OnePlus কোম্পানির OnePlus Ace 3V ফোনটি বড়ো ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট এর সাথে খুব শীগ্রই আসছে :- 2023 সালে OnePlus কোম্পানি তাদের OnePlus Ace সিরিজের মোট তিনটি স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছিল। যার মধ্যে OnePlus Ace 2 স্মার্টফোনটি 2023 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়, 2023 সালের মার্চ মাসে OnePlus Ace 2V লঞ্চ করা হয় এবং ওই 2023 সালেই জুলাই মাসে OnePlus Ace 2 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়। OnePlus কোম্পানি এই 2024 সালে OnePlus Ace 3 সিরিজের ফোনগুলি লঞ্চ করার কথা ভাবছে বলে জানা যাচ্ছে।
OnePlus কোম্পানি এই 2024 সালের জানুয়ারি মাসেই চীনা বাজারে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাথে OnePlus Ace 3 সিরিজের OnePlus Ace 3 ফোনটি লঞ্চ করেছে। সেই কারণে মনে করা হচ্ছে, OnePlus কোম্পানি বছরের প্রথম এবং দ্বিতীয় ভাগে যথাক্রমে OnePlus Ace 3V এবং OnePlus Ace 3 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করবে। ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে OnePlus Ace 3V স্মার্টফোনটির বিভিন্ন স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। OnePlus কোম্পানির OnePlus Ace 3V ফোনটি বড়ো ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট এর সাথে খুব শীগ্রই আসছে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন।
Read More :- মাত্র 7,800-এর EMI তে দারুন শক্তিশালী RTR 310 নিজের বাড়িতে নিয়ে আসুন
OnePlus কোম্পানির OnePlus Ace 3V ফোনটি বড়ো ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট এর সাথে খুব শীগ্রই আসছে
একটি চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট তাদের প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছেন যে, OnePlus Ace 3V স্মার্টফোনটিতে OLED স্ক্রিন যুক্ত ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেশ রেটের সাথে আসবে বলে জানা গেছে। ভালো পারফরম্যান্সের জন্য, এই ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।
OnePlus Ace 3V ফোনটিতে বেশ বড়ো সাইজের 5,500 mAh ব্যাটারি ব্যাকআপ দেওয়া হবে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। এছাড়াও, এই স্মার্টফোনটিতে প্লাস্টিকের ফ্রেম ও কাঁচের ব্যাক প্যানেল দেখতে পাওয়া যাবে বলে OnePlus কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। OnePlus Ace 3V স্মার্টফোনটিতে ফ্ল্যাট এবং কার্ভড-এজ এই দুই ধরনের ভ্যারিয়েন্ট দেখতে পাওয়ার সম্ভবনা আছে। এই তথ্যগুলি ছাড়া, OnePlus Ace সিরিজের এই ফোনটির ক্যামেরা, স্টোরেজ বা RAM সম্পর্কে বিশেষ কোনো তথ্য সামনে আসেনি।
আপনাকে বলে রাখি, 2023 সালে OnePlus Ace 2V স্মার্টফোনটি শুধুমাত্র চীনা বাজারেই লঞ্চ করা হয়েছিল। কিন্তু গ্লোবাল মার্কেটে এই ফোনটিকে পরে OnePlus Nord 3 নামের সাথে লঞ্চ করা হয়েছিল। তাই, আসা করা হচ্ছে গ্লোবাল মার্কেটে OnePlus Ace 3V স্মার্টফোনটি OnePlus Nord 4 নামে লঞ্চ করা হবে।
Read More :- টানলেই বাড়বে এরকম ম্যাজিক ফোন নিয়ে হাজির হল Samsung কোম্পানি
OnePlus Ace 3V Specification
Specifications | Details |
---|---|
Processor | Qualcomm Snapdragon 7 Gen3 |
RAM | 12 GB |
Internal Storage | 256 GB |
Display | 6.78 inches; AMOLED Screen |
Resolution | 1240 x 2772 px (448 PPI) |
Refresh Rate | 120 Hz |
Display Type | Asahi Glass display |
Rear Camera | 64 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 8 MP Ultra-Wide Angle Camera |
Macro Camera | 2 MP Macro Camera |
Video Recording (Rear) | 4K@30/60fps |
Front Camera | 16 MP Wide Angle Lens |
Battery Capacity | Li-Po 5500 mAh |
Charging Speed | 100W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Yes |
Expandable Storage | No |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android 13 |
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।
OnePlus Ace 3V স্মার্টফোনটি কবে লঞ্চ করা হবে?
OnePlus Ace 3V স্মার্টফোনটি আসা করা হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারী মাসের শেষের দিকে লঞ্চ করা হবে।
OnePlus Ace 3 সিরিজের প্রথম ফোনটি কবে লঞ্চ করা হয়েছে?
OnePlus Ace 3 সিরিজের প্রথম ফোনটি এই ২০২৪ সালের জানুয়ারি মাসেই চীনা বাজারে লঞ্চ করা হয়েছে।