Xiaomi 14 Ultra: বিস্ময়কর অদৃশ্য ক্যামেরা নিয়ে স্মার্টফোন কম্পানি গুলিকে টক্কর দিতে আসছে শাওমি

গত বছর নভেম্বর মাসে শাওমি তাদের দুটি মডেল লঞ্চ করেছিল Xiaomi 14 এবং Xiaomi 14 Pro অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল শাওমি এই লাইন আপের আরো একটি মডেল নিয়ে আসবে। যদিও সংস্থা তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি। তবে এখন একটি রিপোর্ট থেকে খবরটি সামনে এসেছে যে, শাওমি তাদের সব থেকে প্রিমিয়াম মডেল Xiaomi 14 Ultra নিয়ে আসতে চলেছে।

google news

শাওমির এই নতুন ডিভাইস Xiaomi 14 Ultra স্মার্টফোনটির কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে এবং ডিভাইসটির সেলফি ক্যামেরা সম্বন্ধে বিস্ময়কর একটি তথ্য পাওয়া গেছে ।

Xiaomi 14 Ultra

Xiaomi 14 Ultra Specification

শাওমির এই নতুন মডেলটিতে একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা দেওয়া হতে পারে বলে এমনটাই জিএসএম চায়না দাবি করেছে। তবে এখানে দুটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি লঞ্চ করা হবে যেখানে একটি মডেলে থাকবে আন্ডার ডিসপ্লে ক্যামেরা এবং অন্য মডেলটিতে স্ট্যান্ডার্ড সেলফি ক্যামেরা দেওয়া হবে। ক্যামেরা সম্পর্কে আরো কিছু তথ্য পাওয়া গেছে যেখানে স্ট্যান্ডার্ড ক্যামেরা যুক্ত মডেলটি “অরোরা” (aurora) এবং “অরোরাপ্রো” (aurorapro) কোডনেম ব্যবহার করা হবে, এবং আন্ডার-ডিসপ্লে ক্যামেরা মডেলটিতে কোডনেম “শাওমি সুইরেন” (Xiaomi Suiren) থাকবে।

Samsung S21 FE 5G ফোনটির ওপর এল 20,000 টাকা পর্যন্ত ছাড়, থাকবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Xiaomi 14 Ultra Camera

শাওমি সব সময় তাদের ডিভাইস গুলোতে নিত্য নতুন ফিচার ব্যবহার করে সেই রকমই শাওমি 14 আলট্রা স্মার্টফোনটিতে পিছনের দিকে অর্থাৎ ব্ল্যাক প্যানেলে ভ্যারিয়েবল অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) যুক্ত 50 মেগাপিক্সেলের Sony LYT 900 প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে এবং 50 মেগাপিক্সেলের টেলি ফটো লেন্স সহ, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স ও 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এটি একটি ওয়ার্ড ক্যামেরা সেটআপ যুক্ত স্মার্টফোন হবে।

Xiaomi 14 Ultra

Xiaomi 14 Ultra স্মার্টফোনটিতে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে লক্ষ্য করা গেছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর যুক্ত থাকবে। তবে প্রথমের দিকে সকলে মনে করেছিল এটি নাকি Xiaomi Mix 5 স্মার্টফোন। তবে এখন একটি আর্টিকেল থেকে পরিষ্কার হয়ে গেছে এই প্রসেসর যুক্ত ডিভাইসটি Xiaomi 14 Ultra. স্মার্টফোনটি গিক বেঞ্চের সিঙ্গেল কোর এবং মাল্টিকোর টেস্টে 2,336 এবং 6,837 পয়েন্ট স্কোর লাভ করেছে।

Best 5g Phone Under 12000 : 12,000 টাকার মধ্যে সবথেকে ভালো ফোন

বর্তমানে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলি একটি ট্রেন্ড এনেছে যেখানে ডিভাইস গুলির ফ্রেম টাইটেনিয়াম দিয়ে তৈরি হচ্ছে। এক্ষেত্রেও Xiaomi 14 Ultra স্মার্টফোনটিতে টাইটেনিয়াম ফ্রেম থাকবে বলে জানা গেছে। এছাড়াও ডিভাইসটিতে দ্বিমুখী স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্টের সুবিধা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

এই ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য যুক্ত করা হয়েছে 5,180 mAh এর বড় শক্তিশালী ব্যাটারি যা 90 ওয়াট ওয়্যার্ড ও 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। আরো জানা গেছে আগামী এপ্রিল মাসে Xiaomi তাদের Xiaomi Pad 7 সিরিজের সাথে এই স্মার্টফোনটি একসাথে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment