নমস্কার সকলকে আমাদের প্রতিবেদনটিতে ঢোকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো নতুন লঞ্চ হতে যাওয়া Tecno Spark 20 Pro+ ফোনটি কেমন এই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য। নতুন লঞ্চ হতে যাওয়া Tecno Spark 20 Pro+ ফোনটি কেমন এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নতুন লঞ্চ হতে যাওয়া Tecno Spark 20 Pro+ ফোনটি কেমন
2024 সালটি Techno কোম্পানির জন্য খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। কারণ একদিকে যেমন Tecno এর পক্ষ থেকে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে তাদের ব্র্যান্ড এম্বাসেটর বানানো হয়েছে, ঠিক তেমনি অন্যদিকে Techno তার নতুন ফোন Tecno Spark 20 Pro+ গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে।
Techno কোম্পানির Spark 20 সিরিজের এই ফোনটিতে 32MP Front Camera, 108MP Back Camera এবং Android 14 Operating System এর মতো বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি রয়েছে। Tecno Spark 20 Pro+ ফোনটির পুরো Specification, ফিচার এবং এই ফোনের দাম সম্পর্কে নিচের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা রয়েছে।
Read More :-
- Vivo X100 Series এর ফোন গুলি কেমন হবে । Vivo X100 Series Specification
- দারুন স্পেসিফিকেশন নিয়ে Moto G04 খুবই কম দামে বাজারে পা রাখতে চলেছে, কি কি থাকছে দেখুন
- Poco X6 Series এর ফোন গুলি কেমন হবে । Poco X6 Series Specification
Tecno Spark 20 Pro+ Specification
General :-
Brand | Tecno |
Model | Spark 20 Pro+ |
Release date | February 2024 (expected) |
Launched in India | No |
Form factor | Touchscreen |
Display :-
Refresh Rate | 120 Hz |
Touchscreen | Yes |
Hardware :-
Processor make | MediaTek Helio G99 |
Camera :-
Rear camera | 108-megapixel |
No. of Rear Cameras | 4 |
Front camera | 32-megapixel |
No. of Front Cameras | 1 |
Software :-
Operating system | Android 14 |
Skin | HiOS |
Tecno Spark 20 Pro+ ফোনটির Display
আসা করা যাচ্ছে Tecno এর এই নতুন Tecno Spark 20 Pro+ স্মার্টফোনটির ডিসপ্লের কোয়ালিটি অসাধারণ দেওয়া হয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন বড় সাইজের 6.78 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 1080×2340 পিক্সেলের রেজুলেশন এবং ডিসপ্লে ডেনসিটি থাকছে (396 PPI) এছাড়া ডিভাইসটিতে উপলব্ধ করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট যা ফোনটিকে অনেক স্মুথ হতে সাহায্য করবে। আরো থাকছে একটি Bezel less এবং Notch ডিসপ্লে।
Read More :-
- Vivo X100 Series এর ফোন গুলি কেমন হবে । Vivo X100 Series Specification
- দারুন স্পেসিফিকেশন নিয়ে Moto G04 খুবই কম দামে বাজারে পা রাখতে চলেছে, কি কি থাকছে দেখুন
- Poco X6 Series এর ফোন গুলি কেমন হবে । Poco X6 Series Specification
Tecno Spark 20 Pro+ ফোনটির Camera Quality
Tecno Spark 20 Pro+ স্মার্টফোনটি কিন্তু তার চমৎকার ক্যামেরার জন্য বিখ্যাত হবে। আজকের এই Tecno Spark 20 Pro+ এর ফোনটিতে দেখতে পাবো 108 MP এর ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা যেটি 10x পর্যন্ত জুম করতে সক্ষম, এর সাথেই থাকছে 8 MP এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 MP এর ম্যাক্রো সেনসর। সামনের দিকে সেলফি এবং ভিডিও রেকর্ডিং করার জন্য পেয়ে যাবেন 32 MP এর সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সাথেই বলে রাখি ডিভাইসটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ।
Tecno Spark 20 Pro+ ফোনটির Processor
Tecno তাদের এই নতুন ডিভাইসটিতে দিয়েছে অত্যাধুনিক প্রসেসর। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন Mediatek Helio G99 Ultimate এর মতো শক্তিশালী প্রসেসর যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে সক্ষম।
Read More :-
- Vivo X100 Series এর ফোন গুলি কেমন হবে । Vivo X100 Series Specification
- দারুন স্পেসিফিকেশন নিয়ে Moto G04 খুবই কম দামে বাজারে পা রাখতে চলেছে, কি কি থাকছে দেখুন
- Poco X6 Series এর ফোন গুলি কেমন হবে । Poco X6 Series Specification
Tecno Spark 20 Pro+ ফোনটির Battery & Charger
Tecno Spark 20 Pro+ এর এই নতুন 5G স্মার্টফোনটির ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে যদি কথা বলি এখানে আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh এর মত বড় ব্যাটারি। এই ব্যাটারি গুলি চার্জ করার জন্য আপনাকে দেওয়া হবে USB Type-C কেবল এবং সাথেই 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এই ব্যাটারির মাধ্যমে আপনি 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত স্মার্টফোনটিকে অনায়াসে ব্যবহার করতে পারবেন।
Tecno Spark 20 Pro+ ফোনটির দাম
Tecno কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনের ফুল Specification জানিয়ে দেওয়া হলেও এই ফোনের দাম এখনও পর্যন্ত সামনে আনেনি Tecno কোম্পানি। ইতিমধ্যেই ওপরে জানানো হয়েছে এই ফোনের মধ্যে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির Specification দেখে মনে হচ্ছে ফোনটির দাম 20 হাজার টাকার কাছাকাছি রাখতে পারে Techno কোম্পানি। বিশ্ব বাজারে এই ফোনটি Temporal Orbits, Lunar Frost, Radiant Starstream এবং Magic Skin 2.0 Green রঙের সাথে সামনে আনা হয়েছে ।
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।