বছরের শুরুতেই ভারতের বাজারে মটোরোলা তাদের Motorola G34 5G লঞ্চ করেছে, এর পরে সংস্থাটি G সিরিজের নতুন একটি মডেল নিয়ে হাজির। মডেলটির নাম রাখা হয়েছে Moto G Play এই ডিভাইসটি প্রথম 2022 সালে সকলের সামনে আনা হয়েছিল, কিন্তু এখন মডেলটিতে নতুন কিছু ফিচার যোগ করে Moto G Play (2024) লঞ্চ হতে চলেছে।
ডিভাইসটি আপগ্রেডের পর এখানে Qualcomm Snapdragon 680 প্রসেসর, 5000 mAh এর ব্যাটারি এবং ক্যামেরার উপর ভালো রকম কাজ করা হয়েছে। আসুন তাহলে সংস্থাটির নতুন Moto G Play (2024) স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জানা যাক।
Moto G Play (2024) Specification
স্পেসিফিকেশন বলতে আপগ্রেড করা এই স্মার্টফোনটিতে যোগ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা পাওয়ার বাটানেই থাকবে। থাকছে 6.5 ইঞ্চির কেন্দ্রীভূত পাঞ্চ হোল ডিসপ্লে 500 নীট পিক ব্রাইটনেস যা 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনটির ডিজাইন চওড়া বেজেলের সাথে রাখা হয়েছে।
Samsung কম্পানির নতুন লঞ্চ হতে যাওয়া Samsung Galaxy A35 ফোনটির পুরো Specification সামনে চলে এল
Moto G Play (2024) Camera
ক্যামেরার মামলায় Motorola কিন্তু আগের থেকে অনেকটাই এগিয়ে, এই স্মার্টফোনটিতে যোগ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর যা এলইডি ফ্লাসলাইট এর সাথে সুন্দর মানিয়েছে। সামনের দিকে রয়েছে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যদিও এর আগের মডেলটিতে ট্রিপিল ক্যামেরা সেটাপ দেওয়া ছিল যা 16+2+2 মেগাপিক্সেলের।
Moto G Play (2024) Display
Motorola কিন্তু প্রথম থেকেই তাদের স্মার্টফোনগুলিতে দুর্দান্ত ডিসপ্লে দিয়ে থাকে, এক্ষেত্রেও তারা ডিভাইসটিতে ব্যবহার করেছে 6.5 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে যেখানে রেজুলেশন দেওয়া হয়েছে 720×1600 এক্সেলের নিট পিক ব্রাইটনেস থাকছে 500 এবং ডিসপ্লেটি তে 90 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে যা ডিভাইসটিকে অনেকটা স্মুথ করতে সাহায্য করবে। ডিসপ্লেটির সুরক্ষার জন্য অফার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3.
Realme Note 50 লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেল দেখুন কি কি ফিচার থাকছে
Moto G Play (2024) Processor
যেহেতু এই মডেলটিকে নতুন ভাবে আপডেট করা হয়েছে তাই এখানে প্রসেসর দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 680 এই প্রসেসরটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজ ডিভাইসটিতে রাখা হয়েছে যা 6 GB পর্যন্ত র্যাম বাড়ানো যাবে এবং এসডি কার্ডের মাধ্যমে ডিভাইসটির স্টোরেজ ও বাড়ানোর সুবিধা দেওয়া হয়েছে। তবে এই স্মার্টফোনটি Android v13 অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলবে।
Moto G Play (2024) Battery & Charger
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারীটি চার্জ করার জন্য 15 ওয়াটের USB Type-C চার্জার দেওয়া হয়েছে। মোটোরোলার এই স্মার্টফোনটিতে সর্বোচ্চ চার্জিং পাওয়ার বাড়ানোর জন্য 20 ওয়াটের মটোরোলা টার্বো চার্জার ব্যবহার করতে পারেন, তবে এই চার্জারটি কিন্তু মোবাইলটির সাথে পাবেন না আপনাকে বাইরে থেকে কিনতে হবে।
Moto G Play (2024) Price
এই স্মার্টফোনটি এখনো পর্যন্ত স্যাফায়ার ব্লু কালারের সাথে দেখা গেছে এবং এই মোবাইলটির দাম রাখা হয়েছে 150 ডলার যা ভারতীয় মূল্যে প্রায় 12,500 টাকা। তবে ডিভাইসটি ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সকলে নিতে পারবেন। তবে এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে এই স্মার্টফোনটি ভারতের বাজারে আসবে কিনা সেই বিষয়ে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি।
মোটো রোলার এই নতুন স্মার্টফোনটি কবে ভারতের লঞ্চ হবে এবং আরো বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারেন, প্রয়োজনে নোটিফিকেশন অপশনটি অ্যালাউ করতে পারেন।