হটাৎ Redmi Note 12 5G-র দাম নিচে নামলো 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ ডিভাইসটি কত টাকায় পাওয়া যাচ্ছে জানুন

Subham

Updated on:

Redmi Note 12 5G

বিগত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে Redmi তাদের একটি বিশ্বস্ত জায়গা গড়ে তুলেছে। Xiaomi একটি চিনা ব্যান্ড তারপরেও ভারতীয়রা এই ব্র্যান্ডের স্মার্টফোনগুলি খুবই পছন্দ করেন। এইবার সংস্থাটি ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন Redmi Note 13 সিরিজটি 2024 সালের 4 জানুয়ারিতে লঞ্চ করতে চলেছে। যার কারণেই রেডমি তাদের পুরানো Redmi Note 12 5G স্মার্টফোনটির দাম অনেকটাই কমিয়ে দিয়েছে।

google news

আপনি এই ডিভাইসটি 2500 টাকা ছাড়ে নিজের করতে পারবেন। তাহলে চলুন আজকে Redmi Note 12 5G স্মার্টফোনটি কতটা কম দামে পাওয়া যাবে তা জেনে নিন।

Redmi Note 12 5G

Redmi Note 12 5G Discount Price

সংস্থার এই Redmi Note 12 5G ফোনটি ভারতীয় বাজারে শুধুমাত্র দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যেগুলি হল 4 BG + 128 GB মডেলটির দাম আগে ছিল 17,999 এবং 6 BG + 128 GB মডেলটির আগের দাম 19,999 টাকা। দুটি ভেরিয়েন্টের দাম কমানোর পর আগ্রহী ক্রেতারা 4GB মডেলটিকে মাত্র 15,499 টাকাতে এবং 6GB মডেলটি কে 16,999 টাকাতে নিজের পকেটে করতে পারবেন। তবে এই স্মার্টফোনগুলিতে যেসব কালার অপশনে পাওয়া যাবে সেগুলি হল ফ্রস্টেড গ্রিন, ম্যাট ব্ল্যাক এবং মিস্টিক ব্লু কালার।

Redmi Note 12 5G Features

রেডমির এই চমৎকার ডিভাইসটিতে দারুন দারুন ফিচারগুলি রয়েছে যেখানে আপনি পেয়ে যাচ্ছেন 1080×2400 পিক্সেলের ডিসপ্লে, সাথে ধুলো প্রতিরোধ করার জন্য IP 53 রেটিং এছাড়া সিকিউরিটি ফিচার হিসেবে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5mm এর একটি হেডফোন। এছাড়া আরও অন্যান্য ফিচার গুলি আমরা বিস্তারিত নিচে দিয়েছি সেগুলি অবশ্যই দেখতে ভুলবেন না।

SpecificationsDetails
ProcessorSnapdragon® 4 Gen 1CPU: Octa-core CPU, up to 2.0GHzGPU: Adreno 6196nm manufacturing process
RAM4 GB + 6GB
Internal Storage128 GB
Display6.74 inches (17.12 cm); AMOLED
Resolution1080×2400. 450 nits (typ), HBM 700 nits, 1200 nits peak brightness
Refresh Rate90Hz to 120 Hz
Display TypeBezel-less With Punch-Hole Display
Rear CameraTriple Camera Setup: 48 MP Wide Angle Primary Camera, 8 MP Ultra-Wide Angle Camera, 2 MP Telephoto Camera with LED Flash
Rear Camera VideoHD Video Recording
Front Camera13 MP Wide Angle Lens
Front Camera VideoHD Video Recording
Battery Capacity5000 mAh
Charging33W Fast Charging; USB Type-C Port
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v12

Redmi Note 12 5G Display

রেডমির স্মার্টফোনগুলিতে ডিসপ্লে কোয়ালিটি দারুন দেওয়া থাকে, এই স্মার্টফোনটিতে আপনি 6.6 ইঞ্চির বড় সাইজের 1080×2400 পিক্সেলের ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে পাচ্ছেন। এর সাথেই 90 Hz এর রিফ্রেশ রেট যা 1200 নিট ব্রাইটনেস আপনাকে প্রদান করতে সক্ষম। ডিসপ্লেটি সুরক্ষা করার জন্য রয়েছে গরিলা গ্লাসের সুরক্ষা।

Redmi Note 12 5G Display

Redmi Note 12 5G Camera

রেডমি প্রত্যেকটা স্মার্টফোনগুলিতে আপনি দারুন দারুন ক্যামেরা দেখতে পাবেন। ক্যামেরা গুলি যথেষ্ট সুন্দর ছবি তুলতে সক্ষম, এই স্মার্টফোনটিতে আপনি পাচ্ছেন সুন্দর ডিজাইনের একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকছে, একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য পেয়ে যাচ্ছেন সামনের দিকে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Redmi Note 12 5G Processor

সংস্থাটি সবসময় তাদের স্মার্টফোনগুলিতে একটি আধুনিক প্রসেসর দেয়ার চেষ্টা করে। এক্ষেত্রে আপনি এই ডিভাইসটিতে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 4 Gen 1 এর শক্তিশালী প্রসেসর, এর সাথেই রয়েছে Android V12 এর সাপোর্ট যা রেডমি (MIUI 13) কাস্টম স্ক্রিনে চলবে।

Redmi Note 12 5G Processor

Redmi Note 12 5G Battery & Charger

ব্যাটারি এবং চার্জারের কথা যদি এখানে বলা হয় তাহলে বলবো এই সুন্দর স্মার্টফোনটি চালনা করার জন্য ব্যাটারি ব্যাকআপ হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি। যা চার্জ করার জন্য রয়েছে 33 ওয়াটের একটি USB Type-c ফাস্ট চার্জার। ব্যাটারিটি একবার সম্পূর্ণ চার্জ হওয়ার পর আপনি নিশ্চিন্তে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

তো বন্ধুরা আশা করি আজকের আমাদের এই রেডমি স্মার্টফোনটি সমন্ধিত বিভিন্ন তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনার কোনো বন্ধু অথবা প্রিয় জন যদি এই স্মার্টফোনটি কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই এই পোস্টটি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যাতে করে তারাও এই অফারটি নিজের করে নিতে পারে। আরো অন্যান্য ফোনের ব্যাপারে জানতে আমাদের সাথে থাকুন।

Hello friends I'm Subham Manna. I'm a professional writer and finding new job and finance news. In 3 years lots of latest job vacancy and finance news i have serve for public. For new job & govt scheme please connect us

Leave a Comment