iQOO Neo 9 Pro তাগড়া ফিচার নিয়ে ভারতে আসছে, কত দাম এবং বিস্তারিত জানুন

Subham

iQOO Neo 9 Pro

আগের মাসেই চীনা কোম্পানি আইকো (iQOO) তাদের Neo 9 সিরিজের স্মার্টফোনগুলি ইতিমধ্যে চীনে লঞ্চ করেছে। তারপর থেকেই শোনা যাচ্ছিল এই ডিভাইসগুলি ভারতের বাজারেও তাড়াতাড়ি চলে আসবে। সব জল্পনা কাটিয়ে সংস্থাটির পক্ষ থেকে ভারতে লেটেস্ট iQOO Neo 9 সিরিজটির লঞ্চের বিষয়ে তথ্য দিয়েছে। ইতিমধ্যেই ভিভোর অধীনে থাকা এই কম্পানিটি তাদের নতুন টিজারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ভারতে তারা খুব শীঘ্রই আসছে। এই টিজারের মধ্যেই স্মার্টফোনটির কালার গুলিও দেখানো হয়েছে, তাহলে আসুন এক ঝলক দেখেনিন iQOO Neo 9 Pro স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশনগুলি।

google news

iQOO Neo 9 Pro Launch Date in India

চীনের এই ব্রান্ডটি তাদের এই নতুন iQOO Neo 9 স্মার্টফোনটি ভারতে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করবে। তবে এই ডিভাইসগুলি Amazon এবং সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। iQOO তরফ থেকে বলা হয়েছে তারা ভারতের বাজারে নটিক্যাল ব্লু কালার ভেরিয়েন্টি নিয়ে আসবে, এছাড়াও লাল সাদা কালারের লেদার কোটেড ভেরিয়েন্টটি থাকবে।

iQOO Neo 9 Pro

Image Source GSM Arena

iQOO Neo 9 Pro Features

SpecificationsDetails
ProcessorSnapdragon 8 Gen 2
RAM12 GB
Internal Storage256 GB
Display6.7 inches AMOLED
Resolution2800×1260 px (453 PPI)
Refresh Rate144 Hz
Display TypeLTPO AMOLED, 1B colors, 144Hz, HDR10+, 1400 nits (HBM)
6.78 inches, 111.0 cm2 (~89.7% screen-to-body ratio)
1260 x 2800 pixels, 20:9 ratio (~453 ppi density)
Rear Camera50 MP, f/1.9, (wide), 1/1.49″, PDAF, OIS
50 MP, f/2.0, 119˚ (ultrawide), 1/2.76″, 0.64µm, AF
Rear Camera Video8K, 4K, 1080p, gyro-EIS
Front Camera16 MP Wide Angle Lens
Front Camera Video1080@30 fps Video Recording
Battery Capacity5160 mAh
Charging120W Super Fast Charging; USB Type-C Port
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v14

iQOO Neo 9 Pro Camera

আমরা অনেকেই জানি iQOO -র স্মার্টফোন গুলিতে দারুণ কোয়ালিটির ক্যামেরা দেওয়া থাকে। নিঃসন্দেহে ক্যামেরাগুলি থেকে দারুন ছবিও তোলা যায়, তবে iQOO Neo 9 Pro স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। যেখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট, F/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের Sony IMX920 সেন্সর প্রাইমারি ক্যামেরা থাকছে , এবং একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। সামনের দিকে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে যার মাধ্যমে সেলফি এবং ভিডিও কল করতে পারবেন।

iQOO Neo 9 Pro camera

iQOO Neo 9 Pro Display

iQOO Neo 9 Pro তে রয়েছে দারুন বড়ো 6.78 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যেখানে রেজোলিউশন পেয়ে যাচ্ছেন 2800×1260 পিক্সেলের এবং 144 হার্টজ রিফ্রেশ রেট, 93.43% স্ক্রিন-টু-বডি রেশিও, HDR 10+ সাপোর্ট, 20:9 অ্যাসপেক্ট রেশিও-র মতো ফিচার গুলি রয়েছে।

iQOO Neo 9 Pro Processer & Storage

ডিভাইসটিতে একদম লেটেস্ট শক্তিশালী Snapdragon 8 Gen 2 ফ্ল্যাগশিপ প্রসেসর যুক্ত করা হয়েছে। ফোনটি ঠান্ডা করার জন্য এতে Q1 ডেডিকেটেড চিপ, 6 K ক্যানোপি ভিসি কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি Android V14-এর ওপর ভিত্তি করে (Funtouch OS 14) অপারেটিং সিস্টেমে রান করবে। স্টোরেজ হিসাবে রয়েছে 12 জিবি/ 16 জিবি এলপিডিআর 5X র‍্যাম এবং 256 জিবি/512 জিবি ইউএফএস 4.0 ইন্টারনাল স্টোরেজ।

iQOO Neo 9 Pro Processor

iQOO Neo 9 Pro Battery & Charger

এই চমৎকার স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যাকআপ এর জন্য 5160 mAh এর বড়ো ব্যাটারি ব্যবহার করা হয়েছে , এতো শক্তিশালী ব্যাটারিটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে 120 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার সাপোর্ট। কোনো চিন্তা ছাড়াই আপনি ফোনটিকে 10 ঘন্টা অবদি ব্যবহার করতে পারবেন।

iQOO Neo 9 Pro

iQOO Neo 9 Pro Price in India

জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার বলেছেন যে, আইকো নিও 9 প্রো ভারতে ফেব্রুয়ারি মাসের শুরুতেই লঞ্চ করা হবে। এছাড়াও তিনি জানিয়েছেন ভারতের বাজারে আইকো স্মার্টফোনটির দাম প্রায় 40,000 টাকার মধ্যে থাকবে। এনার কথা যদি সঠিক হয় তাহলে এই আইকো স্মার্টফোনটি সম্ভবত আসন্ন OnePlus 12R 5G স্মার্টফোনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment