গ্রীষ্মের বাজার আরো গরম করতে বাজারে পা রাখলো iQOO 12 Anniversary Edition ফিচার্স জানলে আপনিও চমকে যাবেন

Subham

iQOO 12 Anniversary Edition

ভারতীয় মোবাইল বাজার জগতে চার বছর পূর্ণ করল মোবাইল নির্মাতা কোম্পানি iQOO আর, এই খুশিতে সংস্থাটি একটি নতুন লিমিটেড এডিশন ডিভাইস বাজারে এনেছে। যার নাম দেওয়া হয়েছে iQOO 12 Anniversary Edition ইতিমধ্যেই একটি জনপ্রিয় মোবাইল রিভিউ সংস্থাটি ডিভাইসটির সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। যেগুলি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আসুন তাহলে ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানা যাক।

google news

সামনে এলো iQOO 12 Anniversary Edition

iQOO 12 Anniversary Edition মোবাইলটি নজর কারা ডেজার্ট লাল রঙের সাথে বাজারে পা রাখবে। ডিভাইসটি সুরক্ষা দেওয়ার জন্য সংস্থার তরফ থেকে একটি প্রতিরক্ষামূলক কেস, একটি সিম ইজেক্টের টুল এবং দেওয়া হয়েছে পাওয়ারফুল 120 ওয়াটের তার যুক্ত চার্জার।

iQOO 12 Anniversary Edition

iQOO 12 এর লিজেন্ড এবং আলফা মডেল গুলিতে পিছনের দিকে গ্লাস ব্যাকপ্যানেল দেওয়া হয়েছিল, কিন্তু এই অ্যানিভার্সারি এডিশন মোবাইলটিতে সুন্দর একটি চামড়া ফিনিসের ব্যাক প্যানেল যুক্ত করা হয়েছে। যা ডিভাইসটি আপনার হাতে নেওয়া মাত্রই এক আলাদাই অনুভূতি দেবে, এছাড়া হাতের আঙ্গুলের ছাপ যাতে না পড়ে তার জন্য বিশেষ প্রতিরোধক ব্যবহার করা হয়েছে। এর সাথেই মোবাইলটিকে হাতে ধরার জন্য সুন্দর গ্রিপ দেওয়া হয়েছে।

১ ভরি সোনার দাম কত || ১ ভরি সোনার দাম কত 2024 সঠিক দামটি জানুন

সংস্থাটি জানিয়েছে তাদের এই নতুন iQOO 12 Anniversary Edition মডেলটিকে আলাদা মান দেওয়ার জন্য চামড়া ঘষার প্রক্রিয়ার সাথে পিছনের কভারটি তৈরি করা হয়েছে। যা খানিকটা মরুভূমির মতো টেক্সচার দিতে সক্ষম, ডিভাইসটির ব্যাক প্যানেল-এ সংস্থাটি তাদের iQOO লোগোটি এক ধরনের ধাতু দিয়ে তৈরি করেছে যা আলোর সংস্পর্শে আসলেই আলোকে প্রতিফলিত করে।

iQOO 12 অ্যানিভার্সারি মডেলটি সাধারণ মডেলের তুলনায় 5.2 গ্রাম ওজন কম করেছে যা খানিকটা হালকা অনুভূতি দেয়।

iQOO 12 Anniversary Edition

iQOO 12 Anniversary Edition Features

স্পেসিফিকেশন এর কথা যদি বলা হয় iQOO 12 অ্যানিভার্সারি মডেলটি তে লিজেন্ড এবং আলফা মডেলগুলির মতোই সবকিছু একই থাকবে অর্থাৎ এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি বড় সাইজের 6.87 ইঞ্চির 120Hz LTPO AMOLED ডিসপ্লে এর সাথেই পারফরম্যান্সের জন্য থাকছে Snapdragon 8 Gen 3 SoC প্রসেসর, ডিভাইসটিতে ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5,000 mAh এর শক্তিশালী ব্যাটারি যা 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

iQOO 12 Anniversary Edition Camera

সুন্দর ছবি তোলার অনুভূতি বাড়ানোর জন্য পিছনের দিকে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো যুক্ত টিপিল ক্যামেরা সেটআপ। এছাড়া চমৎকার সেলফি তোলার জন্য অফার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

অন্যান্য ফিচারস হিসাবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং গান শোনার অনুভূতি বাড়ানোর জন্য যুক্ত করা হয়েছে NFC এবং স্টেরিও স্পিকার।

iQOO 12 Anniversary Edition Price

iQOO 12 Anniversary Edition মোবাইলটির দামের কথা যদি বলা হয় 12GB/256GB স্টোরেজ যুক্ত মডেলটির দাম রাখা হয়েছে ভারতীয় 52,999 টাকা এবং 16GB/512GB স্টোরেজ যুক্ত ডিভাইসটির দাম রাখা হয়েছে 57,999. টাকা তবে এই নতুন স্মার্টফোনটি পেয়ে যাবেন এপ্রিল মাসের 9 তারিখ থেকে iQOO এর অফিশিয়াল ওয়েবসাইট এবং Amazon এর মাধ্যমে।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment