বাংলাদেশে আজকের পেঁয়াজের দাম কত 2024 | Today Onion Price in Bangladesh

নমস্কার সকলকে, আমাদের প্রতিবেদনে ঢোকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশে আজকের পেঁয়াজের দাম কত এই সম্পর্কে বিস্তারিত তথ্য। পেঁয়াজ আমাদের নিত্যপ্রয়জনীয় দ্রব্যের মধ্যে একটি যা আমাদের প্রত্যেক দিন খাবারের সাথে অবশ্যই প্রয়োজন। তাই আমরা আমাদের সংসারের বাজারে যারা বাজার করি তাদের অবশ্যই Today Onion Price in Bangladesh সম্পর্কে জেনে রাখা উচিত। আপনি যদি বাংলাদেশে আজকের পেঁয়াজের দাম কত এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

google news

বাংলাদেশে আজকের পেঁয়াজের দাম কত

পুনরায় আমাদের বাংলাদেশে আজ পেঁয়াজের দাম বৃদ্ধি পেল। বিগত কয়েক মাস ধরেই দেখতে পাচ্ছি আমাদের দেশে পেঁয়াজের দাম কমবেশি বাড়া-কমা করছে। মনে করা হচ্ছে, আমদানির অসুবিধার কারণেই আমাদের দেশে পেঁয়াজের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। আপনি যদি আজ বাজারে 1 কেজি ভালো বাছাই করা পেঁয়াজ কিনতে যান তাহলে আপনার কাছ থেকে পেঁয়াজের দাম প্রতি কেজিতে 75 টাকা থেকে 80 টাকা নেওয়া হবে। যদিও, আপনি বাজারে 70 টাকা থেকে 75 টাকার মধ্যেও পেঁয়াজ পেয়ে যাবেন যা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। আপনি যদি ডিলারের কাছ থেকে ভালোমানের পেঁয়াজ কিনতে চান তাহলে আপনার ৫০ কেজি পেঁয়াজের দাম 3,800 টাকা থেকে 4,000 টাকার মধ্যে পরবে।

বাংলাদেশে আজকের পেঁয়াজের দাম কত

মনে করা হচ্ছে, বাংলাদেশের বাজারে পুনরায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে চলছে। কারণ আমাদের বাংলাদেশে যে পরিমান পেঁয়াজ উৎপাদিত হয় সেই পেঁয়াজ দিয়ে পুরো দেশের চাহিদা মেটানো সম্ভব নয়। তাই প্রায় প্ৰত্যেক মাসেই বিদেশ থেকে আমাদের দেশে পেঁয়াজের আমদানি করতে হয়। এছাড়াও, সম্প্রতি ডলার রেট বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশে আমদানিকৃত সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে পেঁয়াজও ব্যাতিক্রম না। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের ব্যবসায়ী সমিতির কাছে থেকে আজকের পেঁয়াজের দাম সম্পর্কে যা জেনেছি, তা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি যদি বাংলাদেশে আজকের পেঁয়াজের দাম কত এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের প্রতিবেদনটি ভালো করে শেষ পর্যন্ত পড়ুন।

Today Onion Price in Bangladesh

আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে পেঁয়াজের দাম প্রতি কেজিতে আগের থেকে 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে দেশি পেঁয়াজ ও বিদেশি পেঁয়াজ দুই ধরনের পেঁয়াজই রয়েছে। এই কঠিন শীতের কারণে দেশি পেঁয়াজের স্টক কমে গেছে এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে বেশকিছুটা সময় লাগবে। এই কারণে বাংলাদেশের বাজারে ভালো পেঁয়াজ প্রতি কেজিতে 75 টাকা থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আপনি যদি বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কত চলছে এই সম্পর্কে জানতে চান তাহলে নিচের তালিকাটি ভালো করে দেখুন।

পেঁয়াজের পরিমাণবর্তমান বাজার দর
1 কেজি75-80 টাকা
10 কেজি750-800 টাকা
100 কেজি7,500-8,000 টাকা
1000 কেজি75,000-80,000 টাকা
Today Onion Price in Bangladesh

কলকাতায় আজ পেঁয়াজের দাম কত

আমাদের সকলেরই আমাদের পার্শবর্তী দেশ ভারতের বাজারে পেঁয়াজের দাম কত চলছে সেই সম্পর্কে জেনে রাখা উচিত। কারণ আমাদের দেশে বেশিরভাগ পেঁয়াজের আমদানি ভারত থেকে করা হয়। সারা ভারতবর্ষের তুলনায় কলকাতা শহরের পেঁয়াজের দাম কিছুটা সস্তা। কারণ ওই রাজ্যেই সমস্ত ধরনের কাঁচা সবজির চাষ করা হয়। আজ কলকাতায় পেঁয়াজ প্রতি কেজিতে 45 টাকা থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পাইকারি বাজারে এই পেঁয়াজ প্রতি কিলোতে 30 টাকা থেকে 35 টাকায় বিক্রি করছে কলকাতার ব্যবসায়ীরা। সুখ সাগর পেঁয়াজ যা ভারতের খুবই নামি কোম্পানি, সেই কোম্পানির পেঁয়াজ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 50 টাকার মধ্যে। এছাড়াও, নাসিকের পেঁয়াজ বর্তমানে কলকাতার বাজারে প্রতি কেজিতে 60 টাকা থেকে 70 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে।

শেষ কথা

ধন্যবাদ সকলকে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার সকল পরিচিত মানুষদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও, এই ধরনের সকল বাজারদর সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার আমাদের পোস্ট সম্পর্কে যদি কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশন এ কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিমজিত থাকব।

প্রশ্ন এবং উত্তর

বাংলাদেশে আজকের পেঁয়াজের দাম কত?

বাংলাদেশের বাজারে ভালো পেঁয়াজ প্রতি কেজিতে 75 টাকা থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে।

কলকাতায় আজ পেঁয়াজের দাম কত?

আজ কলকাতায় পেঁয়াজ প্রতি কেজিতে 45 টাকা থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

What is the Today Onion Price in Bangladesh?

বাংলাদেশের বাজারে ভালো পেঁয়াজ প্রতি কেজিতে 75 টাকা থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে।

Hello friends I'm Subham Manna. I'm a Tech expert and i love research and write on Mobile & Tech. I have 5 years exprience on blogging. This is my personal website, here i post daily new mobiles & Tech update.

Leave a Comment