বর্তমান সময়ে মূল্যবান কয়েকটি ধাতুর মধ্যে সোনা সব থেকে দামি ধাতুর দিকে এগিয়ে চলেছে। আজকে আপনারা জানতে পারবেন ১ ভরি সোনার দাম কত চলছে। সোনার দাম প্রত্যেকদিন ওঠানামা করে যার কারণে সোনার দাম কত চলছে তা প্রত্যেকদিন দোকানে গিয়ে জানা সম্ভব নয়, যার কারণেই আমাদের এই ওয়েবসাইটটি প্রত্যেক দিনের সঠিক সোনার দাম বা সোনার রেট কত চলছে তা লিপিবদ্ধ করে।
আপনারা যদি ১ ভরি দাম কত চলছে তা জানতে চান তাহলে অবশ্যই প্রত্যেকদিন সকাল সাতটার সময় দেখবেন। কারণ সকাল সাতটার সময় সোনার সঠিক রেটটি জানা যায়। বর্তমানে প্রত্যেক বাড়িতেই কিছু পরিমাণ হলেও সোনা থাকে এবং অনেক মানুষ আছেন যারা সোনা কিনতে পছন্দ করেন। তাই ইন্টারনেটে প্রত্যেকদিন সেই সব মানুষেরা ১ ভরি সোনার দাম কত চলছে তা জানতে চান। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে ১ ভরি সোনার দাম কত চলছে।
১ ভরি সোনার দাম কত
বর্তমানে আজকে ১ ভরি সোনার দাম টাকা চলছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটি তালিকার মাধ্যমে আজকে 1 ভরি সোনার দামের একটি তালিকা প্রস্তুত করেছি।
স্বর্ণের বিভিন্ন প্রকার | দাম (১ ভরি সমান) | বর্ণনা |
---|---|---|
২৪ ক্যারেট সোনা | 1,30,121.12 টাকা (BDT) | হলমার্ক সোনা |
২২ ক্যারেট সোনা | 1,26,321.12 টাকা (BDT) | হলমার্ক সোনা |
২১ ক্যারেট সোনা | 1,20,582.43 টাকা (BDT) | হলমার্ক সোনা |
১৮ ক্যারেট সোনা | 1,03,354.70 টাকা (BDT) | হলমার্ক সোনা |
সনাতন পদ্ধতিতে সোনা | 85,450.46 টাকা (BDT) | হলমার্ক সোনা |
বর্তমান সময়ে মূল্যবান ধাতু, যেমন সোনা,রুপা,প্লাটিনাম মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় এবং ব্যাবহৃত ধাতু হলো সোনা। সোনা সবথেকে বেশি ব্যবহার হয় অলঙ্কার প্রস্তুত করতে। আর এই সোনা থেকে তৈরী অলংকার সবথেকে বেশি মহিলারা ব্যবহার করে থাকেন। বিয়ের মরশুমে সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যায় বাংলাদেশে। তবে সোনার দাম কিন্তু প্রতিদিন ওঠা নামা করতে থাকে তাই যারা সোনা কিনতে চান বা সোনার গহনার ব্যবসা করেন তারা প্রতিনিয়ত সোনার দাম কত চলছে তা খোঁজ করেন। আমরা সেইসব মানুষের কথা মাথায় রেখে প্রতিদিন বাংলাদেশের সোনার সঠিক দাম কত চলছে তার আপডেট দিয়ে থাকি।
আজকে ১ ভরি সোনার দাম কত চলছে বাংলাদেশে তার সঠিক দাম আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা কোনোরকম ভুল তথ্য মানুষের কাছে প্রদান করি না, কারণ আমরা শুধু মাত্র বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক নির্ধারিত সোনার দাম প্রকাশ করে থাকি। যার কারণেই বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের সবথেকে বিশ্বস্ত সোনার দাম প্রদানকারী সংস্থা হিসাবে পরিচিত।
22 ক্যারেট স্বর্ণের দাম কত চলছে জানতে | এখানে ক্লিক করুন |
বাজুস আজকের সোনার দাম কত চলছে জানতে | এখানে ক্লিক করুন |
সৌদি আরবে স্বর্ণের দাম কত চলছে জানতে | এখানে ক্লিক করুন |
ওমানে স্বর্ণের দাম কত চলছে জানতে | এখানে ক্লিক করুন |
বিনিয়োগে সোনার গুরুত্ব
অনেক মানুষ আছেন যারা সোনা কেনেন, আবার অনেকে আছেন যারা সোনার দাম কত চলছে তা প্রত্যেকদিন ইন্টারনেটে সার্চ করেন। কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন যারা আজকে সোনার দাম কত চলছে তা দেখে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। যার কারণে সেই সব বিনিয়োগকারীদের জন্য অবশ্যই বিনিয়োগ করার আগে সোনার সঠিক দাম কত চলছে তা জানা দরকার।
সোনার দাম কিভাবে গণনা করা হয়
প্রত্যেক দেশের মতোই এদেশেও সোনার দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়। বাংলাদেশে সোনার দাম (BDT) তে রূপান্তরিত করা হয়। আপনারা এখান থেকে জানতে পারবেন সোনার দাম কিভাবে গণনা করা হয়।
প্রত্যেক দেশেই সোনার দাম গণনা করার একটি বেঞ্চ থাকে, বাংলাদেশেও সোনার গণনা করার জন্য একটি বেঞ্চ রয়েছে যা বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নামে পরিচিত। তবে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন ফ্লিক্স (LBM) এল বি এম ফিলিক্স হল সারা বিশ্বে ব্যবহৃত একটি বেঞ্চমার্ক যেখান থেকে বিডের মাধ্যমে সোনার দাম কত তা নির্ধারণ করা হয় এবং এখানে বিভিন্ন অংশগ্রহণকারী ব্যাংক গুলি সোনার মূল্য জিজ্ঞাসা করে।
বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ জুয়েলারি সমিতি অর্থাৎ বাজুস বাংলাদেশের একটি সোনার দাম নির্ধারণকারি বেঞ্চমার্ক যা স্বর্ণ ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত হয় এবং এখানেই ব্যবসায়ীদের দেওয়া গড় বিড এর মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়।
বাংলাদেশে আজকে সোনার দাম কত
প্রত্যেক দেশেই স্বর্ণের বাজারের উপর নির্ভর করে সোনার দাম ওঠানামা করে। তবে স্বর্ণের সঠিক দাম জানার জন্য আমাদের মত প্রতিষ্ঠিত ওয়েবসাইট থেকে সোনার দাম কত তা জানতে পারবেন। আপনাদের জেনে রাখা দরকার আগে থেকে সোনার দাম কত হবে সেই ভবিষ্যৎ বাণী আমরা করি না এবং সেটা সম্ভব নয়। আমাদের ওয়েবসাইট থেকে আপনারা বর্তমানে সোনার দাম কত চলছে তা জানতে পারবেন। কিন্তু আপনি যদি সোনা কিনবেন ঠিক করেই ফেলেছেন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী জুয়েলারি দোকানে গিয়ে দাম জেনে কিনতে পারবেন।
আশা করি আপনারা এখান থেকে ১ ভরি স্বর্ণের দাম কত বা ১ ভরি সোনার দাম কত সেই বিষয়ে সঠিক তথ্য পেয়েছেন। এছাড়াও আমরা বিভিন্ন দেশের সোনার দাম ও বিভিন্ন পণ্যের দাম কত চলছে সেই বিষয়ে আপডেট দিয়ে থাকি। আপনারা যদি প্রতিদিনের সোনার দামের আপডেট এবং প্রতিনিয়ত ব্যবহৃত জিনিসপত্রের দাম কত চলছে সেই বিষয়ে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন।
আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু অথবা আত্মীয়ের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের সোনার দামের ব্যাপারে জানতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না।