প্রথমবার ভারতে পারফরমেন্স এবং কম্ফোট নিয়ে আসছে Skoda Enyaq iV ইলেট্রিক গাড়ি

জনপ্রিয় চার চাকা নির্মাতা কোম্পানিগুলির মধ্যে স্কোড়ার নাম অনেকের কাছে হয়তো অজানা, এই সংস্থাটি তাদের চমকদার ডিজাইন কমফোর্টেবল এবং ফিচার্সের জন্য পরিচিত। এই প্রথমবার ভারতীয় বাজারে স্কোডা তাদের Enyaq iV নামে একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে। গাড়িটি দুর্দান্ত ডিজাইনের সাথে পারফরম্যান্স কমফোর্টেবল এবং ফিচার্সের সাথে দেখতে পাওয়া যাবে।

google news

আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি আসলে volkswagen গ্রুপের MBE প্ল্যাটফর্মে বানানো হবে। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে জনপ্রিয় volkswagen ID 4 এবং অন্যান্য ইলেকট্রিক গাড়ি গুলি বানানো হয়েছে। ভারতে চলতে থাকা 2024 ভারত মোবিলিটি এক্সপোতে স্কোডা তাদের Enyaq iV গাড়িটিকে প্রদর্শিত করেছে।

নজর কাড়া ডিজাইন যুক্ত Skoda Enyaq iV

স্কোডার এই নতুন ইলেকট্রিক গাড়িটি স্লিম ডিজাইনের সাথে মর্ডান ডিজাইন যুক্ত করে বানানো হয়েছে, গাড়িটির সামনের দিকে একটি বড় গ্রিল দেখতে পাওয়া যাবে, যা ক্রিস্টাল ফেস এবং LED স্ট্রিপের মাধ্যমে আকর্ষণীয় করা হয়েছে।

বাইক প্রেমীদের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে হাজির 2024 Yamaha R15M Carbon Edition, দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে

এছাড়াও গাড়িটিতে দুর্দান্ত ডিজাইনের শার্প হেডলাইট দেখতে পাওয়া যাবে যা গাড়িটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সাইড থেকে দেখলে গাড়িটি অনেকটা মাসকুলার এবং এয়ারও ডায়নমিক ডিজাইন দেখতে পাওয়া যাবে। রোড প্রেজেন্ট বাড়ানোর জন্য বড় সাইজের অ্যালয় হুইল দেওয়া হয়েছে।

Skoda Enyaq iV

গাড়িটি আরও আকর্ষণীয় করার জন্য পিছনের দিকে LED টেল লাইট ব্যবহার করা হয়েছে, এছাড়া এয়ারও ডায়নামিক ইন্ডিকেটর এবং স্পয়লার দেখতে পাওয়া যাবে। Enyaq iV ইলেকট্রিক গাড়িটিতে কালো রঙের বডি অ্যাক্সেন্ট এবং ক্রিম কালারের স্ট্রিপ্ট দেখতে পাওয়া যাবে যেটি পিছনের গেট পর্যন্ত দেওয়া হয়েছে।

গাড়িটির লম্বার দিকে দূরত্ব রাখা হয়েছে 4649 mm এর এবং চওড়া 1897 mm ও উচ্চতা দেওয়া হয়েছে 1616 mm যা একটি পারফেক্ট কম্বিনেশন বলে মনে করা হচ্ছে।

Enyaq iV Motor Power

Enyaq iV গাড়িটি অনেকগুলি আলাদা আলাদা ভেরিয়েন্টের সাথে দেখতে পাওয়া যাবে, এই গাড়িটি ভারতে 50 kwh, 62 kwh এবং 82 kwh যুক্ত ব্যাটারি ভেরিয়েন্ট দেখতে পাওয়া যাবে। যেখানে আপনি 50 kwh যুক্ত ভেরিয়েন্টটিতে পেয়ে যাবেন 148 ps পাওয়ার এবং 340 কিলোমিটারের ব্যাটারি রেঞ্জ। অন্যদিকে 62 kwh যুক্ত ভেরিয়েন্টটিতে 180 ps পাওয়ার এবং 390 কিলোমিটারের রেঞ্জ দেখা যাবে।

Tata Harrier EV Price and Lanch Date in India এক ঝলকেই ফিদা করে দেবার মতো গাড়ি আনলো টাটা

এছাড়া 82 kwh ভেরিয়েন্টিতে পেয়ে যাবেন 204 ps পাওয়ার এবং 510 কিলোমিটারের ব্যাটারি রেঞ্জ। মনে করা হচ্ছে এই ভেরিয়ান্টগুলি ছাড়াও স্কোডা ভারতীয় বাজারে 77 kwh যুক্ত একটি ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে, যেখানে ডুয়েল মোটর সেটাপ দেখতে পাওয়া যাবে। এর সাথেই এই ভেরিয়েন্টটিতে আপনি পেয়ে যাবেন 306 ps পাওয়ার ও 460 কিলোমিটারের ব্যাটারি রেঞ্জ।

Enyaq iV Price

যদিও স্কোডা ভারতীয় বাজারে এখনো পর্যন্ত Enyaq iV গাড়িটি লঞ্চ করেনি। তবে খুব শীঘ্রই স্কোডা ভারতীয় বাজারে গাড়িটি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। স্কোডা সব সময় ভারতীয় ক্রেতাদের লক্ষ্য করেই বাজেট ফ্রেন্ডলি গাড়ি লঞ্চ করে, সেক্ষেত্রে এই গাড়িটিও ভ্যালু ফর মানি প্যাকেজের মধ্যেই রাখা হবে বলে মনে করা হচ্ছে। যদিও গাড়িটির দামের ব্যাপারে এখনো পর্যন্ত স্কোডার তরফ থেকে কোনোরকম তথ্য প্রকাশ করা হয়নি তবে, কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় বাজারে এই গাড়িটি প্রায় 60 লাখ টাকায় এক্স শোরুমে পাওয়া যাবে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment