Tata Harrier EV Price and Lanch Date in India এক ঝলকেই ফিদা করে দেবার মতো গাড়ি আনলো টাটা

Tata Harrier EV Price and Lanch Date in India: বর্তমান সময়ে ভারতীয় বাজারে টাটা মোটরস তাদের ইলেকট্রিক গাড়ির জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। টাটা মোটরস তাদের নতুন জেনারেশনের টাটা হ্যারিয়ার ইলেকট্রিক গাড়িটি ভারত মবিলিটি শো-তে প্রকাশ্যে এনেছে। ইলেকট্রিক গাড়ির বিক্রির নিরিখে 75% মার্কেট টাটা নিজেদের অধীনে করে রেখেছে। এই জনপ্রিয়তা এবং ক্রেতাদের ধরে রাখতে টাটা তাদের প্রত্যেকটি মডেলের গাড়িতে ইলেকট্রিক ফিচার যোগ করার কাজ শুরু করে দিয়েছে।

google news

গত বছরই টাটা মোটরস তাদের টাটা হ্যারিয়ার ইলেট্রিক গাড়িটির ফেস লিফ্ট ভারতীয় বাজারে দেখিয়েছিল, সেই রূপের সাথেই এই বছর ভারত মবিলিটি সো 2024-এ গাড়িটির উপর পর্দা সরানো হয়েছে। আসুন তাহলে টাটা মোটরসের নতুন হ্যারিয়ার ইভি গাড়িটি সম্পর্কে ভালোভাবে জানা যাক।

Tata Harrier EV Price in India

ভারতীয় বাজারে টাটা এই নতুন ইলেকট্রিক গাড়িটিকে মোটামুটি 22 লাখ টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত দাম রাখতে পারে এক্স শোরুমে। এই গাড়িটি ডিজেল ভেরিয়েন্টের থেকে তুলনামূলক একটু প্রিমিয়াম হতে পারে।

Tata Harrier EV Price and Lanch Date in India

Tata Harrier EV Lanch Date in India

সূত্র থেকে জানা গেছে Tata Harrier EV গাড়িটি ভারতীয় বাজারে 2025 সালের প্রথম দিকে লঞ্চ করা হতে পারে এবং গাড়িটির ডেলিভারি 2025 সালের শেষের দিক করে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে এই সম্বন্ধে কোনোরকম তথ্য সামনে আনা হয়নি।

আর অপেক্ষা করতে হবে না, নতুন চমকের সাথে বাজেটের মধ্যেই আসছে Tata Curvv দেখুন বিস্তারিত

Tata Harrier EV Features

টাটা মোটরস এই গাড়িটিতে সুবিধা অনুযায়ী আধুনিক ফিচার্স এর সাথে নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এখানে দেখতে পাওয়া যাবে ডুয়েল 10.25 ইঞ্চির টাচস্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম যা ওয়্যারলেস প্রযুক্তির সাথে এন্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে কানেক্টিভিটির সাপোর্ট করবে, এছাড়াও থাকছে 360 ডিগ্রী ক্যামেরা সেন্সর, অ্যাডজাস্টেবল ড্রাইভিং সিট যা ঠান্ডা এবং গরম টেকনোলজি যুক্ত,প্যানারমিক সানরুফ ওয়ারলেস মোবাইল চার্জিং, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল।

এছাড়াও প্যাসেঞ্জারদের সুরক্ষা করার জন্য আধুনিক ADAS সিস্টেম দেওয়া হয়েছে। তবে জানা গেছে এই ফিচার গুলি ছাড়াও আরো অন্যান্য ফিচারস যুক্ত করা হবে যা গাড়িটিকে একটি প্রিমিয়াম সেগমেন্টের অনুভূতি দেবে।

Tata Harrier EV Price and Lanch Date in India

সবথেকে সস্তায় 151 কিলোমিটার রেঞ্জ নিয়ে টক্কর দিতে মাঠে নেমেছে Ola S1X কিনবেন নাকি

Tata Harrier EV Battery & Power

Harrier EV তে দেখতে পাওয়া যাবে দুটি পাওয়ারফুল মোটরের সুবিধা যেগুলি দুটি এক্সেলের সাথে যুক্ত করা থাকবে। এই পাওয়ারফুল মোটরগুলি থেকে আপনি পেয়ে যাবেন 200 hp ক্ষমতা এবং 300 Nm টর্ক। এর সাথেই গাড়িটি থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড তুলতে পারবে এবং 0 থেকে 100 কিলোমিটার স্পিড মাত্র 9 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে।

পাওয়ারফুল মোটরগুলিকে শক্তি দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 60 kwh শক্তিশালী ব্যাটারি এবং এই ব্যাটারির মাধ্যমে 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেখতে পাওয়া যাবে। তবে কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী গাড়িটিতে দুটি ব্যাটারি প্যাক পাওয়া যেতে পারে, একটি কাছাকাছি দূরত্বের জন্য এবং অন্যটি অনেকটা দূরত্ব অতিক্রম করার জন্য।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment