গেমিং অনুভূতি বদলাতে ড্রাগন এডিসন নিয়ে হাজির Red Magic 9 Pro, রয়েছে চমকানোর মতো ফিচার্স

রেড ম্যাজিক মোবাইল নির্মাতা কোম্পানি খুব শীঘ্রই চীনের বাজারে স্পেশাল ড্রাগন এডিশনের Red Magic 9 Pro স্মার্টফোনটি আনতে চলেছে। কিছুটা রহস্যময় ভাবে সংস্থাটি একচেটিয়া প্রকাশের জন্য নতুন কনফিগারেশন, নতুন রং এবং নতুন একটি পরিবেশের মাধ্যমে টিজার প্রকাশ করেছে।

google news

ইয়ার অফ দ্য ড্রাগণ লিমিটেড এডিশন Red Magic 9 Pro মডেলটি ট্রান্সপারেন্ট সিলভার কালারের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। চাইনিজ ড্রাগনের প্রতি শ্রদ্ধার জানানোর জন্য সুন্দরভাবে সাজানো সাদা বা রূপালী রঙের বিশেষ নকশার মাধ্যমে প্রকাশ করা হবে। ডিজাইনটি সম্পর্কে আরো বিস্তারিত পড়ে জানা যাবে বলে মনে করা হচ্ছে। স্মার্টফোনটিতে নতুন মেমোরি এবং স্টোরিজ কনফিগারেশন যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। আসুন তাহলে আসন্ন এই স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য পাওয়া গেছে তা জানা যাক।

Red Magic 9 Pro Dragon Limited Edition

Red Magic 9 Pro Specification

স্পেশাল এডিশনের এই ডিভাইসটিতে 6.8 ইঞ্চির বড় সাইজের ডিসপ্লে যোগ করা হয়েছে, এছাড়াও পারফর্ম করার জন্য লেটেস্ট snapdragon প্রসেসর থাকছে। উল্লেখযোগ্য, এখানে আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সুরক্ষা প্রদানের জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করা হয়েছে, আরও বিস্তারিত বৈশিষ্ট্যগুলি নিচে সুন্দরভাবে দেওয়া হয়েছে।

হ্যাং শব্দটি মুছে ফেলতে বিশ্বের প্রথম 24 জিবি LPDDR5T র‍্যাম যুক্ত স্মার্টফোন নিয়ে আসছে Redmi K70 Ultra

Red Magic 9 Pro Display

যেহেতু স্মার্টফোনটি গেমিংয়ের জন্য জনপ্রিয় তাই এখানে অফার করা হয়েছে একটি 6.8 ইঞ্চির বড় সাইজের ফুল এইচডি+ OLED ডিসপ্লে। 120 Hz রিফ্রেশ রেটের সাথে 1600 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, এছাড়াও ডিসপ্লেটি একটি সুন্দর স্লিম বেজেল লেস ডিজাইনের সাথে উপস্থাপন করা হয়েছে। যেখানে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত থাকবে।

Red Magic 9 Pro Camera

চমৎকার এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে, যার মাধ্যমে দুর্দান্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা পেতে পারেন। এছাড়াও সামনের দিকে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য অফার করা হয়েছে 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেন্সর।

Samsung Galaxy F55 5G ও Samsung Galaxy M55 5G এই দুটি স্মার্টফোন খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

Red Magic 9 Pro Processor

আমরা সকলেই জানি গেমিং ফোনেতে শক্তিশালী প্রসেসরের দরকার হয়, যেই কারণে লিমিটেড এডিশন এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcom Snapdrag 8 Gen 3 লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে, এছাড়া অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া হয়েছে Android v14 যা Redmagic OS 9.0 কাস্টমস স্কিনে রান করবে।

Red Magic 9 Pro Battery

উচ্চ ক্ষমতা সম্পন্ন স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 6500 mAh যুক্ত বিশাল শক্তিশালী ব্যাটারি। শক্তিশালী এই ব্যাটারীটি কে চার্জ করার জন্য অফার করা হয়েছে 80 ওয়াটের USB Type-C ফার্স্ট চার্জার। এছাড়া অন্যান্য ফিচার হিসেবে রয়েছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, মিউজিকের জন্য ডুয়েল স্পিকার এবং তিনটি মাইক্রোফোন।

ড্রাগন লিমিটেড এডিসন যুক্ত স্মার্ট ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা পরবর্তীকালে নিয়ে আসবো। এই ধরণের মোবাইল সম্পর্কে খবর আগে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটিতে নোটিফিকেশন অফশনটি অন করতে ভুলবেন না।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment