67 হাজার টাকার স্মার্টফোন OnePlus 10 Pro এখন 23 হাজার টাকায়, লোভে পা দিচ্ছেন না তো ; জানুন

আমরা বেশিরভাগ মানুষই যে কোনো দামি জিনিস একটু কম দামে পেলেই কোনরকম চিন্তাভাবনা ছাড়াই নিজেদের করে নিতে চাই। যদিও এগুলি আমাদের একটু লাভজনক মনে হলেও আসলে কিন্তু তেমনটা নয়, আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে বলি ই-কমার্স সাইটগুলি কোনরকম বিশেষ কারণ ছাড়া লোভনীয় অফার দিয়ে থাকে এবং এই অফার নিজের না করতে পারলেই মনে হয় হাতছাড়া হয়ে গেল। তবে কিছু কিছু সময় এই ধরনের অফারের জিনিস পকেটে না আনাই ভালো হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন Amazon তাদের অফারের মাধ্যমে OnePlus 10 Pro স্মার্টফোনটি খুব কম দামে বিক্রি করছে, যার ফলে আপনি 66,999 টাকার ডিভাইসটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 22,999 টাকায়।

google news

এত কম দামে ডিভাইসটি নিজের করতে চাইলে অবশ্যই কেনার আগে আমাদের দেওয়া পরামর্শগুলি ভালোভাবে দেখুন নইলে অযথা নিজের পকেটের টাকা খসাবেন।

OnePlus 10 Pro

OnePlus 10 Pro কেনা উচিত হবে না কেন ?

OnePlus 10 Pro স্মার্টফোনটি ভারতের বাজারে প্রথম পা রেখেছিল 2022 সালের মার্চ মাসে। স্মার্টফোনটি পাওয়া যাবে কেবল 8 GB র‍্যাম এবং 128 GB স্টোরেজের এর সাথে এবং এই ডিভাইসটি পারফর্মেন্স যাতে ভালো করে দিতে পারে তার জন্য দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 8 gen 1 চিপসেট। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে অ্যামাজনের মাধ্যমে দেওয়া 66,999 টাকার স্মার্টফোনটি 22,999 টাকায় খারাপ নয়, তাই অনেকেই মোবাইলটি কেনার জন্য আগ্রহী হবেন। তবে আপনাদের এই স্মার্টফোনটি কেনার আগে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

Samasung Galaxy A25 5G New Year Offer নতুন বছরের সাথেই নতুন অফার নিয়ে হাজির Samsung মিস করবেন না

নতুন ফিচারের অভাব

দু’বছর হয়ে গেছে টেকনোলজির দুনিয়া অনেকখানি বদলেছে, যার কারণে দুই বছর আগে বাজারে আসা ওয়ানপ্লাস 10 প্রো স্মার্টফোনটিতে নতুন ফিচার আশা করা ভালো হবে না। এছাড়া ডিভাইসটিতে থাকা স্ন্যাপড্রাগন 8 জেন প্রসেসের যুক্ত অনেক ডিভাইস বাজারে লঞ্চ হয়ে গেছে যেখানে ভালো ফিচারের সাথে দামও অনেক কম রাখা হয়েছে।

সফটওয়্যার এর সাপোর্ট

OnePlus 10 Pro ডিভাইসটির বয়স প্রায় দু বছর হচ্ছে এই দু বছরের মাঝেই ডিভাইসটিতে অনেকবার সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে। যার কারণে কোম্পানি নতুন করে স্মার্টফোনটিতে সফটওয়্যার সাপোর্ট কমাতে শুরু করে দিয়েছে হয়তো আর দুই বছর পর কোম্পানি তাদের সিকিউরিটি আপডেট বন্ধ করে দিতে পারে।

গ্রীন লাইন সমস্যা

এই ডিভাইসটি অনেকেই ব্যবহার করেছেন এবং তারাই স্মার্টফোনটির স্ক্রিনের মধ্যে সবুজ রঙের লাইন দেখা যাচ্ছে বলে অনেকবার কোম্পানিকে জানিয়েছেন। কিন্তু এই ডিভাইস নির্মাতা তাদের স্মার্টফোনটির সমস্যা গুলি সম্পূর্ণরূপে সমাধান করতে পারেনি তাই আপনাদের বলে রাখি স্মার্টফোনটি কেনার আগে ভালো করে চিন্তা ভাবনা করবেন।

OnePlus 10 Pro Green line screen

যদিও দামের দিক থেকে দেখলে OnePlus 10 Pro স্মার্টফোনটি সকলের কাছেই অনেক লোভনীয়। কিন্তু এই স্মার্টফোনটির সাথে একাধিক সমস্যার কারণে ব্যবহারকারীরা সন্তুষ্ট হননি। ফিচার এবং সফটওয়্যার এর বিষয়গুলি ভালো করে দেখলে মনে হয় না খুব ভালো সুযোগ আপনার হাত থেকে মিস হয়ে যাবে। তাই পকেট খালি করার আগে ভালো করে ভাববেন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment