মোদির রাজ্যে নতুন ঠিকানা পেলো Tata Motors, ব্যাবসা বাড়াতে এখান থেকেই বৈদ্যুতিক গাড়ি বানাবে টাটা

একটা সময় ছিল যখন টাটার (Tata Motors)প্যাসেঞ্জের গাড়ি ভারতীয় বাজারে তেমন একটা নাম করতে পারেনি। কিন্তু বর্তমান সময়ে ভারতীয় গাড়ির বাজারে টাটা একটা জনপ্রিয় নাম হয়ে উঠেছে, এর সাথেই ভারতে সর্বপ্রথম ইলেকট্রিক গাড়ির ঝোঁক তুঙ্গে তুলেছে। বর্তমানে সংস্থাটি তাদের নিত্যনতুন মডেল গুলির বাজারের চাহিদা মেটাতে হিমসিম খেয়ে যাচ্ছে।

google news

ব্যাটারি চালিত গাড়ি কেনার এত প্রবণতা দেখে টাটা গুজরাটের সানন্দের কারখানায় এই বছর এপ্রিল মাস থেকে বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু করবে বলে তথ্য প্রকাশ করেছে। Ford কোম্পানির কাছ থেকে আগের বছর কারখানাটি টাটা কিনেছিল এবং সেখানেই আইসিস মডেলের নির্মাণ কাজ ইতিমধ্যে চালু হয়েছে এবং এখান থেকেই ব্যাটারি চালিত গাড়ির উৎপাদন করা হবে।

এতো বাইক নয় যেন একটা হাতি, সবাইকে ধুলো চাঁটাতে আসছে Pulsar NS400 দেখুন একনজরে

গুজরাটের সানন্দে Tata Motors-এর বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের নতুন ঠিকানা

দিনের পর দিন টাটার বৈদ্যুতিক গাড়ি বিক্রি ঊর্ধ্বমুখী হচ্ছে, তবে টাটার কাছে এখনো পর্যন্ত চারটি মডেলের ইলেকট্রিক প্যাসেঞ্জার গাড়ি আছে যেগুলি হল Nexon EV, Tiago EV, Tigor EV ও সদ্য লঞ্চ হওয়া Punch EV. মার্কিন কোম্পানি ফোর্ডের কাছ থেকে কারখানাটি নিজেদের করার পর থেকেই জীবাশ্ম জ্বালানি গাড়ি তৈরীর কাজ চালু করে দেয়। তবে এখন বাজারে চাহিদা দেখে উৎপাদন ডাবল করতে কারখানাটিতে এপ্রিল মাস থেকেই বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে টাটা।

Tata Motors Sanand Plant

তবে সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এই কারখানা টি থেকে টাটার আসন্ন Curvv মডেলটি এখান থেকেই তৈরি হবে। টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র জানান “ আমরা এপ্রিল থেকে সানন্দে তৈরি করার পরিকল্পনা করছি আমরা আশা করছি যে, এই বছরের শেষের দিকে Harrier EV এবং Curvv-এর আইসিই (ICE) সংস্করণ তৈরি করতে পারব। আমাদের কিছু লঞ্চের পরিকল্পনা আছে, তাই শিল্পের সম্প্রসারণ এর দিকে লক্ষ্যে থাকবো।

নতুন আপডেটের পর বিরাট চমক নিয়ে হাজির Bajaj Pulsar N160, দেখুন দাম ও ফিচার্স

তিনি আরো বলেন “আমাদের অবস্থান খুবই সহজ যে আমরা কোনো নির্দিষ্ট প্রতিযোগীকে নিয়ে চিন্তিত নই। স্থানীয়করণ বা চার্জিং উন্নয়নের জন্য আগাম বিনিয়োগের সাথে ইভি স্পেসে অংশগ্রহণ করতে প্রস্তুত এমন যে কোনো প্রতিষ্ঠানকে স্বাগত জানাই। আমরা প্রতিযোগিতায় ভীত নই…আমরা কার্যকরভাবে প্রতিযোগিতার সাথে মোকাবিলা করছি, আমরা যা চাই তা হল একটি সমকক্ষের ময়দান।”

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment