অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হলো Oppo Find X7 Ultra জানুন কত টাকাতে কিনতে পারবেন

বহুদিনের অপেক্ষা শেষ করে অবশেষে আজ দুপুরে চীনের বাজারে লঞ্চ হতে চলেছে Oppo Find X7 Ultra স্মার্টফোনটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে সংস্থাটির ফ্লাক্সি লাইন আপের মধ্যে দুটি মডেল যোগ করা হয়েছে Oppo Find X7 Oppo Find X7 Ultra নতুন লঞ্চ হওয়া ফোন গুলির মধ্যে কি কি ফিচার থাকছে এবং দাম কত রাখা হয়েছে সেই সব বিষয়গুলি বিস্তারিত এই প্রবন্ধের মাধ্যমে পেয়ে যাবেন

google news

Oppo Find X7 Ultra Price

বাজারে প্রথম পা রাখার পর প্রকাশিত ডিভাইসটির ছবি এবং দাম জানা গেছে। ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা মডেলের 16 GB র‍্যাম + 256 GB স্টোরেজ এবং 16 GB র‍্যাম + 512 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 6,499 ইউয়ান (ভারতীয় মূল্যে 74,200 টাকা) এবং 6,999 ইউয়ান (ভারতীয় মূল্যে 79,900 টাকা) রাখা হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি, ওপ্পো তরফ থেকে জানানো হয়েছে যে 12 GB র‍্যাম + 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। তবে এই ভেরিয়েন্টির দাম এখনো পর্যন্ত জানানো হয়নি। এই ডিভাইসটিতে যে সব কালার ভেরিয়েন্ট রাখা হয়েছে তা হলো ব্লু, অরেঞ্জ এবং ব্ল্যাক।

Oppo Find X7 Ultra

Oppo Find X7 Ultra Specification

SpecificationsDetails
ProcessorQualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 (4 nm) Processor
RAM12 GB+ 16 GB
Internal Storage256 GB + 512 GB Inbuilt Memory
DisplayLTPO AMOLED, 1B colors, 120Hz, Dolby Vision, HDR10+, 1600 nits (typ), 2600 nits (HBM), 4500 nits (peak)
6.82 inches, 113.0 cm2 (~90.3% screen-to-body ratio)
Corning Gorilla Glass Victus 2
Resolution1440 x 3168 pixels (~510 ppi density)
Refresh Rate144Hz
Rear Camera50 MP Quad Rear Camera with OIS
Rear Camera Video4K@30/60fps, 1080p@30/60/240fps; gyro-EIS; HDR, 10‑bit video, Dolby Vision
Front Camera32 MP Wide Angle Lens
Front Camera Video4K@30/60fps, 1080p@30fps, gyro-EIS
Battery Capacity5100 mAh
Charging100W Wired USB Type-C Port, 50W wireless, 10W reverse wireless
GeneralSIM1: Nano, SIM2: Nano; 5G Supported in India; Non-Expandable
Operating SystemAndroid v14

Oppo Find X7 Ultra Camera

ওপোর ক্যামেরা কি রকম তা আমরা সকলেই জানি। তবে এই স্মার্টফোনটিতে চমৎকার দেখতে কোয়াড ক্যামেরা দেওয়া হয়েছে যাতে পাবেন একটি 50 মেগাপিক্সেল LYT-900 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল LYT-600 আল্ট্রা-ওয়াইড লেন্স, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল IMX890 পেরিস্কোপ সেন্সর, 6x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল IMX858 পেরিস্কোপ লেন্স। সামনের দিকে রয়েছে একটি আধুনিক প্রযুক্তি যুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটি থেকে আপনি ফুল এইচডি ভিডিও রেকডিং যাবে।

Oppo Find X7 Ultra Display

ওপোর এই দুর্দান্ত মডেলটিতে দেওয়া হয়েছে 6.82 ইঞ্চির OLED ডিসপ্লে। যেখানে ডিসপ্লেটিতে পেয়ে যাচ্ছেন 1440×3168 পিক্সেলের রেজুলেশন এবং এটি HDR10+ সাপোর্টেড। এছাড়া ডিসপ্লেটি কার্ভ ডিজাইনের হবে, যেখানে ডেনসিটি থাকবে 510 PPI এর সাথে এতে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 144 Hz এর এবং ডিসপ্লেটি সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2. ডিসপ্লেটির একটি পাঞ্চল ডিজাইনের হবে।

Oppo Find X7 Ultra

Oppo Find X7 Ultra Processor

ওপো তাদের ডিভাইস গুলিতে সবসময় আধুনিক প্রসেসর দিয়ে থাকে, তেমনি এই স্মার্টফোনটিতেও পেয়ে যাবেন Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 যা বর্তমানে সব থেকে লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরটি হাইগ্রাফিক্স গেম অতি সহজেই প্রসেস করতে পারবে, প্রসেসরটির সবথেকে বিশেষ গুণ হল এতে কোনরকম হিটিং ইস্যু হয় না।

Oppo Find X7 Ultra Battery & Charger

পাওয়ার ফুল এই স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এটি USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ হবে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment