নতুন আপডেটের পর বিরাট চমক নিয়ে হাজির Bajaj Pulsar N160, দেখুন দাম ও ফিচার্স

নতুন বছর শুরুর সাথে সাথেই বাজাজ কম্পানির তরফ থেকে তাদের লিডিং সেগমেন্ট Pulsar N160 বাইকটিতে একটি বড় আপডেট নিয়ে আসছে। লঞ্চের আগেই জানা গেছে N160 মডেলটিতে ফুল ডিজিটাল ইন্সটুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যার ফলে বাইকটি একটি দুর্দান্ত লুক পেয়েছে। লঞ্চের আগেই ইতিমধ্যে নতুন আপডেটের সাথে বাইক গুলি ডিলারশিপের কাছে পৌঁছে গেছে যেখান থেকেই এর দাম ফাঁস হয়েছে।

google news

2024 Bajaj Pulsar N160 লঞ্চের আগেই ডিলারদের কাছে পৌঁছে গেছে, সেখান থেকেই অটোওয়াল্ড ইউটিউব চ্যানেল একটি ভিডিওর মাধ্যমে বাইকটির রিভিউ করেছেন। যেখানে আমরা দেখতে পেয়েছি বাইকটিতে একটি নতুন ডিজিটাল ইন্সটুমেন্ট ক্লাস্টার যোগ করা হয়েছে।

Bajaj Pulsar N160 New Update

পালসারের আগের যেসব মডেলগুলি ছিল (N150,N160, N250) সেখানে প্রত্যেকটিতেই সেমি ডিজিটাল ইন্সটুমেন্ট ক্লাস্টার দেওয়া হতো। যেখানে দেখা যেত বড় অ্যানালগ ট্যাকোমিটার এবং ডান সাইডে একটি এলসিডি স্ক্রিন এর মাধ্যমেই বাইকের গতি, গিয়ার, সময় এবং ফুয়েল কতটা আছে তা জানা যেত।

হিরোর নতুন চমক Hero Xoom 160 ADV ফিচার্স জানলে আপনিও চমকে উঠবেন, জানুন বিস্তারিত

Bajaj Pulsar No USD Fork

বাজাজ এর আগে তাদের কোনো বাইক এবং স্কুটারে ব্লুটুথ কানেক্টিভিটি দেয়নি। সময়ের সাথে নিজেদের পাল্টাতে এইবার Pulsa N160 বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। কিন্তু সকলেই আশা করেছিল N160 মডেলটিতে আপ সাইড ডাউন ফর্ক দেওয়া হবে, দুর্ভাগ্যবশত নতুন আপডেটের পরেও বাজাজ তাদের এই বাইকটিতে USD ফর্ক অফার করেনি।

Bajaj Pulsar N160 New Update Instrument Cluster

Bajaj Pulsar N160 Features

ফিচারস এর কথা বলতে গেলে আপডেট হওয়া নতুন মডেলটিতে বড় সাইজের এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে। এর সাথেই মানুষের চোখের আদলে LED ডিআরএল এবং একটি প্রজেক্টর এলইডি হেডলাইট এর সাথেই পিছনের দিকে এলইডি টেল লাইট রয়েছে। মোবাইল চার্জ করার জন্য USB পোর্ট যুক্ত করা হয়েছে। একটি স্প্লিট সিট, মোটা সাইলেন্সার এবং মসকিউলার ফুয়েল ট্যাঙ্ক যোগ করা হয়েছে।

জোরদার টক্কর দিতে মাথা খারাপ করার মতো লুকের সাথে হাজির Hero Xtreme 125R দাম জানুন

Bajaj Pulsar N160 Engine & Break

বাইকটির ইঞ্জিনের ক্ষেত্রে সেই রকম পরিবর্তন করা হয়নি, এখানে পেয়ে যাচ্ছেন 164.82 cc যুক্ত সিঙ্গেল সিলিন্ডার BS6 ইঞ্জিন ব্রেকিং এর জন্য ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS. এই সমস্ত তথ্যগুলি ছাড়া এখনো পর্যন্ত আর বেশি কিছু জানা যায়নি, তবে আমরা খুব শীঘ্রই বাইকটি নিয়ে একটি বিস্তারিত তথ্য ও আপনাদের সামনে নিয়ে আসব।

2024 Bajaj Pulsar N160 Price

সংস্থাটি নতুন আপডেট যুক্ত N160 মডেলটিতে এক্স শোরুম দাম রেখেছে 1.33 হাজার টাকা। তবে স্থান পরিবর্তনে এর দাম কিছুটা পরিবর্তন হতে পারে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment