Oppo কম্পানির আরও একটি নতুন ফোন বাজারে আস্তে চলেছে Oppo Reno 11F 5G নাম নিয়ে

Subham

Updated on:

Oppo কম্পানির আরও একটি নতুন ফোন বাজারে আস্তে চলেছে Oppo Reno 11F 5G নাম নিয়ে

Oppo কম্পানি তাদের নতুন Oppo Reno 11 সিরিজের মধ্যে Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro ইতিমধ্যেই লঞ্চ করেছে। এবার এই Oppo কম্পানি তাদের এই সিরিজের আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে Oppo Reno 11F 5G নামে। এই নতুন স্মার্টফোনটির ডিজাইন ও এই ফোনের Specification ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। Oppo কম্পানির আরও একটি নতুন ফোন বাজারে আসতে চলেছে Reno 11F 5G নাম নিয়ে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

Oppo কম্পানির আরও একটি নতুন ফোন বাজারে আস্তে চলেছে Oppo Reno 11F 5G নাম নিয়ে

আজকের প্রতিবেদনে Oppo কম্পানির এই Oppo Reno11 সিরিজের নতুন ফোন Oppo Reno 11F 5G সম্পর্কে যা তথ্য বাইরে বেরিয়ে এসেছে তা সম্পর্কে বিস্তারিত আজ আমরা আলোচনা করবো। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই ফোনটিতে 6.7 ইঞ্চির একটি বড়ো AMOLED ডিসপ্লে থাকবে, যা FHD+ রেজুলেসান সাপোর্ট করবে। এছাড়াও, এই ফোনের ডিসপ্লের রিফ্রেশরেট 120Hz হবে, যা এই ফন্তি চালাতে স্মুথ এক্সপিরিয়েন্স দেবে এবং এই ফোনের ডিসপ্লের মধ্যে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে জানা গেছে।

Oppo কম্পানির আরও একটি নতুন ফোন বাজারে আস্তে চলেছে Oppo Reno 11F 5G নাম নিয়ে

এছাড়াও, আমরা যদি Oppo Reno 11F 5G ফোনটির আরও কিছু ফাঁস হওয়া তথ্যের কথা বলি, তাহলে আমাদের এই ফোনের রিয়ার ক্যামেরা সম্পর্কে বলতে হয়। এই Oppo Reno 11F 5G ফোনটিতে 64 MP এর মেন ক্যামেরা, 8 MP এর একটি আলট্রাওয়াইড ক্যামেরা ও একটি 2 MP এর ম্যাক্রো ক্যামেরার ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনে সেলফি তোলার জন্য একটি 32 MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনটিতে আপনি 5,000 mAh এর মতো বড়ো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জ করার জন্য পেয়ে যাবেন একটি 67W SuperVOOC এর দ্রুত চার্জার যা USB Type-C পোর্টের সাথে উপলব্ধ।

তথ্য অনুযায়ী, Oppo Reno 11 F 5G ফোনটি CPH2603 মডেল নম্বরের সাথে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই সার্টিফিকেশান সাইটগুলি প্রকাশ করেছে যে ডিভাইসটি ভারত, সিঙ্গাপুর এবং ইউরোপের মতো বাজারেও লঞ্চ হতে পারে। Oppo Reno 11F 5G স্মার্টফোনটি মোট তিনটি রঙের সাথে আত্মপ্রকাশ করবে সবুজ, গোলাপি এবং নীল। এই ফোনটি 2024 সালের ফেবুয়ারি মাসের 24 তারিখে মালয়েশিয়ার বাজারে লঞ্চ করা হবে।

Oppo Reno 11F 5G ফোনটির সম্ভাব্য Specification

SpecificationsDetails
ProcessorMediaTek Dimensity 7050
RAM8 GB
Internal Storage256 GB
Display6.7 inches; AMOLED
Resolution1080 x 1240 px (282 PPI)
Refresh Rate120 Hz
Display TypeBezel-less With Punch-Hole
Rear Camera64 MP Wide Angle Primary Camera
Wide Angle Camera8 MP Ultra-Wide Angle Camera
Macro Camera2 MP Macro Camera
Video Recording (Rear)4K@30/60fps
Front Camera32 MP Wide Angle Lens
Battery Capacity5000 mAh
Charging Speed67W Hyper Charging; USB Type-C Port
SIM SlotsSIM1: Nano, SIM2: Nano
5G SupportSupported
Expandable StorageUp to 1 TB
DurabilityDust Resistant, Water Resistant
Operating SystemAndroid 14

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment