দুর্দান্ত ডিজাইন এবং ফিচার্স নিয়ে টক্কর দিতে আসছে New Tata Harrier EV Price দেখুন

Subham

Updated on:

New Tata Harrier EV

New Tata Harrier EV Price: বর্তমান সময়ে মানুষের ঝোঁক পেট্রোল ডিজেল চালিত গাড়ি থেকে ইলেকট্রিক গাড়ি অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ির দিকে বেড়েছে। যার কারণেই বিভিন্ন গাড়ি নির্মাতা কোম্পানিগুলি নতুন নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে আসছে।

google news

মালবাহী গাড়ি এবং প্যাসেঞ্জার গাড়ি নির্মাতা কোম্পানি Tata কিছুদিন আগেই Tata Punch EV ভারতীয় বাজারে লঞ্চ করেছে। তবে এখন বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে টাটা খুব শীঘ্রই তাদের Tata Harrier EV লঞ্চ করতে পারে।

Tata Harrier খুব কম সময়ে ভারতীয়দের মন জয় করে নিয়েছে, যার কারণেই সংস্থাটি এই মডেলের একটি ইলেকট্রিক ভেরিয়েন্ট নিয়ে আসতে চলেছে। তবে Tata Harrier EV একটি ইলেকট্রিক এসইউভি গাড়ি হবে। আসন্ন এই কনসেপ্ট যুক্ত গাড়িটিকে টাটা কোম্পানি 2023 সালে অটো এক্সপো ইভেন্টের মাধ্যমে সকলের সামনে প্রকাশ করেছিল।

New Tata Harrier EV price

আপনাদের সকলকে জানিয়ে রাখি Tata Harrier EV গাড়িটির পেটেন্ট ছবি সম্প্রতি ইন্টারনেটের মাধ্যমে ফাঁস হয়েছে। যেখানে দেখা গেছে গাড়িটি খুব সুন্দর লুকের সাথে আসছে। চলুন তাহলে New Tata Harrier EV Price এবং লঞ্চ ডেটের ব্যাপারে বিস্তারিত জানা যাক।

Oppo Reno 11 সিরিজের আরও একটি নতুন ফোন বাজারে আসতে চলেছে Oppo Reno 11F 5G নামে

New Tata Harrier EV Price

নতুন টাটা হেরিয়ার ইভি গাড়িটির দামের ব্যাপারে যদি কথা বলা হয়, তাহলে বলব টাটা কোম্পানির তরফ থেকে এখনো পর্যন্ত আসন্ন Harrier EV-র ব্যাপারে কোনোরকম তথ্য প্রকাশ করেনি। তবে কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে ভারতীয় বাজারে এই গাড়িটির দাম 30 লাখ টাকা থেকে শুরু হতে পারে এবং টপ ভেরিয়েন্ট মডেলের দাম 35 লাখ টাকা পর্যন্ত হবে।

New Tata Harrier EV Launch Date

টাটা কোম্পানির আসন্ন এই গাড়িটি দুর্ধর্ষ EV SUV মডেলের একটি গাড়ি হবে বলে মনে করা হচ্ছে। এই গাড়িটিতে সংস্থার তরফ থেকে দুর্দান্ত ফিচারস দেখতে পাওয়া যাবে, আপনাদের যদি New Tata Harrier EV Launch Date এর ব্যাপারে বলি তাহলে বলবো বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে আসন্ন নতুন মডেলের এই গাড়িটি সম্ভবত 2025 সালে লঞ্চ হতে পারে।

New Tata Harrier EV Design (সম্ভাব্য)

টাটা হেরিয়ার হল টাটা কোম্পানির সবথেকে কম সময়ে জনপ্রিয়তা প্রাপ্ত গাড়ি। যার কারণেই সংস্থাটি এই মডেলের ইলেকট্রিক ভ্যারিয়েন্ট আনতে চলেছে। সম্প্রতি ইন্টারনেটের মাধ্যমে Harrier EV গাড়িটির ডিজাইন ফাঁস হয়েছে, ফাঁস হওয়া ডিজাইন থেকে দেখা যাচ্ছে গাড়িটি অনেকটা Futuristic ডিজাইনের সাথে আসবে।

New Tata Harrier EV

ডিজাইনটি থেকে বোঝা যাচ্ছে এই গাড়িতে নতুন নতুন অনেক জিনিস ব্যবহার করা হয়েছে যা গাড়িটিকে অন্যান্য গাড়ির তুলনায় অনেকটা আকর্ষণীয় করবে। এখানে সামনের দিকে বড় এবং স্টাইলিশ সাদা এবং কালো রঙের মিশ্রনের গ্রিল রয়েছে। এর সাথেই এলইডি ডিআরএল এবং চমৎকার টেল লাইট দেখতে পাওয়া যাবে।

এই স্পেসিফিকেশন গুলির সাথে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Galaxy M55 5G, কি ফিচার্স থাকছে জানুন

Tata Harrier EV Specifications 

Car NameTata Harrier EV
Category EV SUV
Seats 5 Seater 
Launch Date2025 (Expected)
Price 30 Lakh To 35 Lakh (Expected)
Features Digital Instrument Cluster, Panoramic Sunroof, Ambient Lighting, Ventilated Seats (Expected)
Motor Dual Motor
Power180 KW+ (Estimated)
Safety Features ABS, EBS, 7 Airbags, ADAS,  Tyre Pressure Monitoring System, 360° Camera (Estimated)

Tata Harrier EV Battery & Range

আসন্ন টাটার এই গাড়িটি OMEGA Arc প্লাটফর্মের উপর তৈরি করা হচ্ছে, Tata Harrier EV Battery-র কথা যদি বলা হয় এখানে অফার করা হয়েছে Nexon EV থেকেও বড় এবং পাওয়ারফুল ব্যাটারি। সাথেই মোটরের কথা যদি বলা হয় গাড়িটি দুটি মোটর এর সাথে আসবে এবং 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অনায়াসেই দিতে সক্ষম।

Tata Harrier EV Features

টাটা তাদের প্রত্যেকটি গাড়িতেই ফিচার ভরে ভরে দেয়, এক্ষেত্রেও এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে12.3 ইঞ্চির টাচ স্ক্রিন, হিট নিয়ন্ত্রিত সামনের সিট এছাড়াও প্যানারোমিক সানরুফ দেখতে পাওয়া যাবে।

সেফটির দিক থেকে টাটার কাছে অন্যান্য কোম্পানিরা অনেক পিছিয়ে, এক্ষেত্রে এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে সাতটি এয়ার ব্যাগ, ESP,ADAS, এবং টায়ার পেশার মনিটরিং সিস্টেম। সাথেই থাকছে 360 ডিগ্রী ক্যামেরার মতো সুবিধা।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment