Realme 12 Pro এই বছরেই আসতে চলেছে দুর্দান্ত ক্যামেরা এবং ফিচার নিয়ে দেখতে মিস করবেন না

Realme 12 Pro Launch Date : রিয়েলমি তাদের এই নতুন স্মার্টফোনটি এই বছরেই ভারতীয়দের কাছে নিয়ে আসবে জানা গেছে। এই ডিভাইসটি রিয়েলমির সবথেকে দমদার স্মার্টফোন হবে। যার কারণেই ভারতীয় গ্রাহকরা Realme 12 Pro Specification এবং Realme 12 Pro Price in India ব্যাপারে জানার জন্য খুবই উৎসুক।

google news

বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডিভাইসটির অনেকগুলি ফিচারস সামনে এসেছে। যেখানে 100 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 mAh এর মত বড় ব্যাটারি পাওয়া যাবে, এ ছাড়া আরও বিস্তারিত ফিচার গুলি নিচে আলোচনা করা হয়েছে।

Realme 12 Pro

Realme 12 Pro Specification

নতুন বছরের সাথে সাথে যদি নতুন একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে Realme 12 Pro স্পেসিফিকেশন এবং দামের ব্যাপারে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন। Android v14 এর সাথে লঞ্চ হতে যাওয়া স্মার্টফোনটিতে বহু কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। যেখানে আপনি স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর এবং 5G-র মতো ফিচার পেয়ে যাবেন।

CategorySpecification
General
Operating SystemAndroid v14
Fingerprint SensorIn Display
Display
Size6.7 inch
TypeIPS Screen
Resolution1080 x 2400 pixels
Pixel Density393 ppi
Brightness900nits (typ.), 1800nits (HBM) Maximum brightness
Refresh Rate144Hz
Touch Sampling Rate480Hz
DesignPunch Hole Display
Camera
Rear Camera108 MP + 13 MP + 2 MP Triple
Video Recording1080p @ 30 fps FHD
Front Camera32 MP
Technical
ChipsetQualcomm Snapdragon 7 Gen3
Processor2.63 GHz, Octa Core
RAM8 GB + 8 GB Virtual RAM
Internal Memory128 GB
Memory Card SlotDedicated, up to 1 TB
Connectivity
Network4G, 5G, VoLTE
Bluetoothv5.3
WiFiYes
USBUSB-C v2.0
Battery
Capacity5000 mAh
Charging80W SUPERVOOC
Reverse ChargingYes

itel তার itel Power 450 Keypad ফোনে প্রথম নিয়ে এল Type-C চার্জার সাপোর্ট

Realme 12 Pro Display

ডিসপ্লের দিক থেকে বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির IPS স্ক্রিন যার রেজুলেশন দেওয়া হয়েছে 1080×2400 পিক্সেলের এবং রিফ্রেশ রেট থাকছে 144Hz এর, এছাড়াও থাকছে 900nits (typ.),1800 nits (HBM) Maximum brightness যা বাজেট অনুসারে সবথেকে সেরা মানা হয়।

Realme 12 Pro

Realme 12 Pro Camera

অসাধারণ সুন্দর এই স্মার্টফোনটিতে গোলাকৃতি ট্রিপল ক্যামেরা সেটআপ প্রদান করা হয়েছে, যেখানে থাকছে 108 মেগাপিক্সেল+ 13 মেগাপিক্সেল+ 2 মেগাপিক্সেল এবং সামনের দিকে একটি জবরদস্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাটির মাধ্যমে ফুল এইচডি ভিডিও সহজেই রেকর্ডিং করতে পারবেন। মডেলটির প্রো ভেরিয়েন্টে 4K ভিডিও রেকর্ডিং এর মত সুবিধা পাওয়া যাবে না।

Realme 12 Pro Storage & Battery

স্টোরেজের বিকল্প হিসেবে স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা বহুক্ষণ পর্যন্ত আপনাকে অনায়াসে ব্যাটারির সাপোর্ট দিতে সক্ষম।

Realme 12 Pro Price in India

যে কোনো ভালো জিনিস পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয় সেই রকমই এই স্মার্টফোনটি নিজের পকেটে করার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত স্মার্টফোনটি কবে লঞ্চ করা হবে সে বিষয়ে তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন টেক ওয়েবসাইট থেকে জানা গেছে স্মার্টফোনটি এই বছরের মাঝের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment