আপনি যদি কাজের জন্য অথবা ভ্রমণের জন্য ব্রুনাই যাবার কথা ভাবছেন তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়বেন। আজকে আমি আপনাদের ব্রুনাই ভিসার দাম কত এবং কিভাবে ব্রুনাই যেতে হয় সেই ব্যাপারে বিস্তারিত জানাবো।
আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হন তাহলে অবশ্যই ব্রুনাই ভ্রমণের জন্য ভিসা থাকতে হবে। ব্রুনাই গিয়ে থাকার জন্য ৩০ দিনের সময় থাকে এবং ভিসার মেয়াদ ৯০ দিনের মধ্যে শেষ হয়ে যায়। তবে ব্রুনাই টুরিস্ট ভিসার জন্য আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে এবং ব্রুনাই টুরিস্ট ভিসা পাওয়ার জন্য পাঁচটি নথির অবশ্যই দরকার পড়ে যেগুলি নিচে দেওয়া হয়েছে।
ব্রুনাই ভিসার দাম
ব্রুনাই ভিসা ফি 1,400 টাকা (মাথাপিছু) এবং 2,000 টাকা (একের অধিক) তবে পেমেন্ট নগদে করতে হবে এবং তা ফেরত যোগ্য হবে না।
বুনাই ভিসার জন্য আবেদন পদ্ধতি
প্রত্যেক বছর বাংলাদেশ থেকে ব্রুনাই কাজের জন্য অথবা টুরিস্ট ভিসার জন্য আবেদন করা হয়। বাংলাদেশেদের জন্য ব্রুনাই ভ্রমণের ভিসা পেতে হলে আপনাকে কয়েকটি প্রক্রিয়া অবলম্বন করতে হবে যেগুলি নিচে তালিকা আকারে দেওয়া হয়েছে।
- প্রথমেই আপনাকে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং পাসপোর্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে।
- বাংলাদেশী পাসপোর্ট ব্রুনাইতে আগমনের তারিখ থেকে অন্তত ছয় মাসের জন্য বৈধ কিনা যাচাই করতে হবে। তবে নতুন বাংলাদেশী পাসপোর্টের জন্য আবেদন না করলে।
- এরপর ব্রুনাইয়ের জন্য আবেদন পত্র পূরণ করতে হবে।
- আবেদন পত্রটি পূরণ করার পর আপনার পাসপোর্টের সাথে প্রয়োজনীয় নথি, অর্থ ব্রুনাইয়ের দূতাবাসে ভিসার জন্য আবেদন পত্রটি জমা করুন।
- ব্রুনাইয়ের ভিসার জন্য আবেদন পত্রটি অনুমতি পাবার পর আপনার পাসপোর্টে একটি ভিসা স্টিকার পেয়ে যাবেন এর সাথেই ইমেল এর মাধ্যমে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে।
- এরপর ব্রুনাই দূতাবাস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করে নিন।
- ব্রুনাই পৌঁছানোর পর কাউন্টারে ইমিগ্রেশন অফিসারের কাছে বাংলাদেশের পাসপোর্টটি জমা করুন।
- এরপর আপনি আপনার দেওয়া পাসপোর্টটিতে ব্রুনাই ভিসা স্ট্যাম্প পেয়ে যাবেন এবং এখান থেকেই আপনার ব্রুনাইয়ের থাকার সময়কাল দেখতে পাওয়া যাবে।
রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত ।। বাংলাদেশে রয়েল এনফিল্ড বাইকের দাম কত
বাংলাদেশ থেকে ব্রুনাই টুরিস্ট ভিসার জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে তার মধ্যে পাসপোর্ট সহ আরও মোট পাঁচটি নথিপত্র প্রয়োজন যেগুলি আপনাদের জানা দরকার।
ভিসা আবেদন পত্র
ব্রুনাই যাবার জন্য পূরণ করা আবেদন পত্র।
ব্রুনাই পাসপোর্ট
ভ্রমণের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত বৈধতা থাকবে এবং পাসপোর্টটিতে দুটি পৃষ্ঠা থাকবে যেগুলি কোনরকম চিহ্ন ছাড়াই পরিষ্কার থাকবে।
ব্রুনাই ভ্রমণ বুকিং
ব্রুনাই ভ্রমণের জন্য অবশ্যই আপনাকে প্লেনে করে যেতে হবে, যার জন্য আগে থেকেই ফ্লাইট টিকিট বুকিং করতে হবে। যেগুলি আপনি কাছাকাছি ট্রাভেলস এজেন্ট এর কাছ থেকে বুকিং করতে পারবেন। তবে এখানে আপনি যদি বাড়ি ফেরার তারিখ নিশ্চিত করে থাকেন সেক্ষেত্রে রিটার্ন টিকিট কেটে নিতে পারেন।
ব্যাংকের দলিল পত্র
আবেদনকারীকে অবশ্যই ব্যাংকের লেটেস্ট স্টেটমেন্ট তুলতে হবে এবং স্টেটমেন্টটিতে অবশ্যই আবেদনকারীর নাম একাউন্টের ব্যালেন্স এবং অ্যাকাউন্ট নাম্বার স্পষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে। যদি ব্যাংকের স্টেটমেন্ট গুলি অনলাইন থেকে পাওয়া যায় সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে প্রমাণ স্বরূপ একটি স্টাম্প লাগাতে হবে।
কভার লেটার
কভার লেটার আসলে আবেদনকারীর বিবরণ ভ্রমণ এবং ভ্রমণকারীর সাথে আরও অন্যান্য সদস্যদের বিবরণ গুলিকে উল্লেখ করা পত্রকে কাভার লেটার বলা হয়।
ব্রুনাই যেতে বাংলাদেশি নাগরিকদের ভিজার দরকার ?
অবশ্যই আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হন এবং ভ্রমণের উদ্দেশ্যে অথবা কাজের উদ্দেশ্যে ব্রুনাই যেতে চান তাহলে ভিজার প্রয়োজন আবশ্যিক।
টুরিস্ট ভিসাতে কত দিন ব্রুনাইয়ে থাকা যাবে ?
টুরিস্ট ভিসাতে ব্রুনাইয়ে সাধারণত 30 দিন পর্যন্ত থাকা যায়।
ব্রুনাই ভিসার দাম কত ?
ব্রুনাই ভিসা ফি 1,400 টাকা মাথাপিছু এবং 2000 টাকা একের অধিক তবে পেমেন্ট নগদে করতে হবে এবং তা ফেরত যোগ্য হবে না।
ব্রুনাই টুরিস্ট ভিসা কতদিন পর্যন্ত বৈধ ?
ব্রুনাই টুরিস্ট ভিসার বৈধতা সাধারণত ৯০ দিনের মেয়াদ থাকে।