Vivo G2 জি সিরিজের প্রথম ফোন নিয়ে হাজির ভিভো, দাম-ফিচার্স সম্মন্ধে বিস্তারিত জানুন

Subham

Updated on:

Vivo G2 Specification

ভিভো যেন খানিকটা লুকিয়েই G সিরিজের প্রথম স্মার্টফোনটি লঞ্চ করেছে। স্মার্টফোনটির নাম রাখা হয়েছে Vivo G2 কয়েকদিন আগেই ভিভোর এই ডিভাইসটি গুগল প্লে কনসোলে দেখা মিলেছিল। তবে এখন এই স্মার্টফোনটি চিনে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হতে দেখা গেছে। একদম টাটকা লঞ্চ করা Vivo G2 ডিভাইসটিতে এলসিডি ডিসপ্লের সাথে MediaTek Dimensity 6020 প্রসেসর এবং 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। তাহলে দেরি না করে Vivo G2 স্মার্টফোনটির ফিচার স্পেসিফিকেশন এবং দাম বিস্তারিতভাবে জেনে নিন।

google news

Vivo G2 Specification

ভিভোর এই নতুন ডিভাইসটি বাজেটের মধ্যেই রাখা হয়েছে যেখানে এর চারটি স্টোরেজ ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে। ফিচার হিসাবে এখানে রয়েছে বড় সাইজের ডিসপ্লে ওয়াইফাই ব্লুটুথ 5.1, জিপিএস, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 5G-র মতো সুবিধা। প্রত্যেকটি ফিচার সম্বন্ধে নিচে আরো বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।

Vivo G2 Specification

Vivo G2 Display

ভিভো তাদের নতুন লঞ্চ হওয়া স্মার্টফোনটিতে 6.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে প্যানেল দিয়েছে। ডিসপ্লেটির ডিজাইন টিয়ারড্রপ নচ রাখা হয়েছে, এই ডিসপ্লেটিতে অফার করা হয়েছে 1612×720 পিক্সেলের HD+ রেজুলেশন এবং এর সাথেই 90Hz এর রিফ্রেশ রেট। যার মাধ্যমে স্মার্টফোনটি অনেকটা স্মুথ চলবে, এছাড়াও ডিসপ্লেটির সুরক্ষার জন্য অফার করা হয়েছে গরিলা গ্লাসের সাপোর্ট।

Vivo G2 Camera

ভিভো তাদের প্রত্যেকটি স্মার্টফোনে ভালো কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করে, এক্ষেত্রেও এই ডিভাইসটিতে দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট এর সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং সামনের দিকে ভিডিও কলিং এবং সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Samsung Galaxy A13 4G ফোনটিতে Android 14 ভিত্তিক One UI 6 আপডেট নিয়ে এসেছে

Vivo G2 Processor

উন্নত পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6020 প্রসেসর যা এই বাজেটের মধ্যে সামঞ্জস্য। এছাড়া অপারেটিং সিস্টেমের জন্য Android v13 অফার করা হয়েছে যা অরিজিন ওএস 3 (Origin OS 3) কাস্টম স্কিনে চলবে। এছাড়া স্টোরেজের জন্য 8 GB এলপিডিডিআর 4X র‍্যাম এবং 256 GB পর্যন্ত ইউএফএস 2.2 দেওয়া হয়েছে। স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড স্লট অফার করা হয়েছে।

Vivo G2 Battery & Charger

স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য অফার করা হয়েছে একটি 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারীটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জার।

তবে আপনাদের জেনে রাখা দরকার Vivo G2 স্পেসিফিকেশন এবং ডিজাইনটি খানিকটা Vivo Y36i এর মত তবে অনেকেই এটিকে Vivo Y36i এর রিব্রান্ডেড সংস্করণ বলে মনে করছেন এবং এই ডিভাইসটি ডিসেম্বর মাসে গত বছর চীনে লঞ্চ করা হয়েছিল। বিভোর এই G সিরিজের স্মার্টফোনটি সম্ভবত চীনের অফলাইন মার্কেট কে টার্গেট করেই লঞ্চ করা হয়েছে।

সর্বপ্রথম 18 হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে Samsung Galaxy S21 FE 5G ফোনে, অফারটি এখুনি দেখুন

Vivo G2 Price

চীনের বাজারে Vivo G2 স্মার্টফোনটি চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ করা হয়েছে – 4 GB র‍্যাম + 128 GB স্টোরেজ, 6 GB র‍্যাম + 128 GB স্টোরেজ, 8 GB র‍্যাম + 128 GB স্টোরেজ এবং 8 GB র‍্যাম + 256 GB স্টোরেজ। এই মডেলগুলির দাম রাখা হয়েছে 1,199 ইউয়ান (প্রায় 14,000 টাকা), 1,499 ইউয়ান (প্রায় 17,500 টাকা) 1,599 ইউয়ান (প্রায় 18,700 টাকা) এবং 1,899 ইউয়ান (প্রায় 22,000 টাকা)। Vivo G2 শুধুমাত্র ডিপ সি ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। ফোনটি ভারতের বাজারে লঞ্চ হবে কিনা, সেই বিষয়ে এখনও ভিভোর তফর থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment