রিপোর্ট থেকে জানা গেছে স্মার্টফোনটি এর আগে লঞ্চ হওয়া K60 Ultra-র মতো IP68 রেটিং যুক্ত চ্যাসিস পাওয়া যেতে পারে। স্মার্টফোনটিকে হালকা এবং মজবুত করার জন্য অ্যালমনিয়াম নির্মিত ফ্রেম যুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে।

রেডমির আসন্ন এই স্মার্টফোনটি সম্পর্কে আমরা আরো বিস্তারিত তথ্য আপনাদের প্রদান করব। এই ডিভাইসটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে ভুলবেন না, প্রয়োজনে নোটিফিকেশন অপশনটি এলাও করতে পারেন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment