বিশাল 22,000 mAh ব্যাটারি নিয়ে Oukitel WP33 Pro লঞ্চ হলো 5G স্মর্টফোনটির দামও বাজেটের মধ্যে

অকিটেল কম্পানি নতুন বছরের জানুয়ারি মাসে 13 তারিখে Oukitel WP33 Pro রাগড স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি একটি সাধারণ স্মার্টফোন নয়, এর মধ্যে নাইট ভিশন ক্যামেরা এবং বিরাট শক্তিশালী ব্যাটারি বর্তমান। যার কারণেই এটি অন্যান্য স্মার্টফোনের থেকে নিজেকে আলাদা করেছে।

google news

Oukitel WP33 Pro ডিভাইসটি MediaTek Dimencity 6100+ প্রসেসর এবং 22,000 mAh এর ব্যাটারি সাথেই 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। চলুন তাহলে অসাধারণ Oukitel WP33 Pro স্মার্টফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্বন্ধে বিস্তারিত জানা যাক।

Oukitel WP33 Pro 5G

Oukitel WP33 Pro Specification

অকিটেলের এই স্মার্টফোনটিতে ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে 8 GB এলপিডিডিআর 4x র‍্যাম এবং 256 GB ইউএফএস 2.2 স্টোরেজ অফার করা হয়েছে। এর সাথেই আরো অন্যান্য ফিচার গুলি নিচে দেওয়া হয়েছে সেগুলি দেখতে ভুলবেন না।

SpecificationsDetails
ProcessorMediatek Dimensity 6100+ (6 nm)
RAM8 GB
Internal Storage256 GB
DisplayIPS LCD, 450 nits
6.6 inches, 104.9 cm2 (~71.2% screen-to-body ratio)
Resolution1080 x 2408 pixels, 20:9 ratio (~400 ppi density)
Refresh Rate144Hz
Rear Camera64 MP+ 20 MP+ 2 MP
Rear Camera Video1440p@30fps, 1080p@30fps
Front Camera32 MP Wide Angle Lens
Front Camera Video1080p@30fps
Battery Capacity22,000 mAh
Charging133W wired
18W reverse wired
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v13

Oukitel WP33 Pro Camera

অকিটেল তাদের এই নতুন ডিভাইসটিতে ফটোগ্রাফির জন্য অফার করেছে 64 মেগাপিক্সেলের সনি আইএমএক্স 686 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 20 মেগাপিক্সেলের আইএমএক্স 350 নাইট ভিশন ক্যামেরা। এছাড়া সামনের দিকে 32 মেগাপিক্সেলের আইএমএফ 616 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি অসাধারণ ফটোগ্রাফির অভিজ্ঞতা নিতে পারবেন।

Oukitel WP33 Pro Display

সংস্থাটি তাদের এই নতুন লঞ্চ হওয়া স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ IPS ডিসপ্লে দিয়েছে যেখানে আপনি 400 PPI পিক্সেল ডেনসিটির সাথে 450 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এবং অসাধারণ অভিজ্ঞতার জন্য 60 Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে। এছাড়াও আপনি যদি সিনেমা এবং গান শুনতে ভালোবাসেন তার জন্য 5 ওয়াটের 136 ডেসিবেল এর মাল্টিমিডিয়া স্পিকার যুক্ত করা হয়েছে যা 8D সাউন্ডের অভিজ্ঞতা দিতে সক্ষম এবং স্পিকারটি খুবই পরিষ্কার অডিও আউটপুট দেয়।

Oukitel WP33 Pro Processor

যেহেতু এই স্মার্টফোনটি অন্যান্য স্মার্টফোনের তুলনায় একটু অন্যরকম সেই জন্য স্মার্টফোনটিকে চালনা করার জন্য এখানে দেওয়া হয়েছে MediaTek Dimencity 6100+ প্রসেসর। যার মাধ্যমে আপনি সহজেই দারুন দারুন গেম খেলতে পারবেন। এছাড়া এই প্রসেসরটি এই ডিভাইসটির জন্য একেবারে দুর্দান্ত চয়েস বলে মনে করা হচ্ছে, তবে প্রসেসরটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

Oukitel WP33 Pro 5G battery

Oukitel WP33 Pro Battery

এখানে আপনি পেয়ে যাচ্ছেন খুবই শক্তিশালী 22,000 mAh এর ব্যাটারি ব্যাকআপ এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য অফার করা হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং এতে আপনি 18 ওয়াট ফাস্ট রিভার্স চারজিং সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া ব্যাটারিটির সম্পূর্ণ চার্জ হওয়ার পর 80 ঘন্টা এক ভাবে মিউজিক শুনতে পারবেন এবং সাধারণভাবে ব্যবহারের জন্য ব্যাটারিটি আপনাকে এক সপ্তাহ ব্যাকআপ দিতে সক্ষম। তবে ফুল চার্জের পর আপনি iPhone 15 কে প্রায় নবার পর্যন্ত চার্জ করে দিতে পারে।

অন্যান্য ফিচার হিসাবে যেগুলি দেওয়া হয়েছে তা হল IP68 এবং IP69K ও MIL-STD- 810H যা আপনার স্মার্টফোনটিকে জল, ধুলো এবং শকের হাত থেকে সহজেই রক্ষা করতে সক্ষম। এছাড়া ডিসপ্লেটি সুরক্ষার জন্য গরিলা গ্লাসের সাপোর্ট দেওয়া হয়েছে।

Oukitel WP33 Pro Price

আপনি যদি এই স্মার্টফোনটিকে নিজের করতে চান তাহলে অকিটেলের অফিশিয়াল স্টোরে 25% ডিসকাউন্টের সাথে 299.99 ডলারে পেয়ে যাবেন যা ভারতীয় মূল্যে প্রায় 24,870 টাকা।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment