JioSpace Fiber: মুকেশ আম্বানির কম্পানি Reliance Jio প্রথম ভারতের বাজারে নিজেদের উদ্বোধন করেছিল 2016 সালে। এরপর থেকেই ভারতীয়দের কাছে ইন্টারনেট ব্যবহারের বিরাট পরিবর্তন আসে, এক কথায় যদি বলি তাহলে বলবো জিওর দৌলতেই এদেশের মানুষের জীবনে ইন্টারনেট একটা বিরাট জায়গা তৈরি করতে পেরেছে। 4G ইন্টারনেটের পর প্রায় এক বছর হয়ে গেল সংস্থাটি ভারতের মানুষকে 5G ইন্টারনেটের ব্যবহার করিয়েছে। বর্তমানে Jio এ দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে।
এদেশের সবথেকে জনপ্রিয় এবং এক নম্বর স্থান অধিকারী Jio তাদের টেলিকম ব্র্যান্ডটি, ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্র (IN-SPAce)- র কাছে JioSpace Fiber নামের এই স্যাটেলাইটটি ইন্টারনেট সার্ভিসে জন্য গুরুত্বপূর্ণ নথি ইতি মধ্যে জমা করেছে। অনুমোদন পাওয়ার পরই জিও তাদের স্যাটেলাইট কমিউনিকেশন পরিষেবা সারাদেশে ছড়িয়ে দেবে।
Jio আগের বছর থেকেই স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে কাজ চালাচ্ছে
ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে জিও খুব তাড়াতাড়ি স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য ইন স্পেসের (IN-SPAce) কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে যাবে। আপনাদের অনেকেই হয়তো জানেন না, সেই জন্য জানিয়ে রাখি রিলায়েন্স আগের বছরই তাদের জিও স্পেস ফাইবার সম্বন্ধিত প্রযুক্তির কথা সকলের সামনে নিয়ে আসে এবং ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেনটিতে (IMC) একটি ডেমো প্রদর্শন করে।ছত্রিশগড়ের করবা, উড়িষ্যার নবরংপুর, গুজরাটের গির এবং আসামের ওএনজিসি জোরহাট এর মত বহু দূরে অবস্থানকারী জায়গাগুলিকে সংস্থাটি গিগা ফাইবার পরিষেবা দিয়ে সংযুক্ত করবে বলে জানিয়েছে।
- Samsung নতুন বছরে সারপ্রাইস দিতে আনছে Galaxy Tab Active 5 দেখুন কি কি থাকছে
- iQOO Neo 9 Pro তাগড়া ফিচার নিয়ে ভারতে আসছে, কত দাম এবং বিস্তারিত জানুন
JioSpaceFiber সার্ভিসের খরচ কত হবে
সোসাইটি ইউরোপিয়ান ডেস (Société Européenne des) কোম্পানির সাথে জিও তাদের এই নতুন জিও স্পেস ফাইবার স্যাটেলাইট নেটওয়ার্ক সার্ভিসের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই পরিষেবা দেওয়ার জন্য সংস্থাটি মিড এবং লো আর্থ অরবিটের ব্যবহার করবে। তবে জিওর এই নতুন স্যাটেলাইট পরিষেবা সকলের কাছে পৌঁছাতে কত সময় লাগবে এবং এর খরচ কত হবে সেই বিষয়ে এখনো সঠিক তথ্য সামনে আসেনি।
আনপাদের বলেরাখি একবার জিওর স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক চালু হলে তা ইলন মাস্কের স্টারলিঙ্ক (Starlink), ইউরোস্যাট গ্রুপ (Eurosat Group)-এর ওয়ান-ওয়েব (OneWeb) এবং অ্যামাজন (Amazon)-এর প্রোজেক্ট কুইপার (Project Kuiper)-এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও এই সংস্থাগুলি এখনও ভারতে উপলব্ধ নয়।