Vivo X90 Pro বিপুল ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo এর নতুন সিরিজ লঞ্চ হবার পর | Vivo X90 Pro Specification

নমস্কার সকলকে আমাদের প্রতিবেদনটিতে ঢোকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো Vivo X90 Pro বিপুল ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo এর নতুন সিরিজ লঞ্চ হবার পর এই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য। Vivo X90 Pro বিপুল ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo এর নতুন সিরিজ লঞ্চ হবার পর এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

Vivo X90 Pro বিপুল ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo এর নতুন সিরিজ লঞ্চ হবার পর

কিছুদিন আগেই Vivo কোম্পানি ভারতের বাজারে তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo X100 সিরিজ নিয়ে এসেছে যার মধ্যে দুটি মডেল আছে – এর মধ্যে Vivo X100 Pro ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে 89,900 টাকা। কারন বসত এই প্রিমিয়াম ফোনটি কিনতে গেলে যে বেশিরভাগ মানুষেরই বাজেটে টান পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। আপনিও যদি সেই বেশিরভাগ মানুষের দলেই থাকেন, মানে Vivo X100 সিরিজ কেনার পর্যাপ্ত পরিস্থিতি না থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই।

কারণ আপনি 30,000 টাকারও কম দামে Vivo কোম্পানির আগের সিরিজের Pro মডেলটি নিজের করে নিতে পারবেন। এখন জনপ্রিয় Online Shopping সাইটে 85,900 টাকায় লঞ্চ করা Vivo X90 Pro ফোনটি 30,000 টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। কোন Online Shopping সাইট থেকে কিনবেন ও Vivo X90 Pro Specification সম্পর্কে জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Vivo X90 Pro বিপুল ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo এর নতুন সিরিজ লঞ্চ হবার পর

ভারতের বাজারে 2023 সালের এপ্রিল মাসে Vivo X90 Pro ফোনের 12 জিবি ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 85,900 টাকায় লঞ্চ হয়েছিল, তবে এখন এই Vivo X90 Pro ফোনটি Amazon সাইটে 54,899 টাকায় পাওয়া যাচ্ছে। এর মানে এই ফোনটি বর্তমানে কিনতে গেলে এখন 30,000 টাকারও বেশি সাশ্রয় আপনি করতে পারবেন। এবং আপনি যদি এর সাথে ব্যাঙ্ক অফার যুক্ত করেন তাহলে আপনি আরও 2,000 টাকা কমে এই ফোন নিজের করে নিতে পারবেন।

তবে বলে রাখি 30,000 টাকারও কম দামের এই ফোনটি নতুন ফোন নয়, এটি একটি Republish ফোন। একদম নতুন Vivo X90 Pro ফোনটি Amazon সাইটে 69,837 টাকায় বিক্রি করা হচ্ছে।

Vivo X90 Pro Specification

SpecificationsDetails
ProcessorMediatek Dimensity 9200
CPUOcta-core (1×3.05 GHz Cortex-X3 & 3×2.85 GHz Cortex-A715 & 4×1.80 GHz Cortex-A510)
RAM8 GB, 12 GB
Internal Storage256 GB, 512 GB
Display6.78 inches; AMOLED
Resolution1260 x 2800 px (453 PPI)
Refresh Rate120 Hz
ProtectionGlass front, aluminum frame, eco leather back
Display TypeBezel-less With Punch-Hole
Rear Camera50.3 MP Wide Angle Primary Camera
Wide Angle Camera50 MP Ultra-Wide Angle Camera
Macro Camera12 MP Macro Camera
Video Recording (Rear)8K @24fps
Front Camera32 MP Wide Angle Lens
Front Camera Video Recording1080p@30/60fps
Battery Capacity4870 mAh
Charging Speed120W Hyper Charging; USB Type-C Port
SIM SlotsSIM1: Nano, SIM2: Nano
5G SupportSupported in India
Expandable StorageNo
DurabilityDust Resistant, Water Resistant
Operating SystemAndroid 13, upgradable to Android 14, Funtouch 14 (Global)

Vivo X90 Pro Teaser

Vivo X90 Pro ফোনটির Display

Vivo এর এই নতুন Vivo X90 Pro স্মার্টফোনটির ডিসপ্লের কোয়ালিটি অসাধারণ দেওয়া হয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন বড় সাইজের 6.78 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 1260 x 2800 পিক্সেলের রেজুলেশন এবং ডিসপ্লে ডেনসিটি থাকছে (453 PPI) এছাড়া ডিভাইসটিতে উপলব্ধ করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট যা ফোনটিকে অনেক স্মুথ হতে সাহায্য করবে। আরো থাকছে একটি Bezel less এবং Notch ডিসপ্লে।

Vivo X90 Pro বিপুল ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo এর নতুন সিরিজ লঞ্চ হবার পর

Vivo X90 Pro ফোনটির Camera Quality

Vivo X90 Pro স্মার্টফোনটি কিন্তু তার চমৎকার ক্যামেরার জন্য বিখ্যাত। আজকের এই Vivo X90 Pro এর ফোনটিতে দেখতে পাবো 50.3 MP এর ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, এর সাথেই থাকছে 50 MP এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 12 MP এর একটি ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে সেলফি এবং ভিডিও রেকর্ডিং করার জন্য পেয়ে যাবেন 32 MP এর সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সাথেই বলে রাখি ডিভাইসটিতে দেওয়া হয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ।

Vivo X90 Pro ফোনটির Processor

Vivo তাদের এই নতুন ডিভাইসটিতে দিয়েছে অত্যাধুনিক প্রসেসর। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন Mediatek Dimensity 9200 এর মতো শক্তিশালী প্রসেসর যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে সক্ষম।

Vivo X90 Pro বিপুল ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo এর নতুন সিরিজ লঞ্চ হবার পর

Vivo X90 Pro ফোনটির Battery & Charger

Vivo X90 Pro এই নতুন 5G স্মার্টফোনটির ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে যদি কথা বলি এখানে আপনি পেয়ে যাচ্ছেন 4870 mAh এর মত বড় ব্যাটারি। এই ব্যাটারি গুলি চার্জ করার জন্য আপনাকে দেওয়া হবে USB Type-C কেবল এবং সাথেই 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এই ব্যাটারির মাধ্যমে আপনি 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত স্মার্টফোনটিকে অনায়াসে ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment