Vivo G2 প্রথম ‘জি’ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে চলেছে ভিভো, সামনে এলো স্পেসিফিকেশন

Vivo G2: সম্প্রতি একটি লিক হওয়া তথ্য থেকে জানা গেছে Vivo কোম্পানি তাদের একটি নতুন স্মার্টফোন বাজারে আনার জন্য কাজ চালাচ্ছে। গুগল প্লে কনসোল সার্টিফিকেশন সাইটে তাদের এই নতুন মডেল Vivo G2 -র দেখা মিলেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু ভিভোর G সিরিজের স্মার্টফোন বাজারে আসেনি, এক্ষেত্রে লক্ষ্যণীয় যে ডিভাইসটির এই নাম হয়তো পরিবর্তন হতে পারে। তবে গুগল প্লে কনসোল ডাটাবেসে এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং রেন্ডার সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। যেগুলি আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব।

google news
Vivo G2

Vivo G2 Google Play Console Render

ভিভো তাদের এই G2 ডিভাইসটি PD2318 মডেল নম্বরের সাথে Google প্লে কনসিলের সাইটে যুক্ত করা হয়েছে। রেন্ডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই স্মার্টফোনটিতে কাটআউট যুক্ত পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে, এর সাথেই স্কিনের নিচের দিকে একটি সামান্য চওড়া চীন থাকবে বলে জানা গেছে। এই রেন্ডারে জানা গেছে ডিভাইসটির কালার নীল রঙের হবে যা খানিকটা Vivo Y78 এবং Vivo Y78 M মডেলের মতো দেখতে হবে।

Vivo G2 Camera

রেন্ডার এ প্রকাশিত ভিভোর নতুন মডেলটিতে পিছনের দিকে একটি সুন্দর বর্গাকার ডুয়েল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। তবে এখানে দুটি ক্যামেরার সেন্সর কত মেগাপিক্সেলের থাকবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত সেই রকম কোন তথ্য পাওয়া যায়নি। তবে মনে করা হয় অবশ্যই ক্যামেরা দুটি ভালো কোয়ালিটির দেওয়া হবে কারণ, আমরা জানি ভিভোর ক্যামেরা খুবই চমৎকার।

আপকামিং Vivo G2 মডেলটিতে দেওয়া হবে Media Tek MT6833 প্রসেসর যেটিতে 2.2 GHz -এ দুটি Cortex-A76 এবং 2GHz-এ ছয়টি Cortex-A55 কোর রয়েছে। এই প্রসেসরটি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 এর সাথে খানিকটা মিল আছে, বর্তমানে এটি ডাইমেনসিটি 6020 এর রিব্র্যান্ড করা হয়েছে। স্মার্টফোনটিতে 6 GB Ram দেওয়া থাকবে বলে জানা গেছে এবং ডিভাইসটি Android V13 অপারেটিং সিস্টেমে চলবে।

আপনাদের জেনে রাখা ভালো গতবছর অক্টোবর মাসে চীনের বাজারে Vivo Y78 (t1) এবং Y78m (t1) লঞ্চ হয়েছিল। এই দুটি স্মার্ট ফোনেতেই MediaTek Dimensity 6020 প্রসেসর অফার করা হয়েছে এবং কনসোল সার্টিফিকেসন লিস্টিং অনুযায়ী Vivo G2 ডিভাসটিতেও এই প্রসেসরই দেয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে আমরা Vivo G2 স্মার্টফোনটি নিয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব.

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment