এই প্রথম বার Maruti Grand Vitara 7 Seater SUV খুব তাড়াতাড়ি ভারতে আসছে

Upcoming Maruti Grand Vitara 7 Seater SUV Launch Date & Price In India ভারতে মারুতি কোম্পানির গাড়িগুলি যেমন সাধ্যের দামের পাওয়া যায় তেমনি এর অসাধারণ পারফরম্যান্সের জন্য মানুষের কাছে বিরাট জনপ্রিয়। এদেশের রাস্তায় যেদিকেই তাকাবেন সেই দিকেই মারুতি কম্পানির কোনো না কোনো গাড়ির দেখা মিলবেই। তবে এখন সংস্থাটি ভারতীয় বাজারে খুব শীঘ্রই একটি নতুন Seven Seater SUV লঞ্চ করতে চলেছে। আসন্ন এই গাড়িটি Upcoming Maruti Grand Vitara 7 Seater SUV একটি আলাদা কোড নামের সাথে দেখতে পাওয়া যাবে যা হলো Y17.

google news

মারুতি কোম্পানির ব্যাপারে যদি আপনাদের বলা হয় তাহলে বলবো ভারতের সবথেকে বড় বড় গাড়ি নির্মাতা কোম্পানির গুলির মধ্যে একটি। আসন্ন Grand Vitara 7 Seater SUV হল মারুতি কোম্পানির সব থেকে প্রথম সাতটি সিটযুক্ত গাড়ি, এই গাড়িটিতে দুর্দান্ত আধুনিক ফিচার এবং ডিজাইন দেখা যাবে। চলুন তাহলে Maruti Grand Vitara 7 Seater SUV গাড়িটির দাম এবং কবে ভারতীয় বাজারে আসবে সেই বিষয়ে বিস্তারিত জানা যাক।

Upcoming Maruti Grand Vitara 7 Seater SUV

Maruti Grand Vitara 7 Seater SUV লঞ্চের তারিখ সম্ভাব্য

মারুতির তরফ থেকে আসন্ন এই নতুন গাড়িটি খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। তবে এখনো পর্যন্ত সংস্থা তরফ থেকে এই গাড়িটির লঞ্চের তারিখ প্রকাশ্যে আনা হয়নি। বিভিন্ন সূত্র এবং মিডিয়ার মাধ্যমে জানা গেছে Grand Vitara 7 Seater SUV গাড়িটি 2025 সালের মধ্যে লঞ্চ হয়ে যাবে।

আকর্ষণীয় ডিজাইনের সাথে 421 Km রেঞ্জ যুক্ত XUV400 EV সস্তায় নিজের বাড়ি নিয়ে যান

Maruti Grand Vitara 7 Seater SUV দাম কত হবে

যেহেতু মারুতি কোম্পানির গাড়িগুলি ভারতীয় বাজারে অনেকটাই সস্তায় পাওয়া যায়, সে ক্ষেত্রে এই গাড়িটির দাম নাগালের মধ্যেই রাখা হবে। তবে এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে দামের বিষয়ে কোনো রকম তথ্য সামনে আনা হয়নি। একটি সূত্র থেকে জানা গেছে এই গাড়িটির দাম 15 লাখ টাকার মধ্যে রাখা হবে।

Upcoming Maruti Grand Vitara 7 Seater SUV Specification 

Vehicle NameUpcoming Maruti Grand Vitara 7 Seater SUV
Upcoming Maruti Grand Vitara 7 Seater SUV Price In India 15 Lakhs Rupees (Estimated)
Category SUV 
Fuel Petrol 
Engine1.5 L Petrol 
Maruti Grand Vitara 7 Seater SUV Launch Date 
 2025 (Expected)
Seating Capacity7
Rivals Tata Safari, XUV700, MG Hector Plus 

Upcoming Maruti Grand Vitara 7 Seater SUV ডিজাইন

ডিজাইনের ব্যাপারে মারুতি কোনো অংশে পিছিয়ে নেই, মারুতির আকর্ষণীয় ডিজাইন গুলি অন্যান্য গাড়ি নির্মাতা কোম্পানিগুলির সাথে দারুন টক্কর নেয়। তবে এই গাড়িটি মারুতির Grand Vitara গাড়ি থেকে অনেকটাই বড় সাইজের হবে।

মাত্র 7,800-এর EMI তে দারুন শক্তিশালী RTR 310 নিজের বাড়িতে নিয়ে আসুন

আপনাদের জেনে রাখা ভালো আসন্ন এই গাড়িটি Grand Vitara গাড়িটি থেকে ডিজাইনের ব্যাপারে অনেকটাই আলাদা রাখা হয়েছে। এই গাড়িটিতে সামনের দিকে হেক্সাগোণাল গ্রিল, তীক্ষ্ণ ট্রিপল বিম এলইডি লাইট এবং আরও অন্যান্য ফিচার দেখতে পাওয়া যাবে।

Upcoming Maruti Grand Vitara 7 Seater SUV

Maruti Grand Vitara 7 Seater SUV Features

মারুতি এই গাড়িটিতে বাইরের দিকটা যেমন সুন্দর ডিজাইন দিয়েছে, তেমনি ভেতরেও একদম আলাদা আকর্ষণীয় ডিজাইন দেওয়া হয়েছে। গাড়িটির ফিচারের ব্যাপারে যদি বলা হয় এখানে বড় সাইজের টাচ স্ক্রিন ইনফরমেশন সিস্টেম এবং 360 ডিগ্রি ক্যামেরার সাথে প্যানারোমিক সানরুফ দেখতে পাওয়া যাবে, যা অনেকটা আকর্ষণীয় লুক দেবে।

Maruti Grand Vitara 7 Seater SUV Engine

Maruti Grand Vitara 7 Seater SUV গাড়িটির ইঞ্জিন সম্বন্ধে আপনাদের যদি বলি এখানে কিন্তু Grand Vitara গাড়িটির ইঞ্জিন দেওয়া হয়েছে, তবে এটি এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি। বিভিন্ন অটো এক্সপার্টদের কথা অনুযায়ী এই SUV গাড়িটিতে মারুতির তরফ থেকে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন দেখতে পাওয়া যাবে, যা 3 সিলিন্ডারের সাথে আসবে। এর সাথেই পারফরম্যান্সের জন্য 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment