itel তার itel Power 450 Keypad ফোনে প্রথম নিয়ে এল Type-C চার্জার সাপোর্ট

Subham

itel তার itel Power 450 Keypad ফোনে প্রথম নিয়ে এল Type-C চার্জার সাপোর্ট

itel কোম্পানি ফোনের বাজারে একটি জনপ্রিয় নাম। গত ১১ জানুয়ারী ২০২৪ সালে এই কোম্পানি ভারতের বাজারে itel Power 450 নামের একটি নতুন Keypad ফোন লঞ্চ করেছে এবং এই ফোন Keypad ফোনের জগতে বেশ নতুন কিছু ফিচার নিয়ে এসেছে। ভারতে এই প্রথম itel Power 450 ফোনটি আপনাকে Type-C চার্জিং সাপোর্ট দেবে। এই ফোনটি শুধুমাত্র 1,449 টাকায় ভারতের বাজারে লঞ্চ করেছে itel কোম্পানি। itel তার itel Power 450 Keypad ফোনে প্রথম নিয়ে এল Type-C চার্জার সাপোর্ট এই সম্পর্কে এবং এই ফোনের Specification সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন।

google news

itel তার itel Power 450 Keypad ফোনে প্রথম নিয়ে এল Type-C চার্জার সাপোর্ট

itel কোম্পানির এই itel Power 450 ফোনটির সবথেকে আকর্ষণীয় ফিচারটি হল Type-C চার্জিং ফিচার। এখনো পর্যন্ত কোনো Keypad ফোনে USB Type-C পোর্ট এর ব্যবহার করা হয়নি ভারতের বাজারে। USB Type-C পোর্টকে এই মুহর্তে পুরো বিশ্ব প্রাধান্য দিচ্ছে সেক্ষেত্রে ভারতও পিছিয়ে নেই, ভারত সরকারের পক্ষ থেকে এই পোর্টার ব্যাবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। Apple কোম্পানি iPhone 15 ​সিরিজের মাধ্যমে এই পোর্টের ব্যবহার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, সেইরকম ভাবেই itel কোম্পানি তার itel Power 450 ফোনটির মাধ্যমে ভারতের বাজারে এই প্রথম Keypad ফোনে USB Type-C পোর্টের ব্যবহার নিয়ে এল।

itel তার itel Power 450 Keypad ফোনে প্রথম নিয়ে এল Type-C চার্জার সাপোর্ট

itel Power 450 ফোনটির ফিচার

  • itel Power 450 ফোনটির মধ্যে King Voice ফিচারটি যুক্ত করা হয়েছে, যার কারনে এই ফোনের ডিসপ্লের ওপর লেখাগুলি এই ফোন পড়ে শোনায়।
  • এই ফোনটির ওপরে দিকে একটি LED টর্চ লাইট আছে।
  • এই ফোনে 3.5mm এর অডিও জ্যাক যোগ করা হয়েছে।
  • এই ফোনে Wireless FM Radio দেওয়া হয়েছে।
  • এই ফোনটি মোট 9 ভাষা সাপোর্ট করে ইংরেজি, হিন্দি, গুজরাটি, তামিল, তেলুগু, বাংলা, কন্নড়, মালায়ালাম ও পাঞ্জাবি ।

itel Power 450 Specification

SpecificationsDetails
ProcessorMediatech MT6261D
RAM8 MB
Internal Storage8 MB
Display2.4 inches; TFT
Resolution240 x 320 px (167 PPI)
Rear Camera0.3 MP Primary Camera with Digital Zoom
Front CameraNo
Battery Capacity2500 mAh
SIM SlotsSIM1: Mini, SIM2: Mini
5G SupportSupported
Expandable StorageUpto 32 GB

itel Power 450 ফোনটির দাম

itel কোম্পানির এই নতুন itel Power 450 ফোনটি মোট তিনটি রঙের সাথে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে Deep blue, Dark Grey ও Light Green। এই তিনটি কালার ভ্যারিয়েন্টের দাম মাত্র 1,449 টাকা রাখে হয়েছে। এই ফোনটি আপনি রিটেইল স্টোরে গিয়ে নিজের করে নিতে পারবেন।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে ও সমস্ত ফোনের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment