OnePlus Ace 2 Pro Launch Date in India: বাজারে আসলেই iPhone কে ঘুসি মারবে জানুন লঞ্চ ডেটটি

Subham

Updated on:

OnePlus Ace 2 Pro Launch Date in India

OnePlus Ace 2 Pro Launch Date in India: ওয়ান প্লাস একের পর এক ধামাকা দিয়েই চলেছে, খুব শীঘ্রই ভারতের বাজারে আসছে ওয়ান প্লাসের প্রিমিয়াম স্মার্টফোন OnePlus Ace 2 Pro ইতিমধ্যে কোম্পানিটি তাদের এই ডিভাইসটি চীনের বাজারে আগস্ট মাসে লঞ্চ করে দিয়েছে। ভারতে ডিভাইসটি লঞ্চ করার জন্য সংস্থাটি অনেকদিন ধরেই চেষ্টা করে চলেছে। তবে সোশ্যাল মিডিয়াতে এই ফোনটির সাথে iPhone এর তুলনা করা হচ্ছে। আমি আপনাদের আজকে ওয়ানপ্লাসের এই দমদার স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট জানাবো।

google news

OnePlus Ace 2 Pro Launch Date in India

সংস্থাটির দমদার স্মার্টফোন OnePlus Ace 2 Pro বর্তমানে শুধুমাত্র চীনের বাজারে পাওয়া যাচ্ছে। তবে খুব শীঘ্রই এই নতুন ডিভাইসটিকে ভারতের বাজারে নিয়ে আসা হবে। তবে কিছু জনপ্রিয় এবং বিশিষ্ট টেকনোলজি ওয়েবসাইট থেকে জানা গেছে 2024 সালের এপ্রিল মাসে 30 তারিখে Ace 2 Pro লঞ্চ করা হবে।

OnePlus Ace 2 Pro

OnePlus Ace 2 Pro Specification

OnePlus এর নতুন Ace 2 Pro তে দেওয়া হয়েছে একটি শক্তিশালী এবং লেটেস্ট Qualcomm Snapdragon 5 Gen 2 প্রসেসর, এর সাথেই থাকছে 150 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। স্মার্টফোনটি Android V13 এর মাধ্যমে চলবে। বিস্তারিত স্পেসিফিকেশনগুলি আমরা নিচে সুন্দর করে দিয়েছি।

SpecificationsDetails
ProcessorQualcomm Snapdragon 8 Gen 2
CPU ConfigurationOcta-core (3.2 GHz, Single Core + 2.8 GHz, Quad core + 2 GHz, Tri core)
RAM12 GB
Internal Storage256 GB
Display6.74 inches AMOLED
Resolution1240×2772 Px (451 PPI)
Refresh Rate120 Hz
Display ProtectionAGC Dragontrail
Camera Setup (Rear)50 MP Wide Angle + 8 MP Ultra-Wide + 2 MP Macro
Video Recording (Rear)4K @30fps
Front Camera16 MP Wide Angle
Front Video RecordingFull HD @30 fps
Battery Capacity5000 mAh
Charging Technology150W Super VOOC Charging
Charging PortUSB Type-C
SIM SlotsDual Nano SIM
5G SupportYes (In India)
Operating SystemAndroid v13
Expandable StorageNon-expandable
General FeaturesBezel-less with Punch-Hole Display

OnePlus Ace 2 Pro Display

ওয়ানপ্লাসের এই ফাটাফাটি স্মার্টফোনটি দারুন কোয়ালিটির ডিসপ্লে নিয়ে এসেছে। এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.74 ইঞ্চির একটি বড় AMOLED ডিসপ্লে স্ক্রিন। ডিসপ্লেটিতে রেজুলেশন দেওয়া হইছে 1240×2772 পিক্সেলের সাথেই পিক্সেল ডেনসিটি থাকছে 451 PPI. এছাড়া ডিভাইসটি স্মুথ চলার জন্য পেয়ে যাচ্ছেন 120Hz এর রিফ্রেশ রেট। এত সুন্দর ডিসপ্লেটিকে সুরক্ষা দেয়ার জন্য রয়েছে AGC Dragontrail এর সুবিধা।

OnePlus Ace 2 Pro  Display

OnePlus Ace 2 Pro Camera

OnePlus Ace 2 Pro স্মার্টফোনটিতে ক্যামেরার ব্যাপারে কোনো কথা হবে না। ডিভাইসটিতে দারুন দেখতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যেখানে আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও কম আলোতে হতে ছবি তোলার জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইটের সুবিধা। প্রাইমারি ক্যামেরার মাধ্যমে আপনি খুব সহজেই 4K @30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনের দিকে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

OnePlus Ace 2 Pro Processor

প্রসেসরের দিক থেকে OnePlus Ace 2 Pro স্মার্টফোনটিতে কোনোরকম ঘাটতি রাখা হয়নি। এখানে আপনি লেটেস্ট Qualcomm Snapdragon 5 Gen 2 প্রসেসর এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আমরা যারা স্মার্টফোন ভালোবাসি তারা সকলেই জানি কোয়ালকম কতখানি শক্তিশালী প্রসেসর এবং এই প্রসেসরের মাধ্যমে দারুন দারুন গেম খেলা যায়।

OnePlus Ace 2 Pro  Processor

OnePlus Ace 2 Pro Battery & Charger

ওয়ান প্লাসের নতুন 5G স্মার্টফোনটিতে ব্যাটারি তাগড়া লেভেলের দেওয়া হয়েছে। এখানে পেয়ে যাচ্ছেন 5000 mAh এর বড় ব্যাটারি ব্যাকআপ। এই ব্যাটারিটি চার্জ করার জন্য 150 ওয়াটের একটি সুপারফাস্ট ভুক ফাস্ট চার্জিং USB Type-C চার্জার দেয়া হয়েছে। এই চার্জারের মাধ্যমে আপনি ব্যাটারিটি মাত্র 17 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন।

OnePlus Ace 2 Pro Price in India

OnePlus Ace 2 Pro স্মার্টফোনটির দামের ব্যাপারে যদি বলা হয় তাহলে বলব, এই স্মার্টফোনটি এখনো পর্যন্ত ভারতের বাজারে আসেনি তবে চীনের বাজারে এর দাম রাখা হয়েছে 2,999 CN¥ ভারতীয় টাকায় যদি রূপান্তর করা হয় তাহলে এর দাম দাঁড়াচ্ছে প্রায় 35,0000 টাকা। তবে বড় বড় টেকনোলজি ওয়েবসাইটের কথা অনুযায়ী এই ফোনটি 34,290 টাকায় লঞ্চ করা হতে পারে।

আশা করি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের OnePlus Ace 2 Pro Launch Date in India ব্যাপারে অনেক কিছু জানকারি দিয়েছি। স্মার্টফোনটির ব্যাপারে আরো অন্যান্য তথ্য জানার জন্য আমাদের কমেন্ট করতে পারেন, এবং এই ধরনের আরো নতুন নতুন স্মার্টফোনের ব্যাপারে জানার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment