টানলেই বাড়বে এরকম ম্যাজিক ফোন নিয়ে হাজির হল Samsung কোম্পানি

Subham

Updated on:

টানলেই বাড়বে এরকম ম্যাজিক ফোন নিয়ে হাজির হল Samsung কোম্পানি

টানলেই বাড়বে এরকম ম্যাজিক ফোন নিয়ে হাজির হল Samsung কোম্পানি :- Samsung কোম্পানি হল সারা বিশ্বের স্মার্টফোন নির্মাতাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি। এর আগেও আমরা দেখেছি, Samsung কোম্পানি তাদের স্মার্টফোনগুলিকে উন্নত থেকে উন্নততর করে তোলার জন্য নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসে। দক্ষিণ কোরিয়ার এই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি বর্তমানে তাদের নতুন স্মার্টফোনের জন্য একটি নতুন টেকনোলজি নিয়ে আসতে চলেছে বলে জানা যাচ্ছে।

google news

এই সংস্থাটির পক্ষ থেকে ইতিমধ্যেই একটি নতুন ডিজাইন সামনে এসেছে। এই ডিজাইনটিতে একটি বর্গাকার আকৃতির স্মার্টফোন দেখা যাচ্ছে, যাতে একটি প্রসারিত ডিসপ্লে প্যানেল দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ফোনটিকে টেনে ছোটো ও বড়ো করা যাবে। টানলেই বাড়বে এরকম ম্যাজিক ফোন নিয়ে হাজির হল Samsung কোম্পানি এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

টানলেই বাড়বে এরকম ম্যাজিক ফোন নিয়ে হাজির হল Samsung কোম্পানি

টানলেই বাড়বে এরকম ম্যাজিক ফোন নিয়ে হাজির হল Samsung কোম্পানি

বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারক কোম্পানি নিজস্ব কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করলেও, বিক্রি এবং জনপ্রিয়তার দিক থেকে Samsung কোম্পানি সবার আগের স্থান দখল করে রয়েছে। এই কোম্পানির নতুন ফোল্ডেবল স্মার্টফোনগুলি হল – Samsung Galaxy Z Fold 5 এবং Samsung Galaxy Z Flip 5। এই ফোনগুলি 2023 সালের আগস্ট মাসে লঞ্চ করা হয়েছিল। মনে করা হচ্ছে যে, Samsung কোম্পানি এই মুহূর্তে একটি নতুন ধরনের প্রিমিয়াম লুকের সাথে ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে, যেই ফোনটির ফ্লেক্সিবল ডিসপ্লেটি টানলেই ছোট ও বড়ো করা যাবে। Samsung কোম্পানি এই ফোনটির জন্য একটি ডিজাইনও বার করেছে, যার মধ্যে একটি বর্গাকার আকৃতি এবং প্রসারিত স্ক্রিন যুক্ত একটি স্মার্টফোনকে দেখা যাচ্ছে। এই ধরনের ডিজাইন যুক্ত একটি ফোল্ডেবল স্মার্টফোন, নরমাল ফোল্ডেবল স্মার্টফোনগুলির যে সমস্যা তার সমাধান আন্তে পারবে বলে মনে করা হচ্ছে।

ডিজাইন দেখে মনে হচ্ছে, এই স্মার্টফোনের ডিসপ্লেটি একটি সাধারণ ফোল্ডেবল স্মার্টফোনের ডিসপ্লের মতো হবে না। মনে করা হচ্ছে এই ডিসপ্লে আরও টেকসই এবং ব্যবহারের ক্ষেত্রেও খুবই উপযোগী হবে। আমরা দেখেছি, একটি রেগুলার স্মার্টফোন একটি ফোল্ডেবল স্মার্টফোনের চেয়ে বেশি টেকসই, এর কারণ হল ফোল্ডেবল ফোনের ভাঁজ খাওয়া অংশগুলি ফোনগুলিকে বেশ দুর্বল করে দেয়। তবে, Samsung কোম্পানির এই নতুন ডিজাইনটি একটি ভিন্ন ধরনের ফ্লেক্সিবল ডিসপ্লের দিক থেকে অনুভূতি দেবে বলে মনে করা হচ্ছে, যা এই ফোল্ডেবল স্মার্টফোনগুলির টেকসই সমস্যার সমাধান করতে পারবে বলে মনে করা হচ্ছে। Samsung কোম্পানির এই নতুন স্মার্টফোনটির এক্সটেন্ডিং অংশটি একটি ছোটো জায়গা নিয়ে থাকবে, যা আপনার প্রয়োজন অনুযায়ী টেনে বড়ো ও ছোটো করতে পারবেন।

এছাড়াও, এই ফোনটির ডিসপ্লেতে আরও স্থায়িত্ব এবং স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই নতুন ডিজাইনটি সাপোর্ট স্ট্রাকচার ও অনন্য কানেকশনের সাথে প্যারালালি যুক্ত করবার ওপর নজর দেবে বলে জানা যাচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি, এটি এখনও কেবল একটি ডিজাইন এবং Samsung কোম্পানি আসলে এই ধরনের কোনও স্মার্টফোন বাজারে লঞ্চ করার চিন্তাভাবনা করছে কিনা, তা এখনও পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি। তবে এই ডিজাইনটি থেকে ভবিষ্যতের ফ্লেক্সিবল স্মার্টফোনগুলি কেমন হবে, তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Samsung কোম্পানি তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি কেমন আনতে চলেছে?

Samsung কোম্পানি তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোনটির স্রিন টানলেই বাড়বে বা ছোট করলেই কমে যাবে এই ধরনের স্মার্টফোন বাজারে আনতে চলেছে।

ফোল্ডেবল স্মার্টফোন বিক্রির দিক থেকে Samsung কোম্পানি স্থান কোথায়?

ফোল্ডেবল স্মার্টফোন বিক্রির দিক থেকে Samsung কোম্পানি সারা বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থান করছে।

Samsung কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোনগুলি নাম কি?

ইতিমধ্যেই লঞ্চ হওয়া Samsung কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোনগুলি নাম হল Samsung Galaxy Z Fold 5 এবং Samsung Galaxy Z Flip 5।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment