Xiaomi কোম্পানির Xiaomi 14 Ultra স্মার্টফোনটির ডিজাইন ফাঁস হবার পর দেখতে কেমন হল :- অনেক আলোচনার পর Xiaomi কোম্পানির Xiaomi 14 Ultra স্মার্টফোনটি খুব শীগ্রই লঞ্চ করতে চলেছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি। এই Xiaomi 14 Ultra স্মার্টফোনটি 2024 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে বলে জানা যাচ্ছে। অনেক সার্টিফিকেশন ওয়েবসাইট এই প্রিমিয়াম স্মার্টফোনটি দেখতে পাওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছে এবং এর আগে অনলাইনে বহু বার এই ফোনটির ডিসাইন দেখতে পাওয়া গিয়েছে। Xiaomi কোম্পানির Xiaomi 14 Ultra স্মার্টফোনটির ডিজাইন ফাঁস হবার পর দেখতে কেমন হল এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Xiaomi কোম্পানির Xiaomi 14 Ultra স্মার্টফোনটির ডিজাইন ফাঁস হবার পর দেখতে কেমন হল
Xiaomi 14 Ultra স্মার্টফোনটি চীনা ওয়েবসাইট ওয়েইবোর টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটালের দ্বারা ফাঁস করা দুটি ছবির সাথে মিল থাকবে বলে আসা করা হচ্ছে, যে ছবিগুলি অফিসিয়াল সাইটের আগেই সামনে এসেছে। যেখানে ডিভাইসটিকে সাদা ও নীল রঙের সাথে দেখা গেছে।
দুটি ছবিই স্মার্টফোনের পিছনের প্যানেলটি প্রদর্শন করে, যা দেখতে আগের Xiaomi 13 Ultra এর মতো, একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে। একটি LED ফ্ল্যাশ এবং চারটি ক্যামেরা সেন্সর নিয়ে একটি ক্যামেরা মডিউল তৈরি করে। যেখানে মডিউলের কেন্দ্র “LEICA” ট্রেডমার্ক দেখতে পাওয়া যায়। Xiaomi 14 Ultra স্মার্টফোনটির পাওয়ার এবং ভলিউম কন্ট্রোল সুইচগুলি ফোনটির ডানদিকে অবস্থিত।
মনে করা হচ্ছে যে Xiaomi 14 Ultra স্মার্টফোনটিতে একটি কার্ভ OLED 2K ডিসপ্লে স্ক্রীন অন্তর্ভুক্ত থাকবে এবং সম্ভবত এই ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। স্মার্টফোনটিতে কোর 50MP Sony LYT-900 ক্যামেরা ছাড়াও তিনটি অতিরিক্ত 50MP ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে, এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও মনে করা হচ্ছে, এই ফোনে 50W ওয়্যারলেস এবং 90W তারযুক্ত দ্রুত চার্জিং ক্ষমতা সহ একটি 5180 mAh ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে।
Read More :- মোদির রাজ্যে নতুন ঠিকানা পেলো Tata Motors, ব্যাবসা বাড়াতে এখান থেকেই বৈদ্যুতিক গাড়ি বানাবে টাটা
Xiaomi 14 Ultra স্মার্টফোনটির সম্ভাব্য Specification
Specifications | Details |
---|---|
Processor | Qualcomm Snapdragon 8 Gen3 |
RAM | 12 GB |
Internal Storage | 256 GB |
Display | 6.67 inch, AMOLED |
Resolution | 1440 x 3200 pixels (515 PPI) |
Refresh Rate | 144Hz |
Rear Camera | 50 MP Quad Rear Camera with OIS |
Rear Camera Video | 8K UHD Video Recording |
Front Camera | 32 MP Wide Angle Lens |
Front Camera Video | 1080p @30/60/120fps, 4K @30fps |
Battery Capacity | 5180 mAh |
Charging | 90W Wired USB Type-C Port |
General | SIM1: Nano, SIM2: Nano |
Operating System | Android v14 |
Read More :- এতো বাইক নয় যেন একটা হাতি, সবাইকে ধুলো চাঁটাতে আসছে Pulsar NS400 দেখুন একনজরে
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।