জোরদার টক্কর দিতে মাথা খারাপ করার মতো লুকের সাথে হাজির Hero Xtreme 125R দাম জানুন

বর্তমান সময়ে যেমন উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইকের চাহিদা বেড়েছে তেমনি সাধারণ মানুষ কম বাজেটে সুন্দর ডিজাইনের সাথে পারফরম্যান্স বাইক খোঁজ করছে। যার কারণেই ভারতের অন্যতম বাইক নির্মাতা কোম্পানি হিরো 125 CC সেগমেন্টের Hero Xtreme 125R বাজারে নিয়ে এসেছে। চলুন তাহলে নতুন লঞ্চ হওয়া হিরোর বাইকটি কত টাকা দাম এবং কি কি ফিচার রয়েছে তা জানা যাক।

google news

Hero Xtreme 125R Price in India

ইতিমধ্যে লঞ্চ হওয়া Xtreme 125R বাইকটি সাধারণ মানুষের কথা ভেবেই বানানো হয়েছে। যার দাম মধ্যবিত্ত নাগালের মধ্যেই রাখা হয়েছে, বাইকটি দুটি ভেরিয়ান্টের সাথে বাজারে পা রেখেছে বেস এবং টপ ভেরিয়েন্ট। বেস ভেরিয়েনটির এক্স শোরুম দাম 95 হাজার টাকা থেকে শুরু এবং সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত টপ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 99 হাজার টাকা। এই বাইকটি আপনি শোরুম থেকে কিনতে পারবেন 20 ফেব্রুয়ারি 2024 থেকে।

Hero Xtreme 125R

Hero Xtreme 125R Features

Xtreme 125R মডেলটি একটি বাজেট বাইক হলেও এখানে দুর্দান্ত আকর্ষণীয় ডিজাইন স্পোর্ট লুক এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বাইক প্রেমীদের আকর্ষিত করার জন্য স্পটি লুক যুক্ত এলইডি হেডলাইট পিছনের দিকে সুন্দর টেল লাইট অফার করা হয়েছে। ডিজিটাল ইন্সটুমেন্ট ক্লাস্টার এবং সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে যা দামের দিক থেকে একদম মানানসই।

আকর্ষণীয় ডিজাইন এবং পাওয়ারফুল ইঞ্জিনের সাথে লঞ্চ হলো Hero Mavrick 440 Price in India জানুন

Hero Xtreme 125R Instrument Cluster

Hero Xtreme 125R Specification 

Bike NameHero Xtreme 125R
Hero Mavrick 440 Price In India 95 K TO 99 K (Ex- Showroom)
Engine 125cc BS6 (Sprint-EBT) 
Torque Not Know
Power 11.4 BHP
Gearbox 5 Speed Gearbox 
Features Digital Instrument Cluster, ABS, USB charging port

Hero Xtreme 125R Engine

হিরোর এই নতুন বাইকটিতে ব্যবহার করা হয়েছে 125 CC যুক্ত Sprint-EBT BS6 ইঞ্জিন যার মাধ্যমে একটি স্মুথ রাইডিং এর সাথে ফাস্ট রেসপন্স টর্কের এর সুবিধা উপভোগ করতে পারবেন। এই ইঞ্জিনটি 5.9 সেকেন্ডে 0-60 কিলোমিটার গতি তুলতে সক্ষম, এছাড়া 66 kmpl মাইলেজ পেয়ে যাবেন বাইকটি থেকে।

দুর্দান্ত ডিজাইন এবং ফিচার্স নিয়ে টক্কর দিতে আসছে New Tata Harrier EV Price দেখুন

Hero Xtreme 125R Brake & Suspense

বাইকটির গতি নিয়ন্ত্রণ করার জন্য সামনের চাকায় বড় সাইজের 276 mm ডিস্ক ব্যবহার করা হয়েছে। স্মুথ রাইডিং এর অভিজ্ঞতা পেতে পিছনের দিকে ব্যবহার করা হয়েছে 37 mm এর শোভার এডজাস্টেবল মনোসক সাসপেন্স এবং সামনের দিকে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক।

হিরোর এই নতুন বাইকটি ইতিমধ্যে ভারতীয় বাজারে উপস্থিত TVS Raider 125 এর সাথে সরাসরি মোকাবিলা করবে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment