সাধারণত Redmi কম্পানি তাদের Redmi A সিরিজের মাধ্যমে সাধারণ মানুষের জন্য খুব সস্তায় ভালো গুনমান যুক্ত স্মার্টফোনগুলি লঞ্চ করে থাকে। 2023 সালে এই Redmi ব্র্যান্ডটি তাদের Redmi A সিরিজের মধ্যে Redmi A2 ফোনটি লঞ্চ করেছিল। চলতি বৎসরে এই কম্পানি Redmi A সিরিজের মধ্যে Redmi A3 ফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন এই A সিরিজের ফোনটিকে ইতিমধ্যেই অনেকগুলি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে দেখা গেছে। এছাড়াও, এই ফোনটিকে এই মুহূর্তে TDRA সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া যাচ্ছে, সেই কারণে অনুমান করা হচ্ছে এই কম্পানি Redmi A সিরিজের মধ্যে Redmi A3 ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। Redmi কম্পানি খুব তাড়াতাড়ি Redmi A3 ফোনটি লঞ্চ করতে চলেছে তাও খুব সস্তায় এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন।
Redmi কম্পানি খুব তাড়াতাড়ি Redmi A3 ফোনটি লঞ্চ করতে চলেছে তাও খুব সস্তায়
Redmi কম্পানির Redmi A সিরিজের মধ্যে Redmi A3 ফোনটি ইতিমধ্যেই 23129RN51X মডেল নম্বর সহ TDRA সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত অবস্থায় দেখা গিয়েছে। এর মধ্যে এই স্মার্টফোনটি থাইল্যান্ডের NBTC, সিঙ্গাপুরের IMDA, ইন্দোনেশিয়ার TKDN, SDPP এবং ইউরোপের EEC এর মতো বিভিন্ন সাইটে অনুমোদন লাভ করেছে।
আপনাদের বলে রাখি, Redmi A3 ফোনটির ভারতীয় সংস্করণটি 23129RN51H মডেল নম্বর সহ 2023 সালের ডিসেম্বর মাসে BIS সাইটের ছাড়পত্র নিয়েছে। তবে এই ফোনটির Specification সম্পর্কে বিস্তারিত সঠিকভাবে এখনও জানা যাইনি। তবে ইতিমধ্যেই জানা গেছে এই ফোনটি Redmi A2 ফনের উত্তরসরি ফন হিসাবে লঞ্চ করা হবে ভারতীয় বাজারে। সেই কারণে অনুমান করা হচ্ছে Redmi কম্পানির Redmi A সিরিজের মধ্যে Redmi A3 ফোনটি 2024 সালের মার্চ মাসের কাছাকাছি লঞ্চ হবে। আসুন নিছের তালিকা থেকে Redmi A3 ফোনটির সম্ভাব্য Specification গুলি জেনে নিই।
Read More :-108MP ক্যামেরা নিয়ে Honor X9b খুব শীঘ্রই ভারতে লঞ্চ করছে নতুন স্মার্টফোন, কি থাকছে জানুন
Redmi A3 Specification
Specifications | Details |
---|---|
Processor | Qualcomm SDM665 Snapdragon 665 |
RAM | 4 GB, 6 GB |
Internal Storage | 64 GB, 128 GB |
Display | 6.09 inches; Super AMOLED |
Resolution | 720 x 1560 px (282 PPI) |
Refresh Rate | 90 Hz |
Display Type | Bezel-less With Punch-Hole |
Rear Camera | 50 MP Wide Angle Primary Camera |
Wide Angle Camera | 8 MP Ultra-Wide Angle Camera |
Macro Camera | 2 MP Macro Camera |
Video Recording (Rear) | 4K@30/60fps |
Front Camera | 32 MP Wide Angle Lens |
Battery Capacity | 4030 mAh |
Charging Speed | 18W Hyper Charging; USB Type-C Port |
SIM Slots | SIM1: Nano, SIM2: Nano |
5G Support | Supported |
Expandable Storage | Up to 1 TB |
Durability | Dust Resistant, Water Resistant |
Operating System | Android 12, upgradable to Android 13 |
Read More :- Realme Note 1 : 108 মেগাপিক্সেল ক্যামেরা OLED ডিসপ্লে নিয়ে বাজারে আসছে, রইল ছবি
Redmi A3 ফোনটির Display
Redmi A3 ফোনটিতে ফোনটির দাম অনুযায়ী একটি অত্যাধুনিক Display ব্যাবহার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই ফোনটিতে থাকছে 720 x 1560 পিক্সেল ও 282 PPI ডেনসিটির একটি ডিসপ্লে। এছাড়াও, এই ফোনে আপনি 6.09 ইঞ্চির একটি Super AMOLED ডিসপ্লে পেয়ে যাজাবেন। তাছারাও, এই ফোন আপনাকে 90 Hz রিফ্রেস রেটের একটি ডিসপ্লে দিচ্ছে, যা আপনাকে এই ফোনটি ব্যাবহারে স্মুথ এক্সপ্রিরিয়েন্স দেবে।
Redmi A3 ফোনটির Processor
Redmi কম্পানির এই Redmi A3 ফোনটিতে Qualcomm SDM665 Snapdragon 665 এর মতো শক্তিশালী প্রসেসর দেওয়া হবে বলে আসা করা হচ্ছে। এতে পারফরম্যান্স বেশ ভালো দেখা যায়। এছাড়াও, এই প্রসেসরটি 5G সাপোর্ট করতে সক্ষম।
Redmi A3 ফোনটির Camera Quality
Redmi কোম্পানির এই নতুন 5G স্মার্টফোন, Redmi A3 ফোনটিতে ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে এই ফোন আপনি দুর্ধষ ক্যামেরা সেটআপ পাবেন। যার মধ্যে আপনি 50 MP এর ত্রিপল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা দেখতে পাবেন। প্রাইমারি ক্যামেরার সাহায্যে আপনি 4K@30/60fps তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই ফোন আপনাকে সেলফি তোলার জন্য 32 MP এর একটি সেলফি ক্যামেরা প্রদান করছে।
Read More :- Xiaomi 14 Ultra: বিস্ময়কর অদৃশ্য ক্যামেরা নিয়ে স্মার্টফোন কম্পানি গুলিকে টক্কর দিতে আসছে শাওমি
Redmi A3 ফোনটির Battery & Charger
Redmi কোম্পানির এই নতুন 5G স্মার্টফোন, Redmi A3 ফোনটিতেও একটি ভাল ব্যাটারি এবং চার্জার দিয়েছে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 4030 mAh এর মতো একটি বড় ব্যাটারি। এবং চার্জ করার জন্য পেয়ে যাবেন একটি 18W এর দ্রুত চার্জার যা USB Type-C পোর্টের সাথে উপলব্ধ। Redmi A3 ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 50 মিনিট সময় নেয়। একবার এই ফোন আপনি ফুল চার্জ করলে 8 থেকে 9 ঘন্টা অনায়াসেই চলবে।
শেষ কথা
ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও এই ধরনের সকল মোবাইল ফোনের অফার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।