Realme Note 1 : 108 মেগাপিক্সেল ক্যামেরা OLED ডিসপ্লে নিয়ে বাজারে আসছে, রইল ছবি

Realme তাদের স্মার্টফোন পোর্টফোলিওতে একটি নতুন Note সিরিজ যুক্ত করার ঘোষণা করলো আজকে। বিস্ময়কর ব্যাপার হল এই ঘোষণা করার খানিকটা পরেই Realme Note 1 সিরিজটির স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়ে গেছে। X প্ল্যাটফর্মের একজন ইউজার (@ThisGood15) স্পেসিফিকেশন সম্বন্ধিত একটি পোস্ট শেয়ার করেছেন। তবে শেয়ার করা তথ্য অনুযায়ী এটি Realme Note 1 স্মার্টফোনের অফিসিয়াল প্রেজেন্টেশন স্লাইড বলে মনে করা হচ্ছে। এই স্লাইড এর মাধ্যমে ডিভাইসটির ফিচারের সাথে লঞ্চের তারিখও ফাঁস হয়েছে।

google news

আসুন তাহলে দেখে নেওয়া যাক লিক হওয়া তথ্য অনুযায়ী Realme Note 1 ডিভাইসটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং লঞ্চের তারিখ।

Realme Note 1 Specification

শেয়ার করা প্রেজেন্টেশন স্লাইড অনুসারে ডিভাইসটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি OLED ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এখানে 5000 mAh এর ক্যাপাসিটি যুক্ত একটি ব্যাটারি থাকছে এবং এই ডিভাইসটিতে ট্রিপিল ক্যামেরা সেটআপ অফার করা হয়েছে। আরও বিস্তারিত স্পেসিফিকেশনগুলি নিচে আমরা সুন্দরভাবে দিয়েছে।

Realme Note 1 specification

Realme Note 1 Camera

রিয়েলমি তাদের প্রত্যেকটি ডিভাইসে দুর্দান্ত ক্যামেরা প্রদান করে থাকে, তেমনি এখানেও ট্রিপিল ক্যামেরা সেটাপ অফার করা হয়েছে। যেখানে পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। অন্যদিকে ডিভাইসটির সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে আপনি সহজেই ভিডিও কলিং এর সুবিধা উপভোগ করতে পারবেন।

Xiaomi 14 Ultra: বিস্ময়কর অদৃশ্য ক্যামেরা নিয়ে স্মার্টফোন কম্পানি গুলিকে টক্কর দিতে আসছে শাওমি

Realme Note 1 Display

রিয়েল মির এই নতুন ডিভাইসটির ডিসপ্লেটির কথা যদি বলা হয় এখানে দেওয়া হয়েছে একটি 6.67 ইঞ্চির ফুল এইচডি OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 120 Hz রিফ্রেস রেট সাপোর্ট করে। যার মাধ্যমে ডিভাইসটি অনেক স্মুথ চলবে। ডিসপ্লেটির কোয়ালিটি অনুযায়ী এটির মাধ্যমে আপনি দুর্দান্ত সিনেমা উপভোগ করতে পারবেন।

Realme Note 1 Processor

প্রসেসরের কথা যদি বলা হয় সেই দিক থেকে এখানে আপনি পেয়ে যাচ্ছেন MediaTek Dimencity 7080 চিপসেট যা এই ডিভাইসটির জন্য সঠিক প্রসেসর বলে মনে করা হচ্ছে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসেবে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মিউজিকের অনুভূতি বাড়ানোর জন্য ডুয়েল স্পিকার সিস্টেম অফার করা হয়েছে।

OnePlus হোক বা iPhone দুর্ধষ ছাড়ে নিজের পকেটে করুন Amazon Sale এর মাধ্যমে

Realme Note 1 Battery & Charger

এত সুন্দর ডিভাইসটিতে পাওয়ার সাপ্লাই করার জন্য দেওয়া হয়েছে 5,000 mAh ক্যাপাসিটি যুক্ত একটি শক্তিশালী ব্যাটারি এবং এই ব্যাটারীটি চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি USB Type-C চার্জার। এই চার্জারের মাধ্যমে আপনি খুব সহজেই ব্যাটারিটি 1 ঘন্টা থেকে 1:30 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন।

Realme Note 1 Launch Date

ডিভাইস স্পেসিফিকেশন গুলি দেখে অনুমান করা হচ্ছে এটি একটি মিড রেঞ্জ সেগমেন্টের ডিভাইস হবে এবং এই ডিভাইসটি লঞ্চের পর সরাসরি টক্কর দিতে পারে Infinix Note 30 এবং Redmi Note 13 মডেলগুলিকে। প্রেজেন্টেশন স্লাইড টি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে “24.1” লেখা আছে। এই লেখা অনুযায়ী মনে করা হচ্ছে এই দিনেই লঞ্চ করা হবে। যদি এই ধারণা ঠিক হয় তাহলে আগামী জানুয়ারি মাসের 24 তারিখে ডিভাইসটি লঞ্চ হতে পারে।

আপনাদের প্রথমেই জানিয়ে রেখেছি যে একজন ইন্দোনেশিয়ার X প্লাটফর্ম ব্যবহারকারী এই তথ্য ফাঁস করেছেন। জানা গেছে রিয়েলমির ইন্দোনেশিয়ার শাখার গ্লোবাল প্রেসিডেন্ট নিজেই এই পোস্টটি রিটুইট করেছেন। যেখানে হেডিং টিতে লেখা ছিল “নোট ফ্রম ইন্দোনেশিয়া” সেই দিক থেকে দেখলে এই মডেলটি সবথেকে প্রথমে ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে। যদিও সংস্থার তরফ থেকে এখনো টিজার পোস্টার রিলিজ না করা পর্যন্ত এই তথ্যটি সত্য হলে খানিকটা মনে করা হচ্ছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment