Amazon এর পর ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart তাদের Republic Day Sale নিয়ে হাজির। আমরা সকলেই জানি Flipkart এ সেল মানে বিশাল ডিসকাউন্ট এবং চমকদার অফার, তবে এই সেল কিন্তু 19 জানুয়ারি পর্যন্তই চলবে। যেখানে পেয়ে যাবেন বিভিন্ন বাজেট স্মার্টফোন থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন খুবই কম দামে এবং দুর্দান্ত অফারের সাথে।
এই সেলেতে Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট এর মাধ্যমে। এখন আপনি যদি এই অফারের দরুন ডিভাইসটি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের পোস্টটি পড়তে হবে। কারণ এখানে আমরা Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোনের সেরা অফারগুলি এবং স্পেসিফিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
81000 টাকার iPhone 15 এর ওপর এল বিশাল ছাড় | Republic Day Offer on iPhone 15
Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোনের ডিসকাউন্ট এবং অফার
Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোনের 8GB র্যাম এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 18,000 টাকার ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির প্রাথমিক মূল্য 49,999 টাকা, তবে ক্রেতারা এটি এখন 31,999 টাকায় নিজেদের পকেটে করতে পারবেন। আবার স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে পাওয়া যাবে অতিরিক্ত 10% ছাড়। আর এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে 29,000 টাকা পর্যন্ত বিশাল ডিসকাউন্ট। জেনে রাখুন এক্সচেঞ্জ অফার পেতে হলে আপনার পুরনো ডিভাইসটি ভালো অবস্থায় থাকতে হবে।
Samsung Galaxy S21 FE 5G Specification & Features
Samsung এর দামদর এই ডিভাইসটিতে রয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি Dynamic AMOLED 2X ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে আপনার সিনেমা দেখার অনুভূতি একেবারে পাল্টে দেবে। স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 4,500 mAhএর ব্যাটারি এবং এই ব্যাটারিটি 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও দুর্দান্ত পারফরমেন্সের জন্য রয়েছে 5nm Exynos 2100 চিপসেট।
Xiaomi Mix Flip বিনা সিমে কল মেসেজ ফিচার্স নিয়ে বাজার কাঁপাতে আসছে শাওমির প্রথম স্যাটেলাইট ফোন
Samsung এর ক্যামেরা নিয়ে কোনরকম সন্দেহ নেই, এই স্মার্টফোনটিতে ফটোগ্রাফি অভিজ্ঞতা বাড়ানোর জন্য ট্রিপিল ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে যেখানে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সেন্সর, 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড লেন্স এবং 8 মেগাপিক্সেলের টেলি ফটো সেন্সর। এছাড়াও সামনের দিকে সেলফি এবং ভিডিও কলিং এর অভিজ্ঞতা বাড়ানোর জন্য অফার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy S21 FE 5G ডিভাইসটির আরও বিস্তারিত ডিটেইলস আমরা তালিকার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি।
Specifications | Details |
---|---|
Processor | Exynos 2100 (5 nm) – Version 2 |
RAM | 6GB+ 8GB |
Internal Storage | 128 GB+ 256 GB Inbuilt Memory |
Display | 6.4 inches, Dynamic AMOLED 2X, 120Hz, HDR10+ |
Resolution | 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~403 ppi density) |
Refresh Rate | 120 Hz |
Rear Camera | 12 MP+ 12 MP+ 8 MP Rear Camera |
Rear Camera Video | 4K@30/60fps, 1080p@30/60/240fps, 720p@960fps, HDR10+, gyro-EIS |
Front Camera | 32 MP |
Front Camera Video | 4K@30/60fps, 1080p@30/60fps, gyro-EIS |
Battery Capacity | 4500 mAh |
Charging | 25W wired, 15W wireless |
General | SIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable |
Operating System | Android 12, upgradable to Android 14, One UI 6 |
পরিশেষে আপনাদের বলে রাখি আমাদের ওয়েবসাইটটি নিত্যনতুন স্মার্টফোন এবং গেজেট এর ব্যাপারে প্রতিবেদন লিখে থাকে। আপনি যদি এই ধরনের খবর পড়তে ভালবাসেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না এবং সবথেকে আগে টেকনোলজির ব্যাপারে খবর পেতে আমাদের নোটিফিকেশন বেল অপশনটি অন করে রাখতে পারেন।