আকর্ষণীয় ডিজাইন এবং পাওয়ারফুল ইঞ্জিনের সাথে লঞ্চ হলো Hero Mavrick 440 Price in India জানুন

Hero Mavrick 440 Price in India ভারতীয় বাজারে সব থেকে বেশি বিক্রি হওয়া বাইক হল হিরো কোম্পানির। হিরো তাদের বাইক গুলিতে দমদার পারফরম্যান্সের জন্য অনেক জনপ্রিয়। অনেকদিন ধরেই Hero Mavrick 440 বাইকটির জন্যও বহু বাইক প্রেমি অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হিরো তাদের Hero Mavrick 440 বাইকটি বাজারে লঞ্চ করে দিয়েছে।

google news

হিরোর এই নতুন বাইকের ব্যাপারে যদি বলা হয় Hero Mavrick 440 বাইকটি অন্যান্য বাইকের তুলনায় আকর্ষণীয় লুকের সাথে এবং পারফরম্যান্স নিয়ে হাজির হয়েছে। Mavrick 440 বাইকটির ডিজাইন নতুন প্রজন্মের কথা ভেবে রাখা হয়েছে, যা খানিকটা Harley X440 রোড স্টার মডেলের মতো করা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Hero Mavrick 440 Price in India.

Hero Mavrick 440

Hero Mavrick 440 Price in India (সম্ভাব্য)

Hero Mavrick 440 বাইকটি পাওয়ারফুল ইঞ্জিনের সাথে লঞ্চ করা হয়েছে, এই বাইকটির দামের ব্যাপারে যদি বলা হয় তাহলে বলবো এখনো পর্যন্ত হিরো কোম্পানির তরফ থেকে দামের ব্যাপারে কোনোরকম তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এই বাইকটির দাম 2 লাখ টাকা থেকে 2.2 লাখ টাকার মধ্যে হতে পারে। Mavrick 440 বাইকটির বুকিং ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে এবং 2024 সালের এপ্রিল মাস থেকে ডেলিভারি চালু হবে।

দুর্দান্ত ডিজাইন এবং ফিচার্স নিয়ে টক্কর দিতে আসছে New Tata Harrier EV Price দেখুন

Hero Mavrick 440 Features

হিরো কোম্পানির সবথেকে পাওয়ারফুল বাইকের মধ্যে একটি হলো Mavrick 440. বাইকটির ডিজাইন Harley X440 রোড স্টার বাইকটি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে লঞ্চ হওয়া বাইকটি তিনটি ভেরিয়েন্টের সাথে দেখতে পাওয়া যাবে, বেশ মডেল, মিড এবং টপ মডেল। ফিচারের ব্যাপারে সামনের দিকে অসাধারণ দেখতে এলইডি হেডলাইট এবং পিছনের দিকে আকর্ষণীয় টেল লাইট দেওয়া হয়েছে এর সাথেই বাইকটিতে পেয়ে যাচ্ছেন ডিজিটাল ইন্সটুমেন্ট ক্লাস্টার, ডুয়েল চ্যানেল ABS, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং দুটি চাকাতেই ডিস ব্রেক অফার করা হয়েছে।

Hero Mavrick 440 Headlight

বাইকটির টপ ভেরিয়েন্ট মডেলটিতে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটি কানেক্ট করতে পারবেন।

Hero Mavrick 440 Specification 

Bike NameHero Mavrick 440
Hero Mavrick 440 Price In India 2 Lakhs To 2.22 Lakhs (Estimated)
Engine 440cc BS6 Single Cylinder Engine 
Torque 36nm
Power 27BHP
Gearbox 5 Speed Gearbox 
Features Analog Instrument Cluster, Bluetooth Connectivity, ABS, USB charging port

Hero Mavrick 440 Engine

Mavrick 440 হিরো কোম্পানির দমদার ইঞ্জিন যুক্ত বাইক, বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি 440 CC যুক্ত সিঙ্গেল সিলিন্ডার BS6 ইঞ্জিন। এই ইঞ্জিনটিতে আপনি 5 স্পিড গিয়ার বক্স দেখতে পাবেন এবং ইঞ্জিনটি সর্বোচ্চ 27 BHP পাওয়ারের সাথেই 36 Nm টর্ক প্রদান করতে সক্ষম।

Hero Mavrick 440 Competitor

হিরোর এই নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইকটি ভারতীয় বাজারে আলাদাই একটা চমক আনতে চলেছে। এর সাথেই ইতিমধ্যে ভারতীয় বাজারে উপস্থিত Royal Enfield Himalayan, Honda CB 500X, KTM 390 Adventure বাইকগুলোর সাথে সরাসরি টক্কর দেখতে পাওয়া যাবে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment