আগের বছর সেপ্টেম্বর মাসে শাওমি তাদের Redmi Note 13 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করেছে। ভারতের বাজারেও রেডমির নতুন নোট সিরিজের ফোনগুলি ইতিমধ্যে এসেছে। লঞ্চের প্রায় চার মাস পরে সংস্থাটি Redmi Note 13 Pro মডেলটির একটি স্পেশাল এডিশন লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। 10 ফেব্রুয়ারিতে চীনা নববর্ষ উদযাপনের সময় ডিভাইসটি বাজারে আসতে পারে। লঞ্চের আগেই স্মার্টফোনটির কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে, তাহলে আসুন Redmi Note 13 Pro স্পেশাল এডিশন স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত জানা যাক।
Redmi Note 13 Pro স্পেশাল এডিশন মডেলটির ফাঁস ইমেজ
চীনের প্রসিদ্ধ মাইক্রো ব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-তে শেয়ার করা লাইভ ইমেজ অনুযায়ী আসন্ন এই ডিভাইসটি Redmi Note 13 Pro New Year Edition 2024 নামে বাজারে লঞ্চ হবে। মডেলটি কালো অ্যাকসেন্ট এর সাথে উজ্জ্বল লাল কালারে পাওয়া যাবে। ডিভাইসটির ব্যাক প্যানেলের কালারটি লাল এবং ক্যামেরা মডিউল ও ফ্রেমটি কালো কালারের সাথে আসবে।
যদিও এখানে রিটেল বক্সে রেডমি নোট 13 প্রো বক্সের তুলনায় অন্য ধরনের গ্রাফিক্স দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে চীনের নববর্ষের থিম, ওয়ালপেপার, রিংটোন এবং আরও অন্যান্য কাস্টমাইজেশন থাকবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সংস্থাটি Redmi Note 13 Pro নিউ ইয়ার এডিশনের জন্য কোনোরকম টিজার প্রকাশ্যে আনেনি।
Redmi Note 13 Pro স্পেসিফিকেশন
আসন্ন এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির পাঞ্চ-হোল ওলেড (OLED) ডিসপ্লে, এর সাথেই ডিসপ্লেটিতে 2712×1220 পিক্সেলের 1.5K রেজুলেশন ও 120 Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে। এছাড়াও 240 Hz টাচ স্যাম্পেলিং রেট, ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ১,৮০০ নিট পিক ব্রাইটনেস লেভেল এবং ডলবি ভিশন সাপোর্ট করতে সক্ষম।
স্পেশাল এডিশনের জন্য Qualcomm Snapdragon 7S Gen 2 প্রসেসর যুক্ত করা হয়েছে যার মাধ্যমে ডিভাইসটি অনেক ভালো পারফরমেন্স করতে পারবে। অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে Android v13 এর সাপোর্ট যা MIUI 14 কাস্টমস স্কিনে চলবে।
দুর্দান্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা বাড়াতে Redmi Note 13 Pro মডেলটিতে রয়েছে ট্রিপিল ক্যামেরা সেটাপ এবং এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। প্রাইমারি ক্যামেরা সেন্সরের জন্য দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা,8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। সামনের দিকে সেলফি তোলার জন্য অফার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
স্পেশাল এডিসনের এই স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5,100 mAh এর শক্তিশালী ব্যাটারি এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য অফার করা হয়েছে 67 ওয়াটের ওয়ার্ড চার্জার। যার মাধ্যমে ব্যাটারীটি খুব সহজেই 1 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে।