রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত ।। বাংলাদেশে রয়েল এনফিল্ড বাইকের দাম কত

বর্তমানে বেশিরভাগ মানুষই রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত জানতে চাইছেন, তার কারণ রয়েল এনফিল্ড একটি বাজেটের মধ্যে থাকা উৎকৃষ্ট মানের বাইক। বাইকপ্রেমীদের কাছে খুবই পছন্দের বাইক হল রয়েল এনফিল্ড, আর আপনি যদি রয়েল এনফিল্ড বাইকের দাম খুঁজছেন তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে এসেছেন।

google news

কম বাজেটের সেরা মানের বাইক যদি বলা হয় তাহলে সব থেকে প্রথমে রয়েল এনফিল্ড বাইক শীর্ষ স্থান দখল করে রেখেছে। Royal Enfield ভারতীয় কোম্পানির বাইক এবং এই বাইকটি ভারতের রাস্তায় চোখ ঘোরালেই দেখতে পাওয়া যাবে। তার মূল কারণ বাইকটির মাসকুলার লুক এবং আরামদায়ক, যার কারণেই বাইকারদের খুবই পছন্দের বাইক।

রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত

রয়েল এনফিল্ড বাইকটির মধ্যে একটি বিরাট ইতিহাস জড়িয়ে রয়েছে, একটা সময় রয়েল এনফিল্ড ভারতীয় বাজারে হারিয়ে গিয়েছিল। কিন্তু কোম্পানিটি কঠোর পরিশ্রমের মাধ্যমে বর্তমান সময়ে ভারতে 350 CC সেগমেন্টে রাজ করে চলেছে। আসুন তাহলে রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত জানা যাক।

মডেলবাংলাদেশে মূল্য (BDT)
রয়্যাল এনফিল্ড ক্লাসিক 3502,45,000 টাকা
Royal Enfield Meteor 3502,75,000 টাকা
রয়্যাল এনফিল্ড হিমালয়ান4,00,000 টাকা

হেলিকপ্টার দাম কত বাংলাদেশ 2024 | Helicopter Price in Bangladesh

রয়েল এনফিল্ড বাইক গুলির মডেল

রয়েল এনফিল্ড শুধুমাত্র একটি মডেল এই থেমে নেই, তারা বিভিন্ন ধরনের মডেলের সাথে এবং পারফরম্যান্স নিয়ে আলাদা আলাদা সেগমেন্টে বাজারে বর্তমান। আমরা আপনাদের রয়েল এনফিল্ড বাইকগুলির বিভিন্ন মডেল গুলি সম্বন্ধে বিস্তারিত জানাবো।

রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত

রয়েল এনফিল্ড ক্লাসিক 350

রয়েল এনফিল্ড কোম্পানির সব থেকে বেশি বিক্রিত হওয়া বাইক হল রয়েল এনফিল্ড ক্লাসিক 350, এই মডেলটি সবথেকে বেশি বিক্রিত হওয়ার কারণ হলো আধুনিক প্রযুক্তির সাথে ক্লাসিক লুক আধুনিক এবং স্টাইলিশ ডিজাইনের দারুন সংমিশ্রণটি বাইকারদের মধ্যে বিরাট জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশে রয়েল এনফিল্ড ক্লাসিক 350 বাইকের দাম 2,45,000 টাকা এক্স শোরুম।

বাংলাদেশে আজকের পেঁয়াজের দাম কত 2024 | Today Onion Price in Bangladesh

রয়েল এনফিল্ড হিমালয়ান

রয়েল এনফিল্ড হিমালয়ান হল রয়েল এনফিল্ডের সব থেকে সেরা অ্যাডভেঞ্চার বাইক। হিমালয়ান নামের সাথে বোঝা যায় বাইকটি উঁচু-নিচু এবং পাহাড়ি এলাকায় রাইডিংয়ের জন্য সবথেকে সেরা বাইক। যেসব বাইক প্রেমিক পাহাড়ি এলাকায় রাইড করতে ভালোবাসেন তাদের জন্য রয়েল এনফিল্ড হিমালয়ান সবথেকে সেরা বাইক হবে। রয়াল এনফিল্ড হিমালয়ান বাইকটির দাম 4,00,000 টাকা।

Royal Enfield Meteor 350

Royal Enfield Meteor 350 বাইকটি হলো একটু আধুনিক সংমিশ্রণে তৈরি যা স্টাইলিশের সাথে আরাম প্রদানের জন্য খুবই জনপ্রিয়। এই বাইকটি দেখতে খানিকটা রয়েল এনফিল্ড ক্লাসিক এর মতই, কিন্তু এই বাইকটি আপনি খুব সহজেই হ্যান্ডেলিং করতে পারবেন। Royal Enfield Meteor 350 বাইকটির দাম হল 2,75,000 টাকা।

বাংলাদেশে Royal Enfield বাইকের দাম কত টাকা থেকে শুরু ?

বাংলাদেশের রয়েল এনফিল্ড বাইকের দাম 2,45,000 টাকা থেকে শুরু যেটি ক্লাসে 350 নামে পরিচিত।

Meteor 350 থেকে রয়েল এনফিল্ড ক্লাসিক 350 কি আলাদা ?

লুকিং এর দিক থেকে দুটি বাইক খানিকটা একই রকম দেখতে হলেও ক্লাসিক 350 বাইকটি তার ক্লাসিক ডিজাইনের জন্য জনপ্রিয়, কিন্তু Meteor 350 বাইকটি একটি আধুনিক ডিজাইনের সাথে আছে।

বন্ধুরা আশা করি রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত সম্পর্কে জানতে পেরেছেন। ক্লাসিক ডিজাইনের সাথে স্বল্প বাজেটে মোটরসাইকেল জগতে বিগত কয়েক বছর ধরে রয়েল এনফিল্ড ক্লাসিক রাজ করে চলেছে। তার কারণ বাইকটি যেমন ক্লাসিক ডিজাইনের সাথে আসে তার সাথেই অনেক মজবুত কোয়ালিটি দেওয়া হয়েছে। বাংলাদেশে অনেক বাইকার আছেন যারা ক্লাসিক 350 বাইকটি নিয়ে রাইডিং করতে চান তাদের জন্য বলব অবশ্যই একবার এই বাইকটি ব্যবহার করে দেখতে পারেন। রয়েল এনফিল্ড বাইকটি চালানো মাত্রই আপনি একটা রোমাঞ্চকর অনুভূতি পাবেন।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment