অনেকদিন থেকেই শাওমি (Xiaomi) সংস্থাটি একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের উপর কাজ চালিয়ে যাচ্ছে। এই স্মার্টফোনটিতে ক্যামলেস ফোল্ডিং ডিজাইন থাকবে বলে জানা গেছে, এই ফোনটি শাওমির প্রথম ফ্লিপ ডিজাইনের সাথে আসবে। ডিভাইসটি Xiaomi Mix Flip নামের সাথে বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এখন এই ডিভাইসটি জল্পনা বাড়িয়ে চীনের সার্টিফিকেশন প্লাটফর্ম এমআইআইটি (MIIT) তে দেখা মিলেছে। সেখান থেকেই ফ্লিপ ডিজাইনের সাথে এই স্মার্টফোনটির কিছু তথ্য প্রকাশ হয়েছে যেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব।
Xiaomi Mix Flip দেখা মিলল MIIT ওয়েব সাইটে
ইতিমধ্যে শাওমির নতুন Mix Flip স্মার্টফোনটি এমআইআইটি (MIIT) প্লাটফর্মে হাজির হয়ে গেছে। অনলাইন থেকে পাওয়া ডেটাবেসের তথ্য অনুযায়ী স্মার্টফোনটি 2311BPN23C মডেল নম্বর এর সাথে আসবে। তবে এর আগেও একবার (IMEI) সার্টিফিকেশন সাইটে এই মডেল নাম্বার এর সাথে ডিভাইসটিকে দেখা গিয়েছিল। শাওমি মিক্স ফ্লিপ এর একটি চমৎকার বৈশিষ্ট্য এম আই আই টি তে তুলে ধরা হয়েছে।
Realme Narzo N53 ফোনটি বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে | Republic Day Offer on Realme Narzo N53
শাওমির এই চমকদার ডিজাইনের সাথে ক্যামলেস স্মার্টফোনটি স্যাটেলাইট কমিউনিকেশনকে সাপোর্ট করবে। ইতিমধ্যে কয়েকটি ফ্ল্যাগশিপ মডেলের স্মার্টফোনগুলিতে এই ফিচারটি যোগ করা হয়েছে। যার কারণেই খুব কম সময়ের মধ্যে এটি একটি জনপ্রিয় ফিচার হয়ে সামনে এসেছে। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে শাওমি মিক্স ক্লিপ স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাথে বাজারে আসতে পারে।
নতুন লঞ্চ হওয়া Samsung Galaxy A15 5G এবং Samsung Galaxy A25 5G ফোনগুলি কেমন
আপনাদের জেনে রাখা দরকার ইতিমধ্যেই Xiaomi Mix Flip ডিভাইসটির রেন্ডার অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে, যেখান থেকেই ডিভাইসটির ডিজাইনের আভাস পাওয়া গেছে। রেন্ডার থেকে জানা গেছে ডিভাইসটির পিছনে একটি আড়াআড়ি ভাবে ট্রিপিল ক্যামেরা সেটাপ রয়েছে এবং এই ক্যামেরা গুলির মধ্যে একটিতে 3x টেলি ফটো লেন্স যুক্ত করা থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া রিয়ার ক্যামেরা মডিউলের নিচের দিকে ছোট্ট সাইজের একটি স্ক্রিনের দেখা মিলেছে।
অনলাইনে এই ডিভাইসটি সম্পর্কে আপাতত এই তথ্যগুলোই পাওয়া গেছে, তবে আমরা খুব শীঘ্রই শাওমির এই নতুন ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত ফিচার গুলি আপনাদের সামনে তুলে ধরব। এই ধরনের নতুন নতুন স্মার্টফোনের খবর পেতে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন। এছাড়া নোটিফিকেশন বেলটি অন করে সব থেকে আগে খবর পেয়ে নিজেকে আপডেট রাখতে পারেন।