সকলকে চমকে দিয়ে বাজারে ধুম মাচাতে আসছে Xiaomi Pad 7 Pro দেখুন খুঁটিনাটি

শাওমির একটি নতুন ট্যাব খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, ইতিমধ্যে অনলাইনে এই বিষয়ে তথ্য ফাঁস হয়েছে। সংস্থাটি এই মডেলটির নাম রেখেছে Xiaomi Pad 7 যেখানে শাওমির এই ডিভাইসটি দুটি ভেরিয়ান্টের সাথে বাজারে নিয়ে আসবে, একটি Xiaomi Pad 7 অন্যটি Xiaomi Pad 7 Pro. প্রো মডেলটিতে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। আসুন তাহলে নতুন এই ট্যাবটি সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক।

google news

শাওমির এই মডেলটি চীনের 3C সার্টিফিকেসন প্লাটফর্মে 24018RPACC মডেল নাম্বারের সাথে দেখা গিয়েছে। এই সার্টিফিকেসন প্লাটফর্ম থেকে জানা গেছে ট্যাবটিতে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এখানে মজার বিষয় হলো এই ডিভাইসটি অন্য একটি (24018RPACG) মডেল নাম্বার এর সাথে HDR Vivid সার্টিফিকেশন প্লাটফর্মে ছাড়পত্র পেয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে আসন্ন ট্যাবলেটটি HDR সাপোর্ট যুক্ত একটি বড় ডিসপ্লের সাথে আসতে চলেছে, যার মাধ্যমে অসাধারণ ভিজুয়াল কোয়ালিটি দেখতে পাওয়া যাবে।

নোকিয়ার শেষ করে HMD Global তাদের নতুন স্মার্টফোনের ছবি প্রকাশ্যে আনলো, দেখুন কেমন

Xiaomi Pad 7 Pro Specification (সম্ভাব্য)

শাওমির তরফ থেকে আসন্ন এই ডিভাইসটিতে দেওয়া হয়েছে 1480×2367 হাই পিক্সেল রেজুলেশন যুক্ত 10 ইঞ্চির এলসিডি স্ক্রিন এবং ডিসপ্লেটি 144 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। যার মাধ্যমে ভিডিও দেখার অনুভূতি অনেকটা পরিবর্তন হবে, এছাড়াও ট্যাবলেটটিতে পারফরম্যান্স উন্নত করার জন্য দেওয়া হতে পারে Snapdragon 8 Gen 2 প্রসেসর। এই ট্যাবলেটের আগের মডেলটির মতো এখানেও অফার করা হতে পারে 12 GB র‍্যাম এবং সর্বোচ্চ 512 GB ইন্টারনাল স্টোরেজ।

Xiaomi Pad 7 Pro

আসন্ন এই ট্যাবলেটটি হাইপার ওএস এর সাথে Android v14 অপারেটিং সিস্টেমে চলবে। এর সাথেই পিছনের দিকে আকর্ষণীয় 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া মিউজিক শোনার অনুভূতি বাড়ানোর জন্য একটি কোয়াড স্পিকার সেটআপ অফার করা হতে পারে। ট্যাবলেটটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 10,000 mAh এর দারুণ শক্তিশালী ব্যাটারি অফার করা হবে বলে মনে করা হচ্ছে।

সংস্থাটি এই বছর এপ্রিল মাসে একটি ইভেন্টের মাধ্যমে Xiaomi Pad 7 এবং Xiaomi Pad 7 Pro লঞ্চ করার কথা ভেবেছে। Xiaomi 14 Ultra এর সাথেই আসন্ন শাওমির এই নতুন দুটি ট্যাবলেট সকলের সামনে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

আসন্ন এই ট্যাবলেটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটটিকে ফলো করতে ভুলবেন না। এছাড়াও আপনি গুগল নিউজে গিয়ে আমাদের ফলো করতে পারেন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment