দারুন স্পেসিফিকেশন নিয়ে Moto G04 খুবই কম দামে বাজারে পা রাখতে চলেছে, কি কি থাকছে দেখুন

নতুন বছর শুরুর সাথেই Motorola তাদের নতুন কিছু স্মার্টফোন Moto G সিরিজের মাধ্যমে বাজারে নিয়ে আসছে। মোটোর এই G সিরিজের মধ্যে যেসব স্মার্টফোনগুলি রয়েছে তা হলো Moto G24 Power, Moto G34 5G এবং Moto G04 স্মার্টফোন গুলির মধ্যে Moto G04 ডিভাইসটি আরব আমির সাহির TDRA সার্টিফিকেশনের জন্য প্লাটফর্মে উপস্থিত হয়েছে। ডিভাইসটি লঞ্চ সমন্ধিত সমস্ত কিছু এই দেশ ঠিক করবে, এর সাথেই কিছু আরও গুরুত্বপূর্ণ ডিটেলস প্রকাশ করেছে। তাহলে অবশ্যই একবার Motorola Moto G04 এর সমস্ত কিছু দেখে নেব।

google news

Motorola Moto G04 Specifation

মোটোরোলার এই সুন্দর ডিভাইসটির মধ্যে আপনি পেয়ে যাবেন বড় সাইজের ডিসপ্লে স্ক্রিন এবং চমৎকার ক্যামেরার সেটাপ। এছাড়াও থাকছে 4 GB র‍্যাম এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটি চালনা করার জন্য একটি শক্তিশালী Unishok T606 প্রসেসর রয়েছে। অন্যান্য ফোনের তুলনায় এই ডিভাইসটি দাম কম হওয়ার পরও- সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে, নতুন Android V14 মাধ্যমে কাস্টম স্কিনে চলবে। ডিভাইসটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে জানানো হয়েছে ।

Moto G04 camera
CategorySpecification
GeneralAndroid v14 In Side mount Fingerprint Sensor
Display6.7-inch, LCD Screen 1612×720 Pixels
Brightness 400 Nits (typ.), 700 Nits (Peak)
Gorilla Glass
90Hz Refresh Rate
Punch Hole Display
Rear Camera16MP Rear Camera With OIS
1080p FHD Video Recording
Front Camera5MP
TechnicalUnishok T606
RAM4 GB
Internal Storage64GB, Memory Card Not Supported
Connectivity4G, 5G, VoLTE
Bluetooth v5.3, WiFi, NFC
USB-C v2.0
Battery & Charger5000mAh Battery, 10W Charging Support

Motorola Moto G04 Display

চমৎকার এই ডিভাইসটিতে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চির এলসিডি ডিসপ্লে, যেখানে ডিসপ্লেটি রেজুলেশন দেওয়া হয়েছে 1612×720 পিক্সেলের। ফোনটিকে স্মুথ চালনা করার জন্য 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে । ডিসপ্লেটির সুরক্ষা করার জন্য গরিলা গ্লাসের প্রটেকশন ব্যবহার করা হয়েছে।

67 হাজার টাকার স্মার্টফোন OnePlus 10 Pro এখন 23 হাজার টাকায়, লোভে পা দিচ্ছেন না তো ; জানুন

Motorola Moto G04 Camera

নতুন বছরে মটোরোলার তরফ থেকে এত সুন্দর ডিভাইসটিতে সুন্দর ছবি তোলার জন্য 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যুক্ত করা হয়েছে। সামনের দিকে সেলফি তোলার জন্য এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ডিং খুব সহজেই করতে পারবেন।

Motorola Moto G04

Motorola Moto G04 Battery

স্মার্টফোনটি চালনা করার জন্য এতে একটি শক্তিশালী 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব্যাটারী চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের চার্জার। সম্পূর্ণ চার্জ হবার পর আপনি নিশ্চিন্তে স্মার্টফোনটি 7 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

Poco X6 Series এর ফোন গুলি কেমন হবে । Poco X6 Series Specification

Motorola Moto G04 Price

Moto G04 স্মার্টফোনটিতে চারটি কালার ভেরিয়েশনে পাওয়া যাবে অরেঞ্জ, ব্লু, ব্ল্যাক এবং গ্রিন 4 GB র‍্যাম + 64 GB স্টোরেজ মডেলটির দাম রাখা হতে পারে 129 ইউরো (প্রায় 11,800 টাকা)৷ এছাড়াও, কিছু তথ্য থেকে থকে জানা গেছে যে, Moto G04-এর নীচের দিকে একটি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, একটি USB Type-C পোর্ট, একটি স্পিকার এবং একটি মাইক্রোফোন যুক্ত রয়েছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment