Realme Note 50 লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেল দেখুন কি কি ফিচার থাকছে 

সম্প্রতি একটি খবর টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে Realme তাদের নোট সিরিজের Realme Note 1 এবং Realme Note 50 খুব শীঘ্রই ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হবে বলে জানা গেছে। কালকেই অনলাইনের মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যা কিনা Realme Note 1 হবে বলে মনে করা হচ্ছে। তারপরেই Realme Note 50 নামে একটি স্মার্টফোন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশন কমিশনের অফিসিয়াল সাইটে দেখা গেছে, তবে এই নামটি নিশ্চিত করে ব্লুটুথ এস আইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন প্লাটফর্মে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

google news
Realme Note 50

Realme Note 50 অনুমোদন পেয়ে গেল Bluetooth SIG-এর 

ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের (Bluetooth SIG) তরফ থেকে রিয়েলমির এই ডিভাইসটি মডেল RMX3834 নাম্বারের সাথে ছাড়পত্র পেয়েছে নিশ্চিত করা হয়েছে যে, এই নতুন ডিভাইসটি রিয়েলমি নোট 50 নামে বাজারে আত্মপ্রকাশ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নতুন ডিভাইসটিতে কি কি ফিচার থাকতে চলেছে।

Oppo কম্পানির আরও একটি নতুন ফোন বাজারে আস্তে চলেছে Oppo Reno 11F 5G নাম নিয়ে

Realme তরফ থেকে ডিভাইসটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির এলসিডি ডিসপ্লে প্যানেল যেখানে HD+ রেজুলেশন থাকবে। তবে মনে করা হচ্ছে এই ডিসপ্লেটি বাজেট অনুসারে ডিভাইসটির সাথে ম্যাচ করবে। এর সাথেই ফটোগ্রাফি অভিজ্ঞতা বাড়ানোর জন্য 13মেগাপিক্সেলের এ আই (AI) লেন্স যুক্ত পেছনের দিকে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে এবং সামনের দিকে সেলফি তোলার জন্য থাকবে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

Realme Note 50

পারফরমেন্স করার জন্য Realme তাদের এই ডিভাইসটিতে অফার করেছে Unisok T612 প্রসেসর যাকিনা বাজেট রেঞ্জ হিসাবে সঠিক দেওয়া হয়েছে। এর সাথেই ডিভাইসটি 6GB র‌্যাম এবং Android v13 অপারেটিং সিস্টেম থাকবে বলে গিকবেঞ্চ (GeekBench) সাইটে নিশ্চিত করা হয়েছে ।

Realme Note 50 ডিভাইসটিতে ব্যাটারি ব্যাকআপের জন্য দেখা যেতে পারে 5000 mAh এর 10 ওয়াটের USB Type-C  চার্জার, এই চার্জারের মাধ্যমে এক ঘন্টা থেকে দু’ঘণ্টার মধ্যে ব্যাটারীটি সম্পূর্ণ চার্জ করা যাবে।

আপনাদের জানিয়ে রাখি রিয়েলমি তাদের ইন্দোনেশিয়ার বাজারে আগামী 24 জানুয়ারিতে Realme Note 1 ডিভাইসটি লঞ্চ করবে বলে জানা গেছে। বেশিরভাগ সময়েই আমরা দেখেছি যে সমস্ত ডিভাইসগুলি ব্লুটুথ এসআইজি-এর ডেটাবেসে পৌঁছায় তার প্রায় এক মাসের মধ্যেই সেইসব ডিভাইসগুলি লঞ্চ হয়। তাই মনে করা হচ্ছে ডিভাইসটি এই বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। 

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment