2016 সাল থেকে নোকিয়া ব্যান্ডের স্মার্টফোনগুলি তৈরি করছে এইচএমডি গ্লোবাল (HMD Global) কিন্তু 2025 সালেই শেষ হয়ে যাবে ফিনল্যান্ড ভিত্তিক এই সংস্থাটির সাথে নোকেয়ার চুক্তি। একটি আর্টিকেলের মাধ্যমে জানা গেছে এইচএমডি তাদের ব্যবসাতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ভেবেছে, তবে এর আগে প্রকাশিত হওয়া একটি খবর থেকে জানা গিয়েছিল এইচএমডি গ্লোবাল তাদের নিজস্ব লোগোর সাথে এই বছরেই একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে।
কিন্তু এখন সেই জল্পনাকে উস্কে দিয়ে স্মার্টফোনটির রেন্ডার অনলাইনে ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে, যেখান থেকে ডিভাইসটির ডিজাইন জানা গেছে। তাহলে আসুন জেনে নিন কিরকম ডিজাইনের সাথে আসতে চলেছে এইচএমডির নতুন স্মার্টফোন।
Infinix কোম্পানির Infinix Note 40 ফোনটি লঞ্চের আগেই লিক হয়ে গেলো | Infinix Note 40 Specification
HMD Global এর ফাঁস হওয়া স্মার্টফোনের রেণ্ডার
ইতিমধ্যে অনলাইনে লিক হয়ে যাওয়া রেন্ডার থেকে জানা গেছে এইচএমডি গ্লোবালের এই ডিভাইসটি একটি বাজেট স্মার্টফোন হবে। পিছনের দিকে আয়তক্ষেত্র কার ক্যামেরা সেটআপ এর সাথে একটি সুন্দর ডিজাইন দেখা গেছে ডিভাইসটিতে। স্মার্টফোনটিতে রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অফার করা হয়েছে এবং একটি সুন্দর এইচএমডির লোগো পিছনের দিকে দেওয়া হয়েছে। ডিভাইসটির ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার বাটন রাখা হয়েছে, এর সাথেই বাঁদিকে রয়েছে একটি সিম ট্রে এবং সামান্য ফ্ল্যাট ফ্রেম ডিজাইন।
এইচএমডি-র নিজস্ব এই স্মার্টফোনটিতে সামনের দিকে পাঞ্চহোল কাটআউট ডিসপ্লে দেখা মিলেছে। রেন্ডার এর মাধ্যমে ডিভাইসটিতে কালো রঙের ম্যাট ফিনিস দেখতে পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত সংস্থাটির এই ডিভাইসটির সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি।
আপনাদের জানিয়ে রাখি গত নভেম্বর মাসে N159V এবং TA-1585 মডেল নম্বরের সাথে আইএমইআই (IMEI) ডেটাবেসে এইচএমডি গ্লোবালের দুটি স্মার্ট ফোন দেখা গিয়েছিল। তবে ফাঁস হওয়া রেন্ডার এর থেকে জানা গেছে এই দুটি ডিভাইসের মধ্যে একটি হতে পারে।
Vivo G2 জি সিরিজের প্রথম ফোন নিয়ে হাজির ভিভো, দাম-ফিচার্স সম্মন্ধে বিস্তারিত জানুন
এখনো পর্যন্ত স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পূর্ণভাবে জানা যায়নি, তবে একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এইচএমডি এই বছর এপ্রিল মাসে ভারতীয় বাজারে তাদের নিজস্ব ব্যান্ডিং এর সাথে স্মার্টফোনটি লঞ্চ করবে।
সংস্থাটির এই নতুন স্মার্টফোনটির ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট টিতে নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন স্মার্টফোন এবং গেজেটের ব্যাপারে খবর সব দেখে প্রথমে আপনার কাছে চলে যাবে।