Oppo কম্পানি তাদের নতুন Oppo Reno 11 সিরিজের মধ্যে Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro ইতিমধ্যেই লঞ্চ করেছে। এবার এই Oppo কম্পানি তাদের এই সিরিজের আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে Oppo Reno 11F 5G নামে। এই নতুন স্মার্টফোনটির ডিজাইন ও এই ফোনের Specification ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। Oppo কম্পানির আরও একটি নতুন ফোন বাজারে আসতে চলেছে Reno 11F 5G নাম নিয়ে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Oppo কম্পানির আরও একটি নতুন ফোন বাজারে আস্তে চলেছে Oppo Reno 11F 5G নাম নিয়ে
আজকের প্রতিবেদনে Oppo কম্পানির এই Oppo Reno11 সিরিজের নতুন ফোন Oppo Reno 11F 5G সম্পর্কে যা তথ্য বাইরে বেরিয়ে এসেছে তা সম্পর্কে বিস্তারিত আজ আমরা আলোচনা করবো। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই ফোনটিতে 6.7 ইঞ্চির একটি বড়ো AMOLED ডিসপ্লে থাকবে, যা FHD+ রেজুলেসান সাপোর্ট করবে। এছাড়াও, এই ফোনের ডিসপ্লের রিফ্রেশরেট 120Hz হবে, যা এই ফন্তি চালাতে স্মুথ এক্সপিরিয়েন্স দেবে এবং এই ফোনের ডিসপ্লের মধ্যে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে জানা গেছে।
এছাড়াও, আমরা যদি Oppo Reno 11F 5G ফোনটির আরও কিছু ফাঁস হওয়া তথ্যের কথা বলি, তাহলে আমাদের এই ফোনের রিয়ার ক্যামেরা সম্পর্কে বলতে হয়। এই Oppo Reno 11F 5G ফোনটিতে 64 MP এর মেন ক্যামেরা, 8 MP এর একটি আলট্রাওয়াইড ক্যামেরা ও একটি 2 MP এর ম্যাক্রো ক্যামেরার ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনে সেলফি তোলার জন্য একটি 32 MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনটিতে আপনি 5,000 mAh এর মতো বড়ো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জ করার জন্য পেয়ে যাবেন একটি 67W SuperVOOC এর দ্রুত চার্জার যা USB Type-C পোর্টের সাথে উপলব্ধ।
তথ্য অনুযায়ী, Oppo Reno 11 F 5G ফোনটি CPH2603 মডেল নম্বরের সাথে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই সার্টিফিকেশান সাইটগুলি প্রকাশ করেছে যে ডিভাইসটি ভারত, সিঙ্গাপুর এবং ইউরোপের মতো বাজারেও লঞ্চ হতে পারে। Oppo Reno 11F 5G স্মার্টফোনটি মোট তিনটি রঙের সাথে আত্মপ্রকাশ করবে সবুজ, গোলাপি এবং নীল। এই ফোনটি 2024 সালের ফেবুয়ারি মাসের 24 তারিখে মালয়েশিয়ার বাজারে লঞ্চ করা হবে।
Read More :- ভারতের পর এবার গ্লোবাল মার্কেটে 200 MP ক্যামেরা এবং 120W চার্জার নিয়ে চলে এলো Redmi Note 13 Pro Plus 5G
Oppo Reno 11F 5G ফোনটির সম্ভাব্য Specification
Specifications | Details |
---|---|
Processor | MediaTek Dimensity 7050 |
RAM | 8 GB |
Internal Storage | 256 GB |
Display | 6.7 inches; AMOLED |
Resolution | 1080 x 1240 px (282 PPI) |
Refresh Rate | 120 Hz |
Display Type | Bezel-less With Punch-Hole |
Rear Camera | 64 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 8 MP Ultra-Wide Angle Camera |
Macro Camera | 2 MP Macro Camera |
Video Recording (Rear) | 4K@30/60fps |
Front Camera | 32 MP Wide Angle Lens |
Battery Capacity | 5000 mAh |
Charging Speed | 67W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Supported |
Expandable Storage | Up to 1 TB |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android 14 |
Read More :- Redmi কম্পানি খুব তাড়াতাড়ি Redmi A3 ফোনটি লঞ্চ করতে চলেছে তাও খুব সস্তায়
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।