আকর্ষণীয় ডিজাইনের সাথে ফাঁস হলো Motorola Razr Plus 2024, রইল ছবি

Motorola নতুন ডিজাইনের সাথে ফ্লিপ স্টাইল স্মার্টফোন খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে। MSPower থেকে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে, এই সংস্থাটি আসন্ন Moto Razr ডিভাইসটির একটি রেন্ডার সকলের সামনে প্রকাশ করেছে। প্রকাশিত রেন্ডার অনুযায়ী ডিভাইসটি আমাদের কাছে অনেকটাই পরিচিত।

google news

আসন্ন এই নতুন মডেলটিকে Razr Plus 2024 নামে জানা গেছে, কনডেম গ্লোরি অনুযায়ী XT-2453-3 মডেল নম্বরের সাথে দুটি ডিভাইসের সম্ভাবনা দিয়েছে Razr 40 Ultra/ Plus. এই মডেলটি মার্কিন যুক্তরাষ্ট্রে ভেরিজন ওয়ারলেসের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Motorola Razr Plus 2024
Image from MSPower

Motorola Razr Plus 2024 রেন্ডার প্রকাশ্যে এলো

রেন্ডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডিভাইসটিতে একটি অর্ধেক কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। উপরের ডানদিকে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা গেছে, তবে আগের Razr মডেলগুলির মত এখানেও Razr+ ডিভাইসটিতে আপাতত ক্লাসিক ধূসর রং রাখা হবে। আপনি যদি ডিভাইসটিকে লক্ষ্য করেন তাহলে এটি দেখতে আগের মডেল গুলির মতোই লাগে। এছাড়া ও সেলফি তোলার জন্য ডিসপ্লেটির উপরে মাঝের অংশে একটি পাঞ্চ হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Google Pixel 8 সিরিজের ফোনগুলিতে এবার একটি খুব মিষ্টি রঙের চমক দেখা যাবে

আসন্ন এই ডিভাইসটিতে একটি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর যোগ করা হয়েছে যার মাধ্যমে Razr+ মডেলটি আরো উন্নত পারফরম্যান্স দেবে। এর সাথে ব্যাটারি লাইফ অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সঠিক প্রসেসর জানা যায়নি যদিও বাজারে উপস্থিত Motorola Razr ডিভাইসটিতে Snapdragon 8 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Motorola তাদের ফ্লিপ ডিজাইনের সাথে স্মার্ট ফোন গুলির যাত্রা 2020 সালে শুরু করেছিল, এই যাত্রার প্রথমে লঞ্চ করা হয়েছিল Razr 40 দিয়ে। এরপর 2021 সালে Razr 40 Ultra এবং Razr 40 Plus ডিভাইস দুটি বাজারে আনা হয়। তারপর থেকেই ফোল্ডেবল ফোনের বাজারে Samsung, Huawei এবং Xiaomi বড় বড় সংস্থাগুলির সাথে সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তবে মটোরোলা প্রথম থেকেই দুর্দান্ত ডিজাইন এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতার উপর নিজেদের আলাদা জায়গা গড়ে তুলেছে।

Samsung Galaxy XCover 7 ভারতের মাটিতে ঝড় তুলতে আসছে, জলে ভিজলেও কিছু হবে না

অনলাইনে প্রকাশিত রেন্ডার থেকে এখনো পর্যন্ত Razr+ মডেলটি কবে বাজারে আসবে তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই বছর অর্থাৎ 2024 সালের মাঝামাঝি সময় করে ডিভাইসটি ক্রেতাদের জন্য উপলব্ধ করা হবে। এছাড়া এই ডিভাইসটি সম্পর্কে আপডেট পেতে আমাদেরকে ফলো করুন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment