Samasung Galaxy A25 5G New Year Offer: কিছুদিন আগেই স্যামসাং তাদের নতুন 5G স্মার্টফোন Samasung Galaxy A25 5G লঞ্চ করেছে এবং এই স্মার্টফোনটিতে নতুন বছরের বিরাট অফার চলছে। আপনি যদি এই চলতি অফারে এই ডিভাইসটি কেনার কথা ভাবছেন তাহলে ফোনটিতে 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে সাথেই পেয়ে যাবেন। ভারতের স্যামসাং খুবই জনপ্রিয় একটি স্মার্টফোন নির্মাতা কোম্পানি, এই কোম্পানির স্মার্টফোন সকলেই পছন্দ করেন। যার কারণ এর আধুনিক ফিচারস এবং চমৎকার অ্যামোলেড ডিসপ্লে। আসুন এই স্মার্টফোনটির ব্যাপারে বিস্তারিত জেনে নেই।
Samasung Galaxy A25 5G New Year Offer
Samsung এর তরফ থেকে আসা এই নতুন Galaxy A25 5G স্মার্টফোনটির ব্যাপারে চলতে থাকা অফারের সম্বন্ধে বিস্তারিত জানাবো। বর্তমানে এখন samsung তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অফারটি দিয়েছে। এই ডিভাইসটির দাম রাখা হয়েছে 28,499 টাকা, এই দামটি দিয়ে কেবলমাত্র আপনি স্যামসাংয়ের অফিসিয়াল সপে কিনতে পারবেন। তাহলে আপনি 3000 টাকার ডিসকাউন্ট সাথে সাথেই পেয়ে যাবেন এর সাথেই এই স্মার্টফোনটির দাম হবে 25,499 টাকা এবং এর সাথেই আপনার অনেকগুলি টাকার সেভিং হয়ে যাবে।
Samasung Galaxy A25 5G Specifation
Samsung এই নতুন 5G স্মার্টফোনটি android V14 এর সাথে লঞ্চ হয়েছে এবং এই ডিভাইসটির মধ্যে রয়েছে অসাধারণ কিছু নতুন ফিচার। যেমন ধরুন ৫০ মেগাপিক্সেলের মত ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, সাথেই থাকছে এর প্রসেসর যেটি স্যামসাংয়ের নিজস্ব তৈরি প্রসেসর এছাড়াও আরো কিছু নতুন ফিচারস। যেগুলি আমরা নিচে তালিকার মাধ্যমে আপনাদের উপলব্ধ করেছি।
Specification | Details |
---|---|
Processor | Samsung Exynos 1280 Octa core (2.4 GHz, Dual Core + 2 GHz, Hexa Core) |
RAM | 8 GB |
Internal Storage | 128 GB |
Display | 6.5 inches (16.51 cm); Super AMOLED |
Resolution | 1080×2340 Px (396 PPI) |
Refresh Rate | 120 Hz |
Design | Bezel-less With Notch |
Rear Camera | Triple Camera Setup |
Main Camera | 50 MP (upto 10x Digital Zoom) Wide Angle Primary Camera |
Ultra-Wide Camera | 8 MP Ultra-Wide Angle Camera |
Macro Camera | 2 MP Macro Camera |
Video Recording (Rear) | 4K @30fps |
Front Camera | 13 MP Wide Angle Lens |
Front Video Recording | Full HD @30 fps |
Battery Capacity | 5000 mAh |
Fast Charging | 25W Fast Charging; USB Type-C Port |
SIM | SIM1: Nano, SIM2: Nano (Hybrid) |
5G Support | Supported in India |
Expandable Storage | Expandable Upto 1 TB |
Operating System | Android v14 |
Samasung Galaxy A25 5G Display
Samsung এর এই নতুন Samasung Galaxy A25 5G স্মার্টফোনটিতে ডিসপ্লের কোয়ালিটি অসাধারণ দেওয়া হয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন বড় সাইজের 6.5 ইঞ্চির একটা Super AMOLED ডিসপ্লের স্ক্রিন। এই ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 1080×2340 পিক্সেলের রেজুলেশন এবং ডিসপ্লে ডেনসিটি থাকছে (396 PPI) এছাড়া ডিভাইসটিতে উপলব্ধ করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট যা ফোনটিকে অনেক স্মুথ হতে সাহায্য করবে। আরো থাকছে একটি Bezel less এবং Notch ডিসপ্লে।
Samasung Galaxy A25 5G Camera
Samsung এর স্মার্টফোনগুলি কিন্তু তার চমৎকার ক্যামেরার জন্য বিখ্যাত। আজকের এই Samasung Galaxy A25 5G ডিভাইসটিতে দেখতে পাবো 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা যেটি 10x পর্যন্ত জুম করতে সক্ষম, এর সাথেই থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। সামনের দিকে সেলফি এবং ভিডিও রেকর্ডিং করার জন্য পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সাথেই বলে রাখি ডিভাইসটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ।
Samasung Galaxy A25 5G Processor
Samsung তাদের এই নতুন ডিভাইসটিতে দিয়েছে অত্যাধুনিক প্রসেসর। এখানে আপনি পেয়ে যাবেন স্যামসাংয়ের নিজস্ব Samsung Exynos 1280 শক্তিশালী প্রসেসর যা স্যামসাংয়ের তরফ থেকে সবথেকে নতুন প্রসেসর এবং এই প্রসেসরটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে সক্ষম।
Samasung Galaxy A25 5G Battery & Charger
Samsung এই নতুন 5G স্মার্টফোনটির ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে যদি কথা বলি এখানে আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh মত বড় ব্যাটারি। এই ব্যাটারিটি চার্জ করার জন্য আপনাকে দেওয়া হয়েছে USB Type-C কেবল এবং সাথেই 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এই ব্যাটারির মাধ্যমে আপনি 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত স্মার্টফোনটিকে অনায়াসে ব্যবহার করতে পারবেন।
Samasung Galaxy A25 5G Price in India
Samsung এর এই চমৎকার স্মার্টফোনটিতে দুটি ভেরিয়েন্ট রাখা হয়েছে। 8 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে 26,999 টাকা এবং 8 GB RAM 256 GB ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে 29,999 টাকা।