আগের বছর জানুয়ারি মাসে Samsung তাদের গ্যালাক্সি সিরিজের Samsung Galaxy A14 5G স্মার্টফোনটি বাজারে এনেছিল। আগের মাসেই স্যামসাং তাদের এই স্মার্টফোনটিতে 2000 টাকা দাম কম করেছে। ডিভাইসটি যখন প্রথম লঞ্চ হয় তখন এতে তিনটি ভেরিয়েন্ট র্যাম এবং স্টোরেজ অপশন নিয়ে এসেছিল, তবে বর্তমানে স্যামসাং এই স্মার্টফোনটিতে স্টোরেজ অপশন বাড়িয়ে বাজারে এনেছে। যদিও এই ডিভাইসটি Samsung Galaxy A14 একটি বাজেট ফোন। তাহলে আসুন নতুন স্টোরেজ নিয়ে আসা স্মার্টফোনটির বিস্তারিত জানা যাক।
Samsung Galaxy A14 5G New Storage Variant
অনেক জনপ্রিয় দ্য টেক আউটলুক- এর দেওয়া রিপোর্ট অনুসারে Galaxy A14 5G স্মার্টফোনটি এখন 4 GB র্যাম এবং 128 GB স্টোরেজ নিয়ে বাজারে পা রেখেছে। ডিভাইসটিতে র্যাম একই থাকলেও স্টোরেজটি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে স্মার্টফোনটি 15,499 টাকাতে পাওয়া যাচ্ছে। যদিও এই দামটি বেশ মডেলের থেকে 1000 বেশি রাখা হয়েছে, তবে এখনো পর্যন্ত নতুন ভেরিয়েন্টের 4 GB র্যাম এবং 128 GB স্টোরেজ মডেলটিকে Samsung এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল করা হয়নি। তবে জানা গেছে খুবই তাড়াতাড়ি স্যামসাং তাদের অফলাইন স্টোরগুলিতে স্মার্টফোনটিকে পৌঁছে দেবে।
Samsung Galaxy A14 5G Specification
Specifications | Details |
---|---|
Processor | Exynos 1330 (5nm) – SM-A146B |
RAM | 4 GB |
Internal Storage | 64 GB+128 GB |
Display | 6.6 inches PLS LCD |
Resolution | 1080×2408px (400 PPI) |
Refresh Rate | 90Hz |
Rear Camera | 50 MP, f/1.8, (wide), PDAF 2 MP, f/2.4, (macro) 2 MP, f/2.4, (depth) |
Rear Camera Video | 1080@30 fps Video Recording |
Front Camera | 13 MP Wide Angle Lens |
Front Camera Video | 1080@30 fps Video Recording |
Battery Capacity | 5000 mAh |
Charging | 15W Fast Charging; USB Type-C Port |
General | SIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable |
Operating System | Android v14 |
Samsung Galaxy A14 5G Display
Samsung তাদের এই বাজেট স্মার্টফোনটিতে ভালো কোয়ালিটি ডিসপ্লে দিয়েছে। এখানে আপনি পাচ্ছেন 6.6 ইঞ্চির Full HD+ ডিসপ্লে, ডিসপ্লেটিতে 90 Hz এর রিফ্রেশ রেট রাখা হয়েছে যা স্মার্টফোনটিকে স্মুথ চলতে অনেকটা সাহায্য করবে এবং ডিসপ্লেটির সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাসের সাপোর্ট।
- OnePlus Ace 2 Pro Launch Date in India: বাজারে আসলেই iPhone কে ঘুসি মারবে জানুন লঞ্চ ডেটটি
- Redmi Note 13 5G সিরিজের ফোন ভারতের বাজার কাঁপাতে এসেগেলো 20,000 টাকারও কম দামে | Redmi Note 13 5G Specification
Samsung Galaxy A14 5G Camera
Samsung তাদের প্রত্যেকটি স্মার্ট ফোনেই ভালো কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করে, এই ডিভাইসটিতেও তারা সুন্দর একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে। যেখানে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এর সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা লেন্স রয়েছে। ক্যামেরাটির মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
Samsung Galaxy A14 5G Processor & Battery
ডিভাইসটির প্রসেসরের কথা যদি বলা হয় স্যামসাং তাদের নিজস্ব In-House Exynos 1330 প্রসেসরটি স্মার্টফোনটিতে যুক্ত করেছে। এই প্রসেসরটি ভালই পারফরমেন্স দিতে সক্ষম। ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি যা 15 ওয়াট USB Type-C পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং ডিভাইসটি Android V14 এর উপর চলে। তবে ইতিমধ্যেই ডিভাইসটি (OneUI 6.0) সফটওয়্যার আপডেট পেয়ে গেছে।
আশা করি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের Samsung Galaxy A14 5G New Storage ব্যাপারে অনেক কিছু জানকারি দিয়েছি স্মার্টফোনটির ব্যাপারে আরো অন্যান্য তথ্য জানার জন্য আমাদের কমেন্ট করতে পারেন। এবং এই ধরনের আরো নতুন নতুন স্মার্টফোনের ব্যাপারে জানার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না।